কলকাতা: টানা তাপপ্রবাহের পর যেন একটু স্বস্তির স্বাদ। গত দু'দিনের বৃষ্টিতে অনেকটাই কমল কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা। তবে রাজ্যবাসীর প্রশ্ন ছিল, কতদিন এই স্বস্তি থাকবে? চলতি সপ্তাহে বৃষ্টি কমলেই কি ফের তাপপ্রবাহ শুরু?                                                                         


এদিন আলিপুর আবহাওয়া দফতর জানায়, আগামী ৭ দিন দুই বঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে। সঙ্গে কথাও ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা, কোথাও সর্বোচ্চ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সন্ধ্যার দিকে দক্ষিণের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। 


হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়া বইবে। মালদা ও দুই দিনাজপুরে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। 


কোন জেলায় কবে কবে বৃষ্টি? 


১০ মে দক্ষিণের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১১ মে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ১০ এবং ১১ মাঝারি থেকে ভারী বৃষ্টি পেতে পারে কলকাতা। 


আরও পড়ুন, প্রতিদিন ফোন না ব্যবহারেই সাফল্য? উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সৌম্যদীপ জানালেন নরেন্দ্রপুর মিশনের সেই টিপস



আজ কলকাতা মাত্র ৩০.৩ ডিগ্রি। গতকালের থেকে ২ ডিগ্রি কম। এবং এই সময়ের স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি কম। তাপমাত্রা রাজ্যজুড়ে নিম্নমুখী। আগামী সোমবার পর্যন্ত রাজ্যে তাপমাত্রা বৃষ্টির তেমন আর কোনো আশঙ্কা নেই। আগামী রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমে যাবে। কারণ এই মুহূর্তে বায়ুমণ্ডলে যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প আছে তা রবিবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে। যেহেতু মে মাস, ফলে রবিবারের পর তাপমাত্রা আবারও সামান্য করবে বাড়তে থাকবে।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে