ব্রতদীপ ভট্টাচার্য ও সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) পরিষেবা। এদিন বাগডোগরা বিমানবন্দরে নামতেই পারল না ১০টি বিমান। বাগডোগরা বিমানবন্দরের বদলে বাধ্য হয়ে ১০টি বিমানকে আনা হয় কলকাতায়। বাগডোগরা থেকে অন্য জায়গায় যাওয়ার একাধিক বিমান বাতিল। উত্তরবঙ্গ জুড়ে অতিভারী বৃষ্টির জেরে বাগডোগরা বিমানবন্দরে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় জেরে কোনও বিমান টেক অফও করতে পারেনি। এই অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।


বিঘ্নিত বাগডোগরার পরিষেবা


উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য, বিপর্যস্ত বাগডোগরা বিমানবন্দর। বিমানবন্দর সূত্রে খবর, প্রতিদিন বাগডোগরা বিমানবন্দর থেকে ২৭-২৮ টি বিমান অন্যত্র যায়। কিন্তু, মঙ্গলবার সকালে শুধুমাত্র ২ টো বিমান বিমানবন্দরে নামতে পেরেছিল। দৃশ্যমানতা এতটাই কমে যায়, যে তারপর আর কোনও বিমান ওঠানামা করতে পারেনি। তাই, বাগডোগরা বিমানবন্দরের বদলে, ১০টি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয় কলকাতা বিমানবন্দরে। 


বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ


এই মুহূর্তে বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। জলপাইগুড়ি-কোচবিহারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তরে এখনই ভারী বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গের ৫ জেলায়।


দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই পাঁচ জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দফতর বলছে, বুধবার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।বৃহস্পতিবার উত্তরে বৃষ্টির পরিমান খানিকটা কমবে। তবে, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দুই জেলাতেই জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গে উদ্বেগ আরও বাড়িয়ে আপাতত বৃষ্টির সম্ভাবনার নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


আরও পড়ুন- চোখ রাঙাচ্ছে সংক্রমণ,রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে হাজার ছুঁইছুঁই