কলকাতা: কমেও কমল না দুর্যোগ। দু'দিনের সাময়িক বিরতির পর ফের বৃষ্টির চোখরাঙানি। এ মাসের শেষেই দুর্গাপুজো। তবে কি এবছর পুজোতে ভাসাবে বৃষ্টি? আবহাওয়া দফতরের তরফে প্রাথমিকভাবে জানান হয়েছে দুর্গাপুজোর সময় বর্ষণ সতর্কতা থাকবে। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, অন্যদিকে সমুদ্রের উপর আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা প্রচুর পরিমাণে আর্দ্রতা তৈরি করবে বাংলায়। এই সিস্টেমগুলির সম্মিলিত প্রভাবে, এই সপ্তাহে এবং তার পরেও কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের এক অফিসার জানিয়েছেন, মৌসুমী বায়ুপ্রবাহ বর্তমানে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে বিকানের, কোটা এবং গোপালপুর হয়ে বঙ্গোপসাগরে বিস্তৃত হচ্ছে। প্রচুর আর্দ্রতা ভূমিতে প্রবেশ করায়, বৃষ্টিপাতের জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 

দুর্গাপুজো আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ষষ্ঠীতে (২৮ সেপ্টেম্বর)। তবে উৎসব শুরু হয় মহালয়া (২১ সেপ্টেম্বর) থেকে, যা দেবীপক্ষের সূচনা করে। উদযাপনের আগে বৃষ্টিপাত উৎসবের আমেজকে ম্লান করে দিতে পারে বলে মনে করা হচ্ছে। 

পূর্বাভাস অনুসারে, মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সোমবার থেকে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া এই সাত জেলায়। বৃহস্পতিবারও একই রকম থাকবে পরিস্থিতি। এরপর বৃহস্পতিবার হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির পূর্বাভাস। জারি রয়েছে হলুদ সতর্কতা। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।                                  

উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমেছে, যদিও মঙ্গলবার থেকে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস মঙ্গলবার উত্তরবঙ্গে বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা জারি করেছে।