কলকাতা: এই বছর জন্মদিন উদযাপন করতে তিনি ছুটে গিয়েছিলেন বাড়িতে। মায়ের কাছে। প্রচণ্ড অসুস্থ মা, শয্যাশায়ী। তাই প্রত্যেক বছরের মতো জন্মদিনের পার্টি করেননি তিনি। ঘরোয়া আয়োজনেই জন্মদিন পালন করেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। জন্মদিনের শুভেচ্ছা জানাতে অভিনেত্রীকে ফোন করা হয়েছিল এবিপি লাইভের  (ABP Live)-এর তরফ থেকে। সেই ফোনেই অভিনেত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন, এটাই বোধহয় মায়ের সঙ্গে কাটানো তাঁর শেষ জন্মদিন। সত্যি হল সেই আশঙ্কাই। 


জন্মদিনের ৫ দিনের মাথাতেই মৃত্যু হল অভিনেত্রীর মা তৃপ্তি আঢ্যর। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা। সেসময়ে শ্যুটে বেরোচ্ছিলেন তিনি, আত্মীয়ের ফোন পেয়ে ছুটে যান হাসপাতালে। খুব অল্প বয়সেই বাবাকে হারান অপরাজিতা। মা ছিলেন তাঁর আশ্রয়। সোশ্যাল মিডিয়ায় আজ নিজেই মাতৃবিয়োগের কথা জানিয়েছেন অভিনেত্রী।


সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা লেখেন, 'মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন....অ খন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তার....'। অপরাজিতা নামটিও তাঁর মায়েরই দেওয়া। অভিনেত্রী 'অপুর সংসার'-এ এসে জানিয়েছিলেন সেই কথা। ৯ নয়, সাড়ে সাত মাসেই জন্ম হয় অপরাজিতার। শাশ্বত চট্টোপাধ্যায়ের টিভি শো 'অপুর সংসার'-এ এসে অপরাজিতা বলেছিলেন, 'আমার মা তখন অন্তঃসত্ত্বা ছিলেন, সাড়ে সাত মাসের। বাবা বাড়িতে ছিলেন না। হঠাৎ একদিন মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়। মা বোঝেন হাসপাতালে যাওয়া প্রয়োজন। তখন এত ট্যাক্সির রমরমা ছিল মা। মা বাসে করে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিক্যাল কলেজে পৌঁছন। সঠিক চিকিৎসার আগেই জন্মগ্রহণ করি আমি। তারপরে সাড়ে ৩ মাসের লড়াই। বাঁচার জন্য। দিদা বলেছিলেন, মেয়ে হলে সুমনা নাম রাখতে। কারণ সে নাকি সুন্দর মনের হবে। সাড়ে ৩ মাসের লড়াইয়ের পরে যখন মা আমায় বাড়ি নিয়ে এলেন, তখন বললেন, এত লড়াই করে মেয়ে বেঁচেছে, ওর নাম হোক অপরাজিতা।'


আরও পড়ুন: Akshay Kumar: 'আমি পরপর ১৬টা ফ্লপও দেখেছি, দোষ আমার', 'সেলফি'র অসাফল্যের পর বললেন অক্ষয় কুমার


অপরাজিতা শেষবার জন্মদিন পালন করতে ছুটে গিয়েছিলেন মায়ের কাছে। হয়তো তাঁর মনে হয়েছিল, এই বছরই হয়তো শেষবার মায়ের সঙ্গে বিশেষ এই দিনটি কাটানোর সুযোগ পাবেন তিনি। সেই আশঙ্কা সত্যি করেই চলে গেলেন তাঁর মা।