কলকাতা: বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। শিক্ষা সংসদের তরফে সাংবাদিক বৈঠকে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ১০ বছরের মধ্যে এবারের রেজাল্ট সব থেকে ভাল রেজাল্ট। প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ৭২ জন। তবে উচ্চ মাধ্যমিকে সার্বিক ভাবে পাশের হারে এগিয়ে ছাত্রেরা। তাদের পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি।

এবছর মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বাঁকুড়ার সৃজিতা ঘোষাল। উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় সে চতুর্থ স্থানাধিকারী। সোনা মুখী গার্লস হাইস্কুলের ছাত্রী সে। মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৯৪। শতাংশের হিসেবে তার নম্বর ৯৮.৮। উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় স্থান পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সৃজিতা। 

এবিপি আনন্দকে সে বলে, 'প্রথমে একদম বিশ্বাস হচ্ছিল না। এরপর সবাই বলায় আমি বিশ্বাস করি। খুব ভাল লাগছে। আমার এক বান্ধবী ফোন করে জানায় যে আমি চতুর্থ হয়েছি। তারপর সবাই ফোন করছে, মেসেজ করছে।' 

কোন টিপসে সফল?

সৃজিতার কথায়, 'মাধ্যমিকের পরে এই দু 'বছর পড়াশোনা ছাড়া আর কিছুই করা হয়নি। আগে করতাম ছবি আঁকতাম, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গানও করতাম। তবে উচ্চ মাধ্যমিকের আগে পড়াশোনাটাই মূল লক্ষ্য ছিল। সেই মতোই সময় করে পড়েছি। 

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত সৃজিতা। সে বলে,  'পশ্চিমবঙ্গে অবস্থা আপাতত খুবই খারাপ। মূলত সরকারি চাকরি নিয়ে ভবিষ্যতের একটা অনিশ্চয়তা গড়ে উঠেছে। চাইব আমার রাজ্য এই সমস্ত অবস্থা থেকে বেরিয়ে আসুক। পরিস্থিতি ঠিক হোক। এসএসসির সমস্যা তাড়াতাড়ি মিটে যাক। যাতে আমাদের জেনারেশন আগামী দিনে চাকরি পেতে পারে।'  

আজ প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক ২০২৫-র ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত ৩ মার্চ শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ১৮ মার্চ।  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, দুপুর সাড়ে ১২টায় সংসদের অফিস থেকে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করে। 

তবে এবছর মেধাতালিকায় সব জেলাকে টেক্কা হুগলির। উচ্চ মাধ্যমিকের প্রথম দশে এ বছর হুগলি থেকে সবচেয়ে বেশি পড়ুয়া। আছে ১৪ জন। কলকাতার চার জন প্রথম দশে রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে ৪, কলকাতা থেকে ৪ জন মেধাতালিকায়।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বলা হয়েছে, কোভিডের সময়ের তিন বছর বাদ দিলে গত ১০ বছরে সেরা ফলাফল হয়েছে এ বছর। 

পরীক্ষার্থীরা বুধবারই দুপুর ২টো থেকে শিক্ষা সংসদের ওয়েবসাইট www.result.wb.gov.in। অন্যান্য বছরের মতো এবারও wb12.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন। wb12.abplive.com-এ  ফল দেখার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে।