পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: খাস কলকাতায় প্রকাশ্যে পিটিয়ে খুন (Dhakuria Murder)। ঢাকুরিয়াতে মদের দোকানে বচসা জেরে এক ব্যক্তিকে নির্মম প্রহার, ঘটনাস্থলেই মৃত্যু। দোকানে ভাঙচুর, ঢাকুরিয়া ব্রিজের সামনে রাস্তা অবরোধ স্থানীয়দের। এলাকায় তীব্র উত্তেজনা।
পিটিয়ে খুন ঢাকুরিয়ায়: ভরদুপুরে প্রকাশ্যের পিটিয়ে খুন শহরে। ইতিমধ্যেই সামনে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে চুলের মুঠি ধরে কিল, চড়, ঘুষি মারছে আরেকজন। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মদের দোকানের কর্মী। নিহত ব্যক্তির সঙ্গে বচসা শুরু হয়। এরপরই অভিযুক্ত ব্যক্তি চড়াও হয় তাঁর উপরে। শুরু হয় মারধর। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রহৃত ওই ব্যক্তিকে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দোকানে চড়াও হয় উত্তেজিত জনতা। ঢাকুরিয়া ব্রিজের সামনে রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা বাঁধে স্থানীয় বাসিন্দাদের। অভিযুক্ত ব্যক্তিকে সামনে আনার দাবি জনতার। পুলিশের দাবি, ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিক্ষোভের জেরে ঢাকুরিয়ায় তুলকালাম পরিস্থিতি হয়। ঘটনাস্থলে যেতে হয় বিভিন্ন থানার বিরাট পুলিশবাহিনীকে। পেশায় গাড়িচালক নিহত সুশান্ত মণ্ডল (৪৫) ঢাকুরিয়ার পঞ্চাননতলার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে ঢাকুরিয়া ব্রিজের পাশের ওই মদের দোকানে গেলে সুশান্তর সঙ্গে দোকান-কর্মীর বচসা বাধে।এরপরই ক্রেতাকে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করেন দোকানের কর্মচারী।চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে ফেলে দিয়ে কিল-চড়-ঘুষি। দোকানের লোহার গেটে ঠুকে দেওয়া হয় মাথা।দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে হাড় হিম করা ছবি।স্থানীয় সূত্রে দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় আক্রান্তের। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরেই এলাকায় আছড়ে পড়ে স্থানীয়দের রোষ।মদের দোকানে চালানো হয় ভাঙচুর।বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে যায় এলাকা।অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে স্থানীয়দের একাংশ।
ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন তৃণমূল নেতা ও কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। কিন্তু কেন এভাবে পিটিয়ে খুন করা হল ওই ব্যক্তিকে? মদের দোকানে বাকি থাকা টাকা নিয়েই কি বচসা? ধার মেটাতে না পারাতেই কি প্রাণ দিয়ে চোকাতে হল মাশুল? ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রবীন্দ্র সরোবর থানা।
আরও পড়ুন: West Burdwan News: স্কুল ছাত্রকে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত