কলকাতা: কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানিয়েছেন, ২২ এপ্রিলেরে আগে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি থেকে কোনও সুরাহা নেই। ১৯ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত দক্ষিণের সব জেলায় তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি চলবে। ২২ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় খুব হালকা এক-দুই পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য গরম খুব একটা কমবে না। নামবে না পারদ।


গাঙ্গেয় দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আগামী ৭২ ঘণ্টায় স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে গরমের প্রভাব আরও বেশি থাকবে। ৪-৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। কিছু জেলায় স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।


আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
  
IMD Kolkata- X হ্য়ান্ডেলে যে পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে। ১৮ এপ্রিল দক্ষিণবঙ্গে (Heat Wave Condition) হলুদ সতর্কতার কথা জানানো হয়েছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে।  


১৯ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত কমলা সতর্কতা রয়েছে। অনেক এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। কিছু কিছু এলাকায় মারাত্মক তাপপ্রবাহ পরিস্থিতি (Severe Heat Wave) তৈরি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় হতে পারে।


 






২২ এপ্রিল- হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোনও না কোনও এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতি থাকতে পারে।


উত্তরবঙ্গের (North Bengal Weather) নীচের দিকের জেলাগুলিতে গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: স্কুল পোশাকে স্কুল পড়ুয়া! দমদমে সৌগতর প্রচার-মিছিল নিয়ে বিতর্ক