ঝিলম করঞ্জাই, কলকাতা: ফর্টিস হাসপাতালের (Fortis Hospital) বিরুদ্ধে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ এক রোগিণীর পরিবারের।  স্বাস্থ্য কমিশনের (West Bengal Health Commission) দ্বারস্থ হয় পরিবার।  স্বাস্থ্য কমিশন জানাল, ফর্টিস হাসপাতালের (Fortis Hospital)  রোগীদের চিকিত্‍সা সংক্রান্ত এক মাসের সব বিল অডিট করা হবে। হাসপাতালের তরফে স্বাস্থ্য কমিশনের (West Bengal Health Commission) সঙ্গে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

  


বিল অডিটের সিদ্ধান্ত: বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বিল সংক্রান্ত অভিযোগ এই প্রথম নয়। এর আগেও একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বিল বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তুলেছে রোগীর পরিবার। ফর্টিস হাসপাতালের এক মাসের বিল অডিট (Bill Audit) করবে স্বাস্থ্য কমিশন। বিলে একাধিক অনিয়মের অভিযোগ পেয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। ইএম বাইপাসের ধারে, আনন্দপুরের (Anandapur) ফর্টিস হাসপাতালের এই বিল বিতর্কের সূত্রপাত এক রোগিণীর চিকিত্‍সাকে কেন্দ্র করে। সূত্রের খবর, এক রোগিণীর চিকিত্‍সার বিল হয় ২৪ লক্ষ টাকা। তার মধ্যে ১৮ লক্ষ ৬৫ হাজার টাকা বকেয়া ছিল।  রোগিণীর পরিবার অতিরিক্ত বিলের অভিযোগ তুলে স্বাস্থ্য কমিশনের (West Bengal Health Commission) দ্বারস্থ হয়।  এরপর ওই রোগিণীর বিল খতিয়ে দেখে স্বাস্থ্য কমিশন।  সূত্রের খবর, তখনই তাদের নজরে আসে, একাধিক বিলের ক্ষেত্রে স্বাস্থ্য কমিশনের (West Bengal Health Commission) নির্দেশিকা মানেনি ফর্টিস হাসপাতাল (Fortis Hospital)। এরপরই ফর্টিস হাসপাতালের রোগীদের চিকিত্‍সা সংক্রান্ত এক মাসের বিল পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত হয়।


স্বাস্থ্য কমিশনের নির্দেশ: স্বাস্থ্য কমিশন (West Bengal Health Commission) সূত্রে খবর, ফর্টিস হাসপাতালকে (Fortis Hospital) বলা হয়েছে, বকেয়া বিলের থেকে ২ লক্ষ টাকা কমাতে হবে। পাশাপাশি রোগিণীর পরিবারকে বলা হয়েছে, ৪ মাস পর থেকে হাসপাতালকে মাসে ২ লক্ষ টাকা কিস্তিতে বকেয়া বিল শোধ করতে হবে।  এ বিষয়ে ফর্টিস হাসপাতাল (Fortis Hospital) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্য কমিশনের সঙ্গে তারা সহযোগিতা করবে।


আরও পড়ুন: DA Increase: কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি, আন্দোলনের হঁশিয়ারি একাধিক কর্মী সংগঠনের