কলকাতা: ভূস্বর্গে বেড়াতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন বাঙালি পর্যটক বিতান অধিকারী। স্ত্রী ও সাড়ে ৩ বছরের ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন বিতান। বৈসরনে জঙ্গি হামলায় পরিবারের সামনেই নৃশংসভাবে তাঁকে মেরে ফেলে জঙ্গিরা। স্তব্ধ হয়ে যায় পরিবারের সকলে। এবার পহেলগাঁওয়ে হিন্দু পর্যটক নিধনের বদলা ভারতের অপারেশন। গভীর রাতে রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল বায়ুসেনা। ১৫দিনের মাথায় ২৬জনকে খুনের বদলা নিল ভারতীয় সেনা।
বেছে বেছে হিন্দু নিধন। ধর্মীয় পরিচয় নিশ্চিত করে স্ত্রী, সন্তানদের সামনে গুলি করে নিরীহ, নিরস্ত্র পর্যটকদের খুন করে জঙ্গিরা। মহিলাদের মাথায় সিঁদুর দেখে তাঁদের স্বামীদের মেরেছিল, এমনই অভিযোগ করেছিলেন স্বজনহারারা। কেউ ছিলেন সদ্য বিবাহিত। সেই নারকীয় হত্যাকাণ্ডের বদলা নিতেই অপারেশন সিঁদুর। যার নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এবার সেই প্রত্যাঘাতের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী। এবিপি আনন্দকে তিনি বলেন, 'আমাদের একটাই দাবি ছিল আমাদের জাস্টিস চাই। আর যেটা চেয়েছিলাম ভারত সরকার সেই অ্যাকশন নিয়েছে। মোদি সরকারের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে। আমার স্বামী নিশ্চয়ই এটা দেখছে উপর থেকে। আমার সিঁদুর যারা কেড়েছে তাঁরা শাস্তি পাক। আমার স্বামী যেখানে আছে শান্তি পাক এবার। ভবিষ্যতে যেন কারও কপালের সিঁদুর না মোছে। সরকারের কাছে আমার অনুরোধ রইল।'
ভারতের প্রত্যাঘাতে এখনও পর্যন্ত ৯০০ জঙ্গির মৃত্যুর অনুমান। বাহাওয়ালপুরে ২৫০ জন, মুরিদকে ১২০ জন এবং মুজাফ্ফরাবাদে ১৩০ জনেরও বেশি জঙ্গি ছিল। ভারতের প্রত্যাঘাতে কোটলিতে এখনও পর্যন্ত ৩০ জন হিজবুল জঙ্গির মৃত্যু, দাবি স্থানীয় সূত্রে। কোটলির এই জঙ্গি ঘাঁটি ২৫ বছর ধরে চলছিল। পাক অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক, জঙ্গিদের ৯টি ঘাঁটি ধ্বংস। উ়ড়িয়ে দেওয়া হল বাহাওয়ালপুরে মাসুদ আজহারের জইশের সদর দফতর। POK-র মুজাফফরবাদে হিজবুলের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত।
দূর থেকে আক্রমণ শানিয়ে ধ্বংসের মাত্রা বাড়াতে এই ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হয়ে থাকে। প্রত্যাঘাতে ব্যবহার করা হয়েছে হ্যামার স্মার্ট বম্ব। শক্তিশালী বাঙ্কার, কংক্রিটের বহুতল এক মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে হ্যামার স্মার্ট বম্ব। ৫০ থেকে ৭০ কিলোমিটার দূরে ছোড়া যায় এই স্মার্ট বম্বকে। ২৫ মিনিটে অপারেশন, রাফালের সঙ্গে সুখুই ও জাগুয়ার ছিল।