কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : নিয়োগের দাবিতে আন্দোলন করে যখন পুলিশের (Police) কামড় জুটছে চাকরিপ্রার্থীর। তখন, সেই নিয়োগেরই সুপারিশপত্র পেয়ে চোখে জল, ৬ বছর পর ওয়েটিং লিস্টে থাকা শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের। নিয়োগের কাউন্সেলিং শুরু হল বৃহস্পতিবার। শারীরশিক্ষা-কর্মশিক্ষার ওয়েটিং লিস্টে থাকা প্রত্যেকের চাকরি হবে, জানাল SSC। তাঁদের চাকরি কবে হবে? প্রশ্ন প্রাথমিক ও SSC চাকরিপ্রার্থীদের।

আবেগে চোখে জল

হকের চাকরির দাবিতে রাজপথ যখন উত্তাল, পথে নেমে জুটেছে পুলিশের কামড়। তখন খানিকটা স্বস্তির ছবি দেখা গেল, শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের চোখে মুখে। কেউ চাকরি চেয়ে আন্দোলনে নেমে ১০ বারের বেশি গ্রেফতার হয়েছেন। আবার, কোনও ক্ষেত্রে একসঙ্গে আন্দোলন করতে করতে নিয়োগের নিশ্চয়তা পেয়েছেন স্বামী স্ত্রী-দু’জনই। বৃহস্পতিবার, কর্মশিক্ষা ও শারীরশিক্ষার নিয়োগের কাউন্সেলিং শুরু দিন দেখা গেল এমন আনন্দের টুকরো ছবি। 

তেমনই একজন জিয়াগঞ্জের ফারুক ইসলাম। কর্মশিক্ষায় নিয়োগের সুপারিশ পত্র পেয়েছেন ভগবানগোলায়। চাকরির সুপারিশপত্র হাতে পেয়ে আনন্দে তাঁর চোখে জল। কাঁদছেন কেন জানতে চাইলে নিজেকে সামলে ফারুক জানান, এটা বলতে পারেন যে, দীর্ঘদিনের অপেক্ষার একটা ফলাফল। যেটা খুশির বলতে পারেন কান্না। আর কী বলব? নিজের হতাশা থেকে, বেরিয়ে আসার একটা যে রাস্তা। সে রাস্তাটা এতদিন পর খুঁজে পেলাম। এর চাইতে আর খুশির কিছু হয় না।

দীর্ঘ অপেক্ষার শেষে আনন্দের প্রহর

শুধু ফারুক ইসলাম নয়, এতদিন লড়াই-আন্দোলনে যে কষ্টের কান্নায় ভেসেছেন, আজ তাঁদের অনেকের চোখেই আনন্দাশ্রু। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মামন রশিদ। ২০১৯ সাল থেকে চাকরির জন্য আন্দোলন করছেন। ১০ বারের বেশি গ্রেফতার হয়েছেন। ৬ বছর অপেক্ষার পর, অবশেষে মিলেছে সুপারিশপত্র। 

দক্ষিণ দিনাজপুরের মণিরুল ইসলাম ও প্রফিনা খাতুন। জীবনের পথচলা একসঙ্গে। আন্দোলনে লড়াইয়েও একসঙ্গে ছিলেন। দু’জনেরই চাকরির নিশ্চয়তা মিলেছে। বৃহস্পতিবার, কাউন্সেলিং-এ আসেন সন্তানদের নিয়ে। 

অপেক্ষায় বাকিরাও

এদিকে তাৎপর্যপূর্ণভাবে শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় ওয়েটিং লিস্টে থাকা প্রত্যেকের নিয়োগপত্র মিলবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এরজন্য, অতিরিক্ত ১ হাজার ৬০০ পদ তৈরি করেছে সরকার। শারীরশিক্ষা-কর্মশিক্ষায় ওয়েটিং লিস্টে থাকা ১ হাজার ৪০৪ জনকেই কাউন্সিলিং-এ ডেকে নিয়োগের সুপারিশপত্র দেবে বলে জানিয়েছে SSC।

শারীরশিক্ষা-কর্মশিক্ষা ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মতো তাঁদের কবে নিয়োগ হবে, প্রশ্ন ২৪ ঘণ্টা আগে রাজপথের আন্দোলনে জখম হওয়া ২০১৪ প্রাথমিক টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থী থেকে, গাঁধী মূর্তির পাদদেশে ৬০৬ দিন ধরে ধর্নায় বসা চাকরিপ্রার্থীদের। 

আরও পড়ুন- শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি হচ্ছে একাধিক শিশু, ডেঙ্গি-আতঙ্কের মাঝে উদ্বেগ বাড়াচ্ছে RS ভাইরাস