West Bengal News Live Updates: তৃণমূলের 'চোর চোর' স্লোগান, তেড়ে গেলেন শুভেন্দু

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 08 May 2024 11:21 PM
West Bengal Live News Update:সন্দেশখালি থানায় বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে এফআইআর


বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে এফআইআর। ধর্ষণের মামলা তুলতে চাওয়ায় ভয় দেখানোর অভিযোগ। হুমকি দেওয়ার অভিযোগ, সন্দেশখালি থানায় এফআইআর।

WB Live News Update: বর্ধমানে দিলীপের প্রচারে 'বাধা'

বর্ধমানে দিলীপের (BJP Candidate Dilip Ghosh) প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ধুন্ধুমার।  দিলীপ ঘোষের রোড শোয়ে অনুমতি না দেওয়ার অভিযোগ। প্রতিবাদে দিলীপের প্রতীকী পদযাত্রা ঘিরে ধুন্ধুমার। দিলীপ ঘোষের সামনেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। অনুমতি না দিলে, আগামীদিনে অনুমতি ছাড়াই পদযাত্রার হুঁশিয়ারি । হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। 

West Bengal Live News Update:ভোটের প্রচারে রকমারি ভূমিকায় হুগলি লোকসভা কেন্দ্রের দুই যুযুধান প্রার্থী

একজন আদিবাসীদের নিয়ে নাচ-গান করলেন। আরেক জন বাজারে গিয়ে কিনলেন মাছ, আলু, পেঁয়াজ। ভোটের প্রচারে রকমারি ভূমিকায় হুগলি লোকসভা কেন্দ্রের দুই যুযুধান প্রার্থী। এদিন পাণ্ডুয়ায় গিয়ে কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপর আদিবাসীদের নিয়ে নাচ-গানে মাতেন। অন্যদিকে, চুঁচুড়ায় জনসংযোগে গিয়ে বাজার করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। 


 

WB Live News Update:আরামবাগে মমতার সভা, অপরূপাকে মঞ্চে উঠতে 'বাধা'

এবারের লোকসভা ভোটে টিকিট পাননি আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। আর এর মধ্য়েই এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রচার সভায়, স্টেজে উঠতে বাধা দেওয়া হল তাঁকে। এনিয়ে অভিমানী অপরূপা আঙুল তুললেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের দিকে। কাঞ্চন মল্লিকের পর, এবার মঞ্চে ব্রাত্য় অপরূপা পোদ্দার, এনিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে বঙ্গ বিজেপি। 

West Bengal Live News Update:তৃণমূলের 'চোর চোর' স্লোগান, তেড়ে গেলেন শুভেন্দু

তৃণমূলের 'চোর চোর' স্লোগান, তেড়ে গেলেন শুভেন্দু । বাঁকুড়ার সিমলাপালে শুভেন্দুকে 'গো-ব্যাক' তৃণমূলের। বিরোধী দলনেতাকে 'গদ্দার' স্লোগান তৃণমূলের। স্লোগান শুনে তেড়ে গেলেন বিরোধী দলনেতা । পাত্রসায়র থেকে রাইপুর যাওয়ার পথে তৃণমূলের স্লোগান। 

Governor : শ্লীলতাহানির অভিযোগে এবার সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের

লোকসভা ভোটের (Lok Sabha ELection 2024) মাঝেই বিস্ফোরক অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। এবার শ্লীলতাহানির অভিযোগে (CV Ananda Bose Molestation Case) এবার সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের (Raj Bhaban)। ট্যুইট পোস্ট করে রাজভবনের তরফে জানানো হয়েছে, 'যে দিন ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই দিনের ছবি জনসমক্ষে আনা হবে। মেল করলে প্রথম ১০০ জন দেখতে পারবেন সিসি ক্যামেরার ফুটেজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় বা তাঁর পুলিশ এই ফুটেজ পাবে না। কারণ পুলিশ বেআইনি ও অসাংবিধানিক তদন্ত করছে।'

West Bengal Live News Update:ভোটের আগে সন্দেশখালিতে সাজানো অভিযোগ নিয়ে ফের তোলপাড়

ভোটের আগে সন্দেশখালিতে সাজানো অভিযোগ নিয়ে ফের তোলপাড়। সন্দেশখালির আরও এক ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। 'সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করার দাবি। ধর্ষণের মিথ্যে অভিযোগ যোগ করার দাবি অভিযোগকারিণীর', সন্দেশখালির মহিলার ভাইরাল ভিডিও ঘিরে ফের তোলপাড় । অভিযোগ তুলতে চাওয়ায় হুমকি দেওয়ারও অভিযোগ মহিলার । 'সন্দেশখালিকাণ্ড ফাঁস হয়ে যাওয়ায় আড়ালের মরিয়া চেষ্টা বিজেপির', বিজেপির বিরুদ্ধে সাজানো ঘটনার অভিযোগ তুলে আক্রমণে তৃণমূল। 

WB Live News Update:তৃণমূলই বিজেপি কর্মীকে খুনের পরিকল্পনা করছে, পাল্টা বিজেপি প্রার্থী হিরণ

'১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে। নিজেদের লোককে খুন করে মৃত্যুর রাজনীতি করার ষড়যন্ত্র করছে বিজেপি। হারবে জেনে বিজেপি প্রার্থী ও তাঁর দল খুনের ষড়যন্ত্র করছে', বিস্ফোরক অভিযোগ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। তৃণমূলই বিজেপি কর্মীকে খুনের পরিকল্পনা করছে, পাল্টা বিজেপি প্রার্থী হিরণ। 

Suvendu Adhikari: নিয়োগ দুর্নীতি নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

'২১ জুলাইয়ের আগেই কিন্তু ১৬ জুলাই চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি',নিয়োগ দুর্নীতি নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর। 

WB Live News Update: '২৬ নয়, '২৪-এই রাজ্যে বিধানসভা ভোট হবে, ফের হুঙ্কার শুভেন্দুর

'২৬ নয়, '২৪-এই রাজ্যে বিধানসভা ভোট হবে, ফের হুঙ্কার শুভেন্দুর। মমতার চ্যালেঞ্জ গ্রহণ শুভেন্দুর, 'পিসি-ভাইপো'-র নাম নিয়ে আক্রমণ। 

CM Mamata Banerjee: 'সুপ্রিম' নির্দেশে কী প্রতিক্রিয়া মমতার ?

'চাকরিখেকো বাঘের কথা শুনেছেন? চাকরি খেয়ে বলছে ৪ সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। সেদিনই ছাত্র-ছাত্রীদের বলেছিলাম, আমরা পাশে আছি। গতকাল সুপ্রিম কোর্টে যা রায় হয়েছে, মনটা স্নিগ্ধ-তৃপ্ত হয়ে গেল। রায় শুনে আমার আত্মা শান্তি পেয়েছে। যারা মানুষের মুখের গ্রাস কাড়ে তারা দানব', আরামবাগে প্রার্থী মিতালি বাগের সমর্থনে আয়োজিত জনসভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB Live News Update: ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়

ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। জয়নগরের আইএসএফ প্রার্থীর প্রচার মিছিলে হামলা। আইএসএফ প্রার্থীকেও মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আইএসএফের। গাড়ি ভাঙচুর, আক্রান্ত বেশ কয়েকজন আইএসএফ সমর্থক। 

Dev's Allegations against BJP: ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে, BJP-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ দেবের

'১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে। নিজেদের লোককে খুন করে মৃত্যুর রাজনীতি করার ষড়যন্ত্র করছে বিজেপি। হারবে জেনে বিজেপি প্রার্থী ও তাঁর দল খুনের ষড়যন্ত্র করছে', বিস্ফোরক অভিযোগ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের।

