অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার থেকে একজন সুপারিনটেনডেন্টের দায়িত্বে থাকবে দুটি স্টেশন। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের নতুন বিজ্ঞপ্তি ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। পরিষেবা বাড়া