রঞ্জিত সাউ, কলকাতা: আজই প্রকাশিত হয়েছে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (HS Result 2024)। অষ্টম স্থান অধিকার করেছে সল্টলেক সুকান্ত নগরের বাসিন্দা ও হিন্দু স্কুলের ছাত্র অর্ঘ্যদীপ দত্ত। তাঁর প্রাপ্ত নাম্বার ৪৮৯। তবে মেধা তালিকায় অষ্টম স্থানে তাঁর সঙ্গে আরও ৬ জন ছাত্র- ছাত্রী স্থান পেয়েছে। উচ্চ মাধ্যমিকে ভাল রেজাল্টের পর নিজের স্বপ্ন নিয়েও মন খুলেছে অর্ঘ্যদীপ। অর্ঘ্যদীপ জানিয়েছে, আগামী দিনে ডাক্তার হতে চায় সে।


ভাল রেজাল্টের পর কী প্রতিক্রিয়া অর্ঘ্যদীপের ?


এদিন অর্ঘ্যদীপ বলেন, ভাল লাগছে, অসাধারণ লাগছে।আশা কিছুটা করেছিলাম।আশাটা যে সাফল্য পেয়েছে, তাই অত্যন্ত আনন্দিত। আগামী দিনের পরিকল্পনা মেডিক্যাল শাখায় পড়তে চাই, ডাক্তার হতে চাই। পরীক্ষা দিয়েছি। এবার রেজাল্টের উপর নির্ভর করছে ভবিষ্যত। পড়াশোনা ছাড়া গেম ডেভলপমেন্ট, কোডিং এসব করতাম।' তাছাড়া খেলাধূলা, কম্পিউটার গেমিং, সোশ্যাল মিডিয়াতেও অ্যাকটিভ থাকতে পছন্দ করে বলেই জানিয়েছেন অর্ঘ্যদীপ।


কী স্ট্র্যাটিজি প্ল্যানিং অর্ঘ্যদীপের ?


অর্ঘ্যদীপ জানিয়েছে, 'পড়াশোনার কোনও নির্দিষ্ট সময় নেই। কোনও প্রেসার নেই যে, আজকে আমাকে এই এত ঘণ্টা পড়তেই হবে। ৮ ঘণ্টা কিংবা ১২ ঘণ্টা পড়তে হবে, এমন বাধ্যবাধকতা নেই। একটা সপ্তাহের টার্গেট। একটা সপ্তাহের মধ্যে আমাকে এই জায়গাগুলি শেষ করতে হবে। কিন্তু পড়তে পড়তে ভাল লাগছে না, তখন আমি একটু গেম খেলব। আমি একটু ইন্সটা দেখব। কোনও শিডিউল ভিত্তিক বা সময় ধরে পড়াশোনা কখনই করেননি বলেই জানিয়েছে অর্ঘ্যদীপ।


উচ্চ মাধ্যমিকে জেলার জয়জয়কার


এবারও উচ্চ মাধ্যমিকে জেলার জয়জয়কার। কলকাতায় প্রথম শৌনক কর মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। মেয়েদের মধ্যে প্রথম ও মেধা তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ২ জন। কৃতীদের তালিকায় জায়গা করে নিয়েছেন উত্তর দিনাজপুরের এক পরিযায়ী শ্রমিকের ছেলে। স্কুলজীবন শেষ। এবার পছন্দের বিষয় নিয়ে লক্ষ্যপূরণের পথে এগিয়ে যাওয়ার পালা একঝাঁক কৃতী ছাত্রছাত্রীর। এ বছর উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় পঞ্চম স্থানে থাকা স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের শৌনক কর কলকাতায় প্রথম হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২।


মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন দুই বোন


এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন দুই বোন। চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষামন্দিরের স্নেহা ঘোষ মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম ও রাজ্যে চতুর্থ হয়েছেন।ওই স্কুলেরই পড়ুয়া স্নেহার বোন সোহা দশম হয়েছেন। মেধার জোরে কৃতীদের তালিকায় জায়গা করে নিয়েছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ তরঙ্গপুর NK হাইস্কুলের প্রীতাম্বর বর্মন।রাজ্যে নবম প্রীতাম্বর ৫০০-র মধ্যে পেয়েছেন ৪৮৮।কলা বিভাগের ছাত্র প্রীতাম্বরের বাবা পরিযায়ী শ্রমিক। নেপালে রাজমিস্ত্রির কাজ করেন। মা দিনমজুর। 


আরও পড়ুন, ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে, BJP-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ দেবের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।