Mamata Banerjee: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মমতার

আরামবাগে মোদিকে আক্রমণ মমতার। মিথ্যাচারের অভিযোগ তুললেন। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আবারও সরব মমতা।

Mamata Banerjee: হুগলি জেলায় আজ জোড়া প্রচার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের

হুগলি জেলায় আজ জোড়া প্রচার কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে কালীপুরে জনসভা। এরপর হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বলাগড়ে 
সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB HS Result 2024: উচ্চ মাধ্যমিকে প্রথম দশে রয়েছেন ১৫ জেলার ৫৮ জন

প্রথম দশে রয়েছেন ১৫ জেলার ৫৮ জন। প্রথম দশে ছাত্রর সংখ্যা ৩৫ , ছাত্রী রয়েছেন ২৩ জন। উচ্চমাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস (৪৯৬)। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় সৌম্যদীপ সাহা (৪৯৫)। তৃতীয় হয়েছেন মালদার অভিষেক গুপ্ত (৪৯৪)। মেয়েদের মধ্যে যুগ্ম ভাবে প্রথম হয়েছেন স্নেহা ঘোষ, প্রতীচী রায় তালুকদার, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩। মেধাতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তাঁরা। 


HS Exam Result Live Updates: লোকসভা নির্বাচন চলাকালীনই প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল

লোকসভা নির্বাচন চলাকালীনই প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। রবীন্দ্র জয়ন্তীতে পরীক্ষার ফলাফল ঘোষণা করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

Locket Chatterjee: আজ ফের পাণ্ডুয়া থানার সামনে লকেট চট্টোপাধ্যায়ের বিক্ষোভ কর্মসূচি

গতকালের পর আজ ফের পাণ্ডুয়া থানার সামনে লকেট চট্টোপাধ্যায়ের বিক্ষোভ কর্মসূচি। এর আগে পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হয় এক বালকের
বিস্ফোরণে আরেক বালকের হাত উড়ে যায়। এরপর গতকাল পাণ্ডুয়ায় চাষের জমি থেকে উদ্ধার হয় এক মহিলার অর্ধদগ্ধ দেহ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে পাণ্ডুয়া থানার সামনে লকেটের নেতৃত্বে বিক্ষোভ।


 

Murshidabad News: ভোট মিটতেই মুর্শিদাবাদে চলল ছররা গুলি, গুলিতে আহত হয়েছে ৩ শিশু

বোমায় বালকের মৃত্যুর পর এবার গুলিতে বিদ্ধ শৈশব! ভোট মিটতেই মুর্শিদাবাদে চলল ছররা গুলি। রানিতলা থানা এলাকার হোসনাবাদ গ্রামে চাঞ্চল্য। 
দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ থেকেই ছররা গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিতে আহত হয়েছে ৩ জন শিশু। গুলিতে জখম আরও ২ জন।
আহত ৫ জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Sukanta Majumdar: বোলপুরে বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে সুকান্ত মজুমদারের রোড শো

বোলপুরে বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে সুকান্ত মজুমদারের রোড শো। 

Sandeshkhali Case: ফের সন্দেশখালিতে গেল সিবিআই, ৩টি দলে ভাগ হয়ে চলছে অনুসন্ধান

ফের সন্দেশখালিতে গেল সিবিআই। জমি-দখলের অভিযোগে ৩টি দলে ভাগ হয়ে চলছে অনুসন্ধান।ন্যাজাট থানায় জমি দখলের প্রচুর অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ যাচাই করতে গ্রামে গ্রামে ঘুরছেন সিবিআই অফিসাররা। 

Howrah News: হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলিকাণ্ডে ব্যাঙ্গালোর থেকে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত তৃণমূল নেতা

হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলিকাণ্ডে ব্যাঙ্গালোর থেকে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত তৃণমূল নেতা। ধৃত শেখ সাজিদ চিকিৎসার নাম করে ব্যাঙ্গালোর থেকে ২০ কিলোমিটার দূরে একটি নার্সিংহোমে ভর্তি ছিল বলে পুলিশের দাবি। 


 

Narendra Modi Rally: প্রধানমন্ত্রীর সভার জন্য নির্দিষ্ট মাঠে ট্রাক্টর! তৃণমূল মাঠ খুঁড়েছে, অভিযোগ অর্জুনের

প্রধানমন্ত্রীর সভার আগে, সভার জন্য নির্দিষ্ট মাঠে ট্রাক্টর! গোটা মাঠ খুঁড়ে ফেলা হয়েছে। সভা বানচাল করতে তৃণমূল মাঠ খুঁড়েছে, অভিযোগ অর্জুন সিংহের। ১২ মে টিটাগড় পেপার মিলের মাঠে সভা হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মাঠের সৌন্দর্যায়নের কাজ চলছিল, দাবি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। 

HS Result 2024: আজ প্রকাশিত হবে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল

আজ প্রকাশিত হবে, এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। দিতে হবে শুধু রোল নম্বর। ক্লিক করতে হবে সার্চ বাটনে। 

Basirhat News: ভোটের আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

ভোটের আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট লোকসভার হাড়োয়া এলাকা। 
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, হাড়োয়ার শালিপুর গ্রাম পঞ্চায়েতের চৌহাটা গ্রামে পতাকা লাগানোর কর্মীদের ওপর হামলা চালানো হয়। ৫ জন বিজেপি কর্মী আহত হন বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ অর্চনা মজুমদার-সহ অন্য নেতারা। হাড়োয়া থানাতেও অভিযোগ জানায় বিজেপি। গেরুয়া শিবিরের কোন্দল বলে দায় এড়িয়েছে তৃণমূল। 


 

Rabindra Jayanti 2024: ক্যালেন্ডারে বুধবার হলেও আজ রবি-বার, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন

ক্যালেন্ডারে বুধবার হলেও আজ রবি-বার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন। ভোর ৫টায় বৈতালিক দিয়ে 
শান্তিনিকেতনে রবীন্দ্র জন্মোৎসবের অনুষ্ঠান শুরু হয়। উপাসনা গৃহে আয়োজন করা হয় স্তোত্রপাঠ, গান, প্রার্থনার। অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক, অধ্যাপক, আশ্রমিক ও পড়ুয়ারা। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে আজ দিনভর নানা অনুষ্ঠান 
রয়েছে বিশ্বভারতীতে। 


 

West Bengal Weather Updates: আজও বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, শনিবার পর্যন্ত চলবে

টানা তাপপ্রবাহের পর, বাংলায় স্বস্তির বৃষ্টি। আজ বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম
বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও বীরভূমে। প্রায় ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ ও মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। ওড়িশা থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশের ওপর দিয়ে গিয়েছে। এর টানে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই এই বৃষ্টি। আপাতত শনিবার পর্যন্ত রোদ-বৃষ্টির পালা চলবে। তবে বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা নেমেছে। সেটাই স্বস্তির কারণ বঙ্গবাসীর।


 

Barasat News Live Updates: তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিকের বিরুদ্ধে বিজেপি কর্মীকে পুলিশের সামনে হুমকি দেওয়ার অভিযোগ

বারাসাত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিকের বিরুদ্ধে বিজেপি কর্মীকে পুলিশের সামনে হুমকি দেওয়ার অভিযোগ । অভিযোগ বিজেপি কর্মী প্রশান্ত বিশ্বাসকে গতকাল দুপুরে তৃণমূল কাউন্সিলর তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ । বারাসাত থানায় এসে বিক্ষোভ দেখায় যুব মোর্চার কর্মী সমর্থকরা । পাশাপাশি তৃণমূল কাউন্সিলর এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় বারাসাত থানায় । 

Malda News Live Updates:মালদায় ভোটের ডিউটিতে এসে আক্রান্ত শিলিগুড়ি মহিলা থানার IC, ফাটল মাথা

মালদায় ভোটের ডিউটিতে এসে আক্রান্ত শিলিগুড়ি মহিলা থানার IC, ফাটল মাথা। ইটের ঘায়ে আহত হন এক মহিলা ASI-ও। মালদা উত্তরের হবিবপুরের ঘটনা। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে কয়েকজন গ্রামবাসীও আহত হন বলে দাবি। রাস্তা ও সেতুর দাবিতে গতকাল হবিবপুরের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ে ১২২ নম্বর বুথে ভোট বয়কট করেন গ্রামবাসীরা। সেক্টর অফিসার গিয়ে বোঝানোর পরেও তাঁরা অনড় ছিলেন। গ্রামবাসীদের অভিযোগ, এরপর বহিরাগতদের এনে ভোট করানোর চেষ্টা করেন BDO, SDO-রা। এই নিয়ে ধুন্ধুমার বাধে। BDO, SDO ও ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামবাসীরা। উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আহত হন দুই পুলিশ কর্মী। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


 

Santipur News Live Updates: সাতসকালে জাতীয় সড়কে লরি, টোটো ও পিক আপ ভ্যানে ভয়াবহ আগুন

সাতসকালে জাতীয় সড়কে লরি, টোটো ও পিক আপ ভ্যানে ভয়াবহ আগুন। সকাল ৭টা নাগাদ নদিয়ার শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। রাস্তায় দাঁড়িয়েছিল সার বোঝাই লরি। পিছন থেকে একটি টোটো লরিতে ধাক্কা মারার পর আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশ দিয়ে যাওয়া পিক আপ ভ্যানেও। দাউদাউ করে জ্বলতে শুরু করে ৩টি গাড়ি। অগ্নিদগ্ধ টোটো চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের ২টি ইঞ্জিনের মিনিট পঁয়তাল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।


 

Murshidabad News: মুর্শিদাবাদের জঙ্গিপুরে ভোট-পরবর্তী অশান্তি, পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

মুর্শিদাবাদের জঙ্গিপুরে ভোট-পরবর্তী অশান্তি। বুথ থেকে বেরোতেই বিজেপির পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের নেতৃত্বে রঘুনাথগঞ্জে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। রাস্তায় বসে পড়েন বিজেপি প্রার্থী। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি হয় বিজেপি কর্মীদের। আহত অশোক কর্মকার রঘুনাথগঞ্জের ২৬৬ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। রাতে তাঁকে হাসপাতালে দেখতে যান বিজেপি প্রার্থী। 

Malda News: ভোট কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার হবিবপুর

ভোট কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার হবিবপুরের মঙ্গলপুর এলাকা। গ্রামবাসীদের সাথে সংঘর্ষ পুলিশের। ঘটনায় যখম বেশ কয়েকজন। আহত হয়েছে পুলিশ কর্মীরা মঙ্গল পুরায় ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ বয়কট অমান্য করে তিনজন ভোট দেয়। এরপরই ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামের বাসিন্দারা। ঘটনার তলে ভিডিও গেলে তাকেও আটকে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা।

SSC Case Live Updates: যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হলে, গোটা প্যানেল বাতিল করা অন্যায্য: সুপ্রিম কোর্ট

যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হলে, গোটা প্যানেল বাতিল করা অন্যায্য হবে। মঙ্গলবার SSC মামলার শুনানিতে, এই মন্তব্য় করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু, SSC কি তা করতে পারবে? 
সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে SSC মৌখিকভাবে জানায়, যাদের চাকরি বাতিল হয়েছে, তার মধ্য়ে ১৯ হাজার যোগ্য়। যা শুনে অনেকেই প্রশ্ন তুলছে, এই তথ্য় SSC আগে হাইকোর্টে দেয়নি কেন?

