রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : চাষের জমিতে হঠাৎ নেমে এল হেলিকপ্টার। জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে হঠাৎ হেলিকপ্টার অবতরণে চাঞ্চল্য। সন্ধ্যায় দৃশ্যমানতা কমে যাওয়ায় (Low Visibility) জরুরি অবতরণ (Emergency Landing) বলে অনুমান। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ (Police)। যেভাবে ফাঁকা মাঠে হেলিকপ্টার নেমে আসে তাতে স্থানীয়দের মধ্যে ছড়ায় প্রবল আতঙ্ক। হেলিকপ্টারের চালক ও চার যাত্রী সুরক্ষিত রয়েছেন। প্রসঙ্গত, মাঠে জরুরি অবতরণ করার মাঝে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।


স্থানীয়দের মধ্যে আতঙ্ক


স্থানীয় সূত্রে খবর, রাজগঞ্জের ফুলতিপাড়া এলাকায় সন্ধেবেলায় হঠাৎই চাষের জমিতে প্রবল আওয়াজ করে নেমে আসে একটি হেলিকপ্টার। যা নিয়ে এলাকায় তৈরি হয় প্রবল উত্তেজনা। দিগন্ত কাঁপিয়ে প্রবল আওয়াজের জেরে এভাবে চাষের জমিতে হেলিকপ্টার নেমে আসায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ফাঁকা জমিতে নেমে আসা হেলিকপ্টার দেখতে ভিড় করেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি জানা যাচ্ছে, হেলিকপ্টারটিতে সম্ভবত আরও কোনও যান্ত্রিক সমস্যাও থেকে থাকতে পারে। আজ সন্ধেয় আবহাওয়া খারাপ ও দৃশ্যমানতা কম থাকার জেরে আর উড়বে না সেটি। আগামীকাল সকালে পরিস্থিতি খতিয়ে দেখেই যা উড়ান ধরবে।


আজ আর উড়বে না হেলিকপ্টার


পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে চারজন যাত্রী নিয়ে গুয়াহাটি থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের দিকে উড়ে যাচ্ছিল হেলিকপ্টারটি (Gwahati to Bagdogra Bound Helicopter)। কিন্তু রাজগঞ্জ এলাকা দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকার দৃশ্যমানতা কম থাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হন হেলিকপ্টারের পাইলট। যদিও যেভাবে ফাঁকা মাঠে হেলিকপ্টার নেমে আসে, তাতে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। যদিও সৌভাগ্যবশত তেমন কোনও ঘটনা ঘটেনি।


স্থানীয় সূত্রে খবর, গত দিন দুই ধরেই এলাকা জুড়ে চলছে কমবেশি বৃষ্টি। যার ফলে এমনিতেই কম ছিল দৃশ্যমানতা। তার ওপর সন্ধের সময় যা আরও কম যাওয়াতেই হয়তো ঘটেছে বিপত্তি। যদিও কোনও দুর্ঘটনা না ঘটায় হাঁফ ছেড়ে বেঁচেছেন তারা। তবে চাষের জমিতে হেলিকপ্টার নেমে আসার জেরে কার্যত সবাই মিলে ভিড় করেছেন না দেখতে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। পাশাপাশি প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বলেই খবর। কীভাবে গোটা ঘটনা ঘটল, খতিয়ে দেখা শুরু হয়েছে।


আরও পড়ুন- শরীরে জমেছিল প্রাণঘাতী পারদ, কলকাতা মেডিক্যালে বিরল অস্ত্রোপচারে বাঁচল তরুণের প্রাণ