কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ করতে এবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবার হাইকোর্টের নির্দেশকে বলবৎ করতে উদ্যোগী হল উচ্চ শিক্ষা দফতর। বিশ্ববিদ্যালয়-কলেজগুলির উপাচার্য-অধ্যক্ষদের বিজ্ঞপ্তি পাঠিয়েছে রাজ্য সরকার।
প্রায় ৮ বছর ধরে রাজ্যের কলেজগুলোতে ছাত্র ভোট হয়নি। কিন্তু কলেজে কলেজে খোলাই থেকেছে ইউনিয়ন রুম। অভিযোগ, দাপিয়ে বেড়িয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-নেত্রীরা। বহু প্রভাবশালী প্রাক্তনীই রাজনৈতিক মদতে কলেজে ঢুকছেন-বেরোচ্ছেন। মৌরসীপাট্টা চালাচ্ছেন। ছাত্র ইউনিয়ের জন্য় বরাদ্দ হাজার হাজার টাকা নয়ছয়ের পাশাপাশি ইউনিয়ন রুমে অবৈধ কার্যকলাপ চালানোরও ভুরি ভুরি অভিযোগ উঠেছে। কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজে ধর্ষণের ঘটনা সামনে আসতে ইউনিয়ন রুম নিয়ে তৎপর হয় কলকাতা হাইকোর্টকে। চলতি মাসেই বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ নির্দেশ দেয়, যেখানে ভোট হয়নি, সেখানেই কলেজের ইউনিয়ম রুমে ঝোলাতে হবে তালা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় যেখানে ছাত্র ভোট হয়নি, সেখানে ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্র সংসদের ঘর খোলা যাবে না। সার্বিকভাবে রাজ্য়ের কলেজ-বিশ্ববিদ্য়ালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল, সেই ২০১৭ সালে। তারপর থেকে বিরোধী ছাত্র সংগঠনগুলো বারবার দাবি তুললেও ছাত্র ভোটের দাবিতে আমল দেয়নি সরকার। উল্টে প্রায় সব কলেজের ইউনিয়নেই দেখা গেছে শাসক দলের ছাত্র সংগঠনগুলোর দাপাদাপি। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। সামনে এসেছে তৃণমূল কর্মী ও কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রের নানা কীর্তিকলাপ। তারপর রাজ্য়ের নানা প্রান্ত থেকে সামনে আসতে শুরু করেছে কলেজের ইউনিয়ন রুমে নানা কীর্তির হরেক ছবি। যেখানে ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা, তাদের রাজনৈতিক চেতনার বিকাশ হওয়ার কথা, সেই ইউনিয়ন রুমেই চলছে মালাবদল থেকে মাসাজ- সবকিছু! এই অবস্থায় তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধীরা। যা সামলাতে হিমশিম অবস্থা শাসকদলের নেতাদের। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পরই একাধিক কলেজের ইউনিয়ন রুমে তালা ঝোলানো শুরু হয়। পাশাপাশি উঠে আসে উল্টো ছবিও। শহর থেকে জেলায় দেখা যায় একাধিক ইউনিয়ন রুম খোলাই রয়েছে। ভিতরে চলছে আড্ডা। ইউনিয়ন রুমের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থেকে শুরু করে টিএমসিপির পতাকা। এই আবহে এবার ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ জারি করল উচ্চশিক্ষা দফতর।