SSC Case Live Updates: এখনই চাকরিহারা হতে হচ্ছে না ২৬০০০ শিক্ষক-শিক্ষিকাকে

এখনই চাকরিহারা হতে হচ্ছে না, দুহাজার ষোলো সালে স্কুলে চাকরি পাওয়া, ২৫ হাজার ৭৫৩ জনকে। ১৬ জুলাই পর্যন্ত সবার চাকরিই বহাল রাখল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এদিন বলেন, 'যোগ্য়-অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না।' তবে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি, সাদা খাতায় চাকরির ক্ষেত্রে CBI তদন্তের নির্দেশ বহাল থাকছে। 

প্রেক্ষাপট

এখনই চাকরি যাচ্ছে না ২৬ হাজারের। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ১৬ জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত যোগ্য-অযোগ্য, সবার চাকরি বহাল। প্রত্যাহার অনশন। (SSC Recruitment Case)

এসএসসি যোগ্য-অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয়। সংক্ষিপ্ত রায়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। চূড়ান্ত রায় পর্যন্ত বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ। (SSC Scam Case)

অতিরিক্ত শূন্যপদ সৃষ্টিকারী-সহ মন্ত্রিসভার ভূমিকায় চলবে সিবিআই তদন্ত, তবে এখনই কড়া পদক্ষেপ নয়, সংক্ষিপ্ত রায় সর্বোচ্চ আদালতের। অবৈধ ভাবে চাকরি প্রাপকদের বিরুদ্ধেও সিবিআই বহাল। (Supreme Court)

সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়কে স্বাগত মমতার (Mamata Banerjee)। বাংলার ভাবমূর্তি নষ্টে বিজেপির বিস্ফোরণ নিষ্ক্রিয়, আক্রমণে অভিষেক (Abhishek Banerjee)। শুভেন্দু বললেন, "মাফলার গেছে, হাওয়াই চটিও যাবে।" (Suvendu Adhikari)

প্রায় ১৯ হাজার বৈধ। ৮ হাজার ৩২৪ জনের নিয়োগ অবৈধ। চাপের মুখে মানল এসএসসি। সরকারি নিয়োগে মানুষের ভরসা উঠে গেলে কী রইল? প্রশ্ন সুপ্রিম কোর্টের।

নিয়োগে দুর্নীতি, কবুল এসএসসির। মমতা- ১০ লক্ষ চাকরি রেডি। বিজেপি-সিপিএমের লোকেরা কোর্টে চলে যাচ্ছে। সুকান্ত- জেলে যেতে হবে। 

কপি না রেখেই ওএমআর নষ্ট, সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে এসএসসি। মেয়াদ উত্তীর্ণ প্যানেল, সাদা খাতায় চাকরির ক্ষেত্রে সিবিআই বহাল। 

ভোট 'বয়কটের' পরেও 'জোর' করে বহিরাগতদের দিয়ে ভোট করার অভিযোগে রণক্ষেত্র মালদার হবিবপুর। বিডিও-ভোটকর্মীদের ঘিরে বিক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষ।

বুথের সামনে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শ্রীরূপার। পাল্টা অশান্তির চেষ্টার অভিযোগ শাসক শিবিরের।

ভোট শেষেও সংঘর্ষ। বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগে রণক্ষেত্র জঙ্গিপুর। রাস্তায় বসে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ। 

ভোটে অনিয়মের অভিযোগে রানিনগরে তুলকালাম। সেলিমের সঙ্গে তৃণমূল সমর্থকদের ধাক্কাধাক্কি। জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতার হাতাহাতি।


তৃতীয় দফায় বিকেল ৫ পর্যন্ত রাজ্যে ৪ লোকসভা কেন্দ্রে ভোটদানের হার প্রায় ৭৪ শতাংশ। ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে ৭৪ শতাংশ। জিয়াগঞ্জে ভোট দিলেন অরিজিৎ সিং।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.