কলকাতা : বঙ্গের আকাশে ফের গাঢ় হচ্ছে করোনার (West Bengal Corona) কালো মেঘ। একলাফে বেশ কিছুটা বেড়ে ফের একবার হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (২৮ জুন) রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৯৫৪ জন। যদিও স্বস্তির খবর এই সময়পর্বে রাজ্যে করোনার জেরে কারোর মৃত্যু হয়নি। গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন সংক্রমিত ছিলেন ৫৫১ জন। তাই একলাফে চারশোর বেশি বাড়ল একদিনের সংক্রমণ।


চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট


একদিকে যেমন আক্রান্তের সংখ্যা, অপরদিকে পজিটিভিটি রেট (Positivity Rate)। দুই-ই ফের হু হু করে বাড়ছে রাজ্যে। স্বাস্থ্য দফতরের ২৮ জুনের বুলেটিন অনুযায়ী, বাংলায় এই মুহূর্তে পজিটিভিটি রেট ৯.৯২ শতাংশ। কিছুদিন আগে যা সর্বোচ্চ ৭ শতাংশে পৌঁছেছিল। সেখান থেকে প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে পজিটিভি রেট। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৬২০টি।


দৈনিক করোনা আক্রান্ত ও করোনার পরীক্ষার হার-ই হচ্ছে পজিটিভিটি রেট। যা ফের একবার দশ ছুঁইছুঁই হয়ে যাওয়ায় কিছুটা চিন্তার ভাঁজ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। অবশ্য পালনীয় কোভিডবিধি মেনে চলার কথা ফের একবার মনে করাচ্ছেন তাঁরা। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সবথেকে বেশি সংক্রমণের হার কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সারিয়ে উঠেছেন ২৭৫ জন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৭৫৯ টি। যার মধ্যে ১৯৪ জন হাসপাতালে ভর্তি। বাকি ৪ হাজার ৫৬৫ করোনা আক্রান্তই এই মুহূর্তে রয়েছেন হোম আইসোলেশনে।




বাংলাকে সতর্ক করল কেন্দ্র


পশ্চিমবঙ্গ সহ দেশের ৬ রাজ্যে করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বাংলার স্বাস্থ্য দফতরের কাছে এসে পৌঁছেছে সতর্কবার্তা। রাজ্য সরকারকে সতর্ক থাকার নির্দেশই দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি বজায় রাখার মতো অবশ্য পালনীয় কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে।


আরও পড়ুন- নতুন রূপে ফিরে ফিরে আসছে সংক্রমণ, কতটা মারাত্মক হচ্ছে চতুর্থ ঢেউ?