অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : এ বছর বহু অপেক্ষার পর অবশেষে বর্ষার দামাল রূপ দেখল দক্ষিণবঙ্গ। গভীর নিম্নচাপের প্রভাবে শনিবার ভোরবেলাই আকাশ হয়েছে কালো। তুমুল বৃষ্টিতে ভেসেছে জেলা থেকে জেলা। ভয়াল রূপ নিয়েছে দক্ষিণবঙ্গের নদীগুলিও। উত্তরবঙ্গের অবস্থা আগে থেকেই ভয়ঙ্কর। আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।


ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে নিম্নচাপটি । বাংলার উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহান্তে। ইতিমধ্যেই  মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার বেলা বাড়লে বৃষ্টির প্রভাব কমলেও, আকাশের মুখ ভারই থাকবে। তবে আপাতত দুর্যোগ থেকে রেহাই নেই উত্তরবঙ্গের।  আজও ভারী বৃষ্টিই হবে । 


আরও পড়ুন :


শ্রাবণেই কাটবে সব গেরো, শিবের আশীর্বাদ এই ৫ রাশির মাথার উপর, চকচক করবে ভাগ্য


আবহাওয়া মানচিত্র বলছে, আগামী ২৪ ঘণ্টায়  ঝাড়খন্ড থেকে পুরোপুরি সরে যাবে এই নিম্নচাপটি।  ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে সেটি। অভিমুখ বিহার হয়ে উত্তর প্রদেশ। গয়া থেকে সত্তর কিলোমিটার দূরে অবস্থান করছে গভীর নিম্নচাপ। ১৭০ কিলোমিটার দূরে রয়েছে ডালটনগঞ্জ থেকে।


এর প্রভাবে  আজ, শনিবার বজ্রবিদ্যুৎ সহ  বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির  চলতেই থাকবে দিনভর। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া ,পশ্চিম বর্ধমান ,মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। 


শনিবার বিকেলের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা একটু করে কমবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে দু এক জায়গায়। 


অন্যদিকে শনিবার ভারী বৃষ্টি হবে  উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই। ভারী বৃষ্টি হবে পার্বত্য দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার,  কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই তিন জেলাতে।


সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলাতে। মঙ্গলবারও উত্তরবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।


সেই সঙ্গে আবহাওয়া দফতর সতর্কতা জারি করে বলেছে,  উত্তরবঙ্গের পার্বত্য জেলায় ভারী থেকে অতিবাহিত বৃষ্টির ফলে ধস নামতে পারে। রাস্তায় দৃশ্যমান্যতা কমবে। নদীর জল স্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তো রয়েইছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।