সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বিধানসভা ভোট পেরিয়ে লোকসভা ভোট আসতে চলল, অথচ মেলেনি কাজের টাকা। এই অভিযোগে মঙ্গলবার হুগলি জেলা পূর্ত ভবনে বিক্ষোভ দেখালেন বৈদ্যুতিক কাজের ঠিকাদাররা। স্মারক লিপি জমা দিলেন ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন অফ হুগলি ইলেকট্রিক্যাল কনট্রাক্টরসের সদস্যরা।


বকেয়ার দাবিতে বিক্ষোভ: ২০২১ সালের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য বিভিন্ন স্কুলে বিদ্যুতের কাজ করেছিলেন এই ঠিকাদাররা। নির্বাচনের দিন বুথে আলো, পাখা থেকে গণনা কেন্দ্রে বিদ্যুতের কাজ করেছিলেন তাঁরা। অভিযোগ, প্রায় সাত কোটি টাকার কাজ হলেও এক টাকাও পাননি তাঁরা। এছাড়া পঞ্চায়েত ভোটের প্রায় আড়াই কোটি টাকার কাজ করেছেন ঠিকাদাররা। সেই টাকাও বাকি। এমন অবস্থায় জেলার ১৬ জন অনুমোদিত ঠিকাদার চরম বিপাকে পড়েছেন। তাঁদের সঙ্গে কাজ করা প্রায় এক হাজার জন শ্রমিকও পড়েছেন অর্থ সঙ্কটে। টাকা না পেলে লোকসভা ভোটে কাজ করতে পারবেন না বৈদ্যুতিক কাজের ঠিকাদাররা। হুগলি জেলা পূর্ত ভবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে বকেয়া টাকার দাবিতে স্মারক লিপি জমা দিলেন ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন অফ হুগলি ইলেকট্রিক্যাল কনট্রাক্টরসের সদস্যরা। প্লাকার্ড নিয়ে অবস্থান করেন তাঁরা।


অ্যাসোসিয়েশনের সদস্য সৌম সরকার বলেন, "বিধানসভা ভোটের সময় টেন্ডার করে আমরা কাজ পেয়েছিলাম। মূলত কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য যা বৈদ্যুতিক ব্যবস্থা সব করেছি প্রশাসনের নির্দেশ মতো। এছাড়া নির্বাচনের অন্যান্য কাজও করেছি। লোডশেডিং হলে তার জন্য ডিজেল জেনারেটরও রাখা হয়েছিল। এতজন শ্রমিক কাজ করেছে তাঁদের পেমেন্ট করেছি আমরা। অনেকেরই ধারদেনা হয়ে গেছে। ২০২১ সালের কাজ ২০২৪ সাল হয়ে গেল এখনো এক টাকাও পাইনি। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা সংশ্লিষ্ট দফতরকে একাধিক বার জানিয়েছি। সুরাহা হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। লোকসভা ভোট আর কয়েকমাস পরেই। সেখানেও কী করে কাজ করব জানি না।'' আরেক ঠিকাদার শেখর চন্দ বলেন, "আগামী দিনে টেন্ডারে অংশ নিতে পারব না।'' পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবপ্রসাদ সামন্ত বলেন, “আমাদের দফতরে আমি রিপোর্ট পাঠিয়েছি। বিধানসভা ভোটের কত টাকা বকেয়া আছে সেটা না দিলে আমি পেমেন্ট করতে পারছি না। যতক্ষণ না ফান্ড দিচ্ছে বলতে পারব না কবে পেমেন্ট হবে। আবার সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানাব আগামী এক সপ্তাহের মধ্যে।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Suvendu Adhikari: ফের কেন্দ্রীয় প্রকল্প নিয়ে টানাপোড়েন, মুখ্যসচিবকে চিঠি বিরোধী দলনেতার