বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : দক্ষিণ-পূর্ব রেলের (South-Eastern Railways) হাওড়া-খড়গপুর শাখায় (Howrah-Kharagpore Line) লাইনচ্যুত হল হাওড়ামুখী লোকাল ট্রেনের একটি কামরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। একঘণ্টার মধ্যে রিলিফ ট্রেন এনে যাত্রীদের তুলে দেওয়া হয়। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ (Railway Authority)।
হঠাৎ প্রবল ঝাঁকুনি, হেলে পড়ল ট্রেন
চলন্ত ট্রেনে আচমকা ঝাঁকুনি। তারপরই হেলে পড়ে ট্রেনের একটি কামরা। সঙ্গে সঙ্গে হই-চই শুরু হয়ে যায়। সকাল ১১টা ৩৭। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় গিরিময়দান স্টেশন থেকে খড়গপুরের দিকে আসছিল হাওড়ামুখী মেদিনীপুর লোকাল। গিরি ময়দান স্টেশন ছাড়তেই সামনের দিকের ৩ নম্বর কামরার ২টি চাকা লাইনচ্যুত হয়।
আতঙ্কিত যাত্রীরা
ঝাঁকুনি দিয়ে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি ট্রেন থেকে সবাই নেমে পড়েন। প্রবল উদ্বেগ তৈরি হয় সকলের মধ্যে। খবর পেয়ে ছুটে আসেন রেলের আধিকারিকরা। একঘণ্টার মধ্যে রিলিফ ট্রেন এনে যাত্রীদের হাওড়ার উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়। দক্ষিণ-পূর্ব রেলের তরফে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সৌভাগ্যবশত কোনও যাত্রী সেভাবে আহত হননি।
খড়গপুর শাখার সিনিয়র ডিভিশনাল কর্মাশিয়াল ম্যানেজার রাজেশ কুমার জানিয়েছেন, ঘণ্টাখানেকের মধ্যে গোটা পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা শুরু হয়ে যায়। কীভাবে এমন ঘটনা ঘটল, সেটা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- স্কুলে নিয়োগে দুর্নীতি, চাকরি-হারা ১৯১১ জনের মধ্যে একের পর এক তৃণমূল নেতা !
গত বছরের জুন মাসে সকালের ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়েছিল লোকাল ট্রেন (Local Train)। যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছিল। সকাল ৯টা ৫০ মিনিটে ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনের (Burdwan Station) ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল বর্ধমান (Burdwan)-হাওড়া (Howrah) কর্ড লাইন লোকাল। স্টেশনে ঢোকার আগে পিছনের দিক থেকে ৩ নম্বর কামরাটি লাইনচ্যুত হয়ে হেলে পড়েছিল।
যার কয়েক মাস পরে গত বছরের নভেম্বরে শিয়ালদা স্টেশনের কাছে কারশেডমুখী খালি ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা লেগেছিল। লাইনচ্যুত কারশেডগামী ট্রেন। ক্ষতিগ্রস্ত চালকের কেবিন। শিয়ালদা মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। রেল সূত্রে খবর, ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। শিয়ালদা স্টেশন ছাড়ার পরেই দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।