বিশ্বজিৎ দাস, পশিচম মেদিনীপুর: মুহূর্তের ঝড়ে সব লন্ডভন্ড! শুধু ঝড়ই নয় সঙ্গে প্রবল শিলাবৃষ্টি। আর এর জেরেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নং ব্লকের ভেটিয়া গ্রাম পঞ্চায়েতের ডিমৌলি, বাধগোড়া সহ একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের কারণে প্রচুর বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। ট্রান্সফরমার ভেঙে মাটিতে পড়ে যায়। অনেক গাছ ভেঙে পড়ে। শিলাবৃষ্টি এবং ঝড়ে বহু বাড়ির অ্যসবেসটসের ছাদ ভেঙে যায়, টিনের চাল উড়ে যায়। গাছ পড়ে বহু বাড়ি ভেঙে যায়। গ্রামবাসীরা জানান, ঝড় এবং শিলাবৃষ্টিতে মাঠের ধান নষ্ট হয়ে গিয়েছে। ফলে চাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
এদিকে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ৫ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
এও জানান হয়েছে, বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার পর্যন্ত থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বৃহস্পতিবার কালবৈশাখী হতে পারে দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার থেকে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আজও কাল একই রকম তাপমাত্রা। তারপর ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। দিনের বেলায় গরম বাড়বে; অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
বুধবার থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আরো বাড়বে। বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ; বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকার সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামলো। হালকা বৃষ্টির কারণে সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া। বেলা বাড়লে পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে