কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  বহু প্রতীক্ষিত জয়েন্টের ফল প্রকাশিত হল। কলকাতা হাইকোর্টের নির্দেশিকার উপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের পর আজ, শুক্রবারই জয়েন্টের মেধাতালিকা প্রকাশ হবে জানিয়েছিল রাজ্য উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর। নির্ধারিত সময় দুপুর ২ টোর আগেই প্রকাশ করে দেওয়া হয় ফল ও মেধাতালিকা।  ছাত্রছাত্রীদের সোসাল মিডিয়ায় শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

  • জয়েন্টের মেধা তালিকায় প্রথম পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী।
  • জয়েন্টে দ্বিতীয় কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস।
  • তৃতীয় স্থানে রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।
  • জয়েন্টে চতুর্থ রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের অরিত্র রায়।
  • জয়েন্টের মেধা তালিকায় পঞ্চম দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের তৃষাণজিৎ দোলই।
  • মেধা তালিকায় ষষ্ঠ মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক পাত্র।
  • জয়েন্টে সপ্তম বর্ধমান মডেল স্কুলের সম্বিত মুখোপাধ্যায়।
  • জয়েন্টে অষ্টম খড়গপুরের ডিএভি মডেল স্কুলের অর্চিষ্মান নন্দী। 
  • জয়েন্টে নবম রাজারহাটের দিল্লি পাবলিক স্কুলের প্রতীক ধানুকা।   ২৭ এপ্রিল হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স। ফল প্রকাশিত হল ১১৭ দিনের মাথায অর্থাৎ প্রায় ৪ মাস পর। রাজ্য উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, স্নাতক স্তরে, কলেজে ও বিশ্ববিদ্যালয়ের পোর্টালগুলিও খুলে যাচ্ছে শুক্রবারই। নির্ঘণ্ট মেনে শুরু হয়ে যাবে ভর্তিপ্রক্রিয়া । এর আগে, ২৭ এপ্রিল পরীক্ষা হয়ে যাওয়ার সাড়ে ৩ মাস পরেও অধরা ছিল জয়েন্টের রেজাল্ট। কেন্দ্রীয় পোর্টালে স্নাতকে ভর্তির মেধা তালিকা প্রকাশ ঘিরেও তৈরি হয় অনিশ্চয়তা। সেই প্রেক্ষিতে শুক্রবার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশিকার পরপরই জয়েন্টের ফলপ্রকাশের সিদ্ধান্ত বলে রাজ্য উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর। ৭ মে প্রকাশিত হয়েছিল উচ্চমাধ্যমিকের ফল। তারপরই আইনি জটিলতায়  জয়েন্টের ফলপ্রকাশ আটকে যায়। এই সময়ে রাজ্যের বহু ছাত্রছাত্রীই মোটা-টাকা খরচ করে বেসরকারি কলেজে অ্য়াডমিশন নেন, বহু পড়ুয়া চলে যান ভিন রাজ্যে। অবশেষে কলেজে ভর্তির জট কাটল ১০৬ দিন, অর্থাৎ সাড়ে তিন মাস পর। এবার অন্তত রাজ্যের সরকারি কলেজগুলিতে ভর্তির অপেক্ষায় থাকা ছাত্রছাত্রীদের সুরাহা মিলবে।