মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাঁতাইত, কলকাতা : আরও গভীর হয়েছে নিম্নচাপ। বঙ্গজুড়ে তুমুল দুর্যোগ অগাস্টের শুরুতেই। মৌসম ভবনের পূর্বাভাস, বর্ষার দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। আর এই ইনিংসেই মিটবে যাবতীয় ঘাটতি। ১০৬ শতাংশ বেশি বৃষ্টি হবে এই মাসে। আর শুরুতেই এই পরিস্থিতি ! বাংলার জেলায় জেলায় সর্বগ্রাসী রূপ নিয়েছে নদী। ভাসিয়ে নিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বিপন্ন জনজীবন। 


বছর ঘুরে যায়। কাঁকসার ছবি বদলায় না।  জলযন্ত্রণার চেনা ছবি ফিরল শিবপুরে। প্রতিবারের মতো অজয়ের জলে ধুয়েমুছে সাফ হয়ে গেল মাটির তৈরি অস্থায়ী সেতু। পশ্চিম বর্ধমানের কাঁকসা আর ওপারে বীরভূমের ইলামবাজারের মধ্যে যোগাযোগ এখন পুরোপুরি বিচ্ছিন্ন। বেশ কিছুটা ঘুরে পুরনো সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে দুই জেলার মানুষকে। ৬ বছর আগে অজয়ের ওপর স্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়। সম্প্রতি সেতু তৈরির কাজ সম্পূর্ণ হলেও, সংযোগকারী রাস্তা তৈরি না হওয়ায় যাতায়াতের সমস্যা রয়েই গেছে।

 

অন্যদিকে, অগাস্টের শুরুতেই আসানসোলের কল্যাণপুরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সেতু পার হওয়ার সময় জলের তোড়ে ভেসে গেল গাড়ি।   মৃত্যু হল বেসরকারি সংস্থার আধিকারিকের। মৃতের নাম চঞ্চল বিশ্বাস। বছর ঊনষাটের ওই ব্যক্তি কল্যাণপুর 
হাউসিং সোসাইটির বাসিন্দা। শনিবার সকালে গাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করে NDRF।  স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধেয় কাজ সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে আবাসনের কাছেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিনের বৃষ্টিতে দু’কূল ছাপিয়ে বইছে গারুই নদীর জল। সেতুর ওপর দিয়ে জল বইছে। পার হওয়ার সময় জলের তোড়ে ভেসে যায় গাড়ি। জলের টান সামলাতে পারেনি গাড়িটি। ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। 


গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তার জেরে এত দামাল রূপ নিয়েছে প্রকৃতি। নিম্নচাপের সঙ্গী হয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। এই ত্রিফলায়  দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্কেত দিয়েছে হাওয়া অফিস।  শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আর তার জেরে জেলাগুলির জলযন্ত্রণা আরও তীব্র হতে পারে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন:


তুমুল ভিজবে মহানগর, ৫ জেলায় দুর্যোগের অশনি সঙ্কেত, তালিকায় আপনার জেলাও?