কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডের (Recruitment Scam) প্রেক্ষাপটে সেচমন্ত্রীর নিশানায় বামেরা। বাম আমলে নিযুক্ত এসএসএসির কর্মীদের একাংশ দুর্নীতির চক্রে জড়িত। এমনই অভিযোগ করেছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। প্রমাণ থাকলে জেলে ভরছেন না কেন? পাল্টা সুর চড়িয়েছেন, সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। বিষয়টি-কে কেন্দ্র করে অব্যাহত রাজনৈতিক চাপানউতোর।


সেচমন্ত্রীর নিশানায় বামেরা: নিয়োগের দাবিতে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের SSC অভিযানের দিনই রাজনীতির আবর্তে ফিরে এল স্কুল সার্ভিস কমিশন। তুমুল তরজায় জড়িয়ে পড়ল তৃণমূল ও সিপিএম। সেচমন্ত্রী ও তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “এই SSC-র যত স্টাফ সব সিপিএমের আমলে ঢোকা লোক। এরা একটা র‍্যাকেট কেট তৈরি করে, একটা চক্র তৈরি করে, একটা দুর্নীতি করেছে অতি অবশ্যই।’’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “এত দুর্নীতি বাম আমলে, কাউকে আপনি কোমরে দড়ি দিয়ে টেনে আনতে পারলেন না? বেচারা লাগে এই সেচমন্ত্রীদের দেখে।’’


নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন তৃণমূলের বিভিন্নস্তরের নেতাদের নাম জড়াচ্ছে। শাসকের আত্মীয়-পরিজন-ঘনিষ্ঠদের চাকরি যাচ্ছে, তখন চাকরি-দুর্নীতির নেপথ্যে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করে বাম আমলে নিযুক্ত এসএসসির কর্মীদের একাংশের দিকে আঙুল তুললেন সেচমন্ত্রী ও নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজনৈতিক উত্তাপের আবহেই বাম আমলে চিরকুট দিয়ে চাকরির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এরপর গত শুক্রবার কালীঘাটে দলের স্ট্র্যাটেজি বৈঠকে তৃণমূল নেত্রী, ১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত বাম আমলে কারা কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন - শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সেই তালিকা তৈরির নির্দেশ দেন। কার্যত সেই সুরেই সিপিএমকে নিশানা করেন সেচমন্ত্রী। যা নিয়ে পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায়েক সরকারের দিকে চ্য়ালেঞ্জ ও কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। সুজন চক্রবর্তী বলেন, “ওর উচিত মুখ্যমন্ত্রীকে বলা যে, আপনিই তো মুখ্যমন্ত্রী, তিন-তিনবার জিতেছেন। এখনও পর্যন্ত সুজনবাবুদের কোমরে দড়ি দিয়ে গ্রেফতার করতে পারলেন না কেন? কমিশনের পরে কমিশন করেছেন। কিছু করতে পারলেন না কেন। উচিত সেচমন্ত্রীর, মুখ্যমন্ত্রীকে চার্জ করা। যে আপনি একটি অপদার্থ পুলিশ মন্ত্রী। আপনি কিছুই করতে পারলেন না।’’

স্কুল সার্ভিস কমিশন, একসময় যে সংস্থা ছিল বাংলার বেকার তরুণ-তরুণীদের স্বপ্ন ছোঁওয়ার সোপান। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখন সেই সংস্থাই আদালত ও আদালতের বাইরে প্রশ্নের মুখে! ২৬ বছর আগে ১৯৯৭ সালে, বামফ্রন্ট জমানায় স্বচ্ছ ও দ্রুত নিয়োগের লক্ষ্যে তৈরি হয় স্কুল সার্ভিস কমিশন। লক্ষ লক্ষ বেকার তরুণ-তরুণীদের ভরসার জায়গা সেই এসএসসিকে ঘিরেই নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে আজ তোলপাড় হচ্ছে বাংলা।


আরও পড়ুন: Byron Biswas: জয়ের ২০ দিন পর কাটল জট, বিধায়ক হিসেবে শপথ নিলেন বায়রন বিশ্বাস