বেঙ্গালুরু: ২০২৩ সালের শেষ লগ্নে এসে বক্স অফিস মাতিয়েছে তাঁর ছবি 'সালার: পার্ট ১ - সিজফায়ার' (Salaar)। প্রভাস (Prabhas), শ্রুতি হাসানদের (Shruti Haasan) সিনেমা দর্শকদের মন জয় করেছে। ইতিমধ্যেই প্রভাসের পরবর্তী ছবির ঘোষণাও হয়ে গিয়েছে। এরই মাঝে আজ, মঙ্গলবার, ১৬ জানুয়ারি সালারের সাফল্য উদযাপনের জন্য আয়োজিত এক পার্টিতে ছবির স্টারকাস্টের হাতে এক বিশেষ জার্সি তুলে দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।


'সালার'র প্রযোজনায় রয়েছে হোমেবেল ফিল্মস। ঘটনাক্রমে এই প্রযোজনা সংস্থার সঙ্গেই গত বছর এক ডিটিজাল পার্টনারশিপের কথা আরসিবির তরফে ঘোষণা করা হয়েছিল। তাই হোমেবেল ফ্লিমসের প্রযোজিত সিনেমার সাফল্যের পার্টিতে আরসিবি ম্যানেজমেন্টের উপস্থিত থাকাটা একেবারেই বিস্ময়ের নয়। সেই পার্টিতেই আরসিবির জার্সিসহ প্রভাস এবং শ্রুতি হাসানকে বিশেষ উপহারও দেওয়া হয়। সকলেই আরসিবির জার্সি হাতে পোজ দিয়ে সুন্দর ছবিও তোলেন।


প্রসঙ্গত, পরিচালক মারুতির পরবর্তী সিনেমায় এবার প্রভাসকে অভিনয় করতে দেখা যাবে। নিজের এক্স হ্যান্ডলে (পূর্ববর্তী ট্যুইটার) একটি পোস্টার শেয়ার করে পরিচালক ঘোষণা করেন তাঁর পরবর্তী কাজের কথা। সেখানে নয়া অবতারে দর্শকের সামনে আসতে চলেছেন প্রভাস। 


এদিন পোস্টার শেয়ার করে পরিচালক লেখেন, 'উত্তেজিত এবং এই মুহূর্তের জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম! আনন্দের সঙ্গে রেবেল স্টার (Rebel Star) প্রভাসকে নয়া অবতারে নিবেদন করছি। পোঙ্গলে সকলের সঙ্গে দেখা হচ্ছে।' অনুরাগীদের উত্তেজনা বাড়িয়ে একটি প্রভাসের রঙিন ছায়াসমেত 'প্রি-লুক' পোস্টার প্রকাশ করা হয় এদিন। ক্যাপশন থেকেই স্পষ্ট ছবির নাম বা প্রথম লুক প্রকাশ করা হবে পোঙ্গল উৎসবের আবহে। 


ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন টিজি বিশ্বপ্রসাদ ও বিবেক কুচিবোতলা। প্রভাসের আগামী এই ছবি সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি। ইতিমধ্যেই সিনেমার নামও ঘোষিত হয়ে গিয়েছে। মারুতির পরিচালনায় প্রভাসের নতুন সিনেমার নাম রাখা হয়েছে 'দ্য রাজা সাব' (The Raja Saab)। 


বিশাল স্টারকাস্ট সমেত প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে এটি। তামিল, কন্নড়, মালয়লি, তেলুগু ও হিন্দিতে মুক্তি পাবে এই ছবি। টিজি বিশ্ব প্রসাদে প্রযোজিত, বিবেক কুচিবোতলা সহ-প্রযোজিত, 'দ্য রাজা সাব' একটি আগাগোড়া মনোরঞ্জক ছবি হতে চলেছে যেখানে ফের 'massy' লুক ও চরিত্রে ফিরছেন  'রেবেল স্টার' প্রভাস। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: অযোধ্যায় ‘রামলালা’র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা, আমন্ত্রণপত্র পেলেন বিরুষ্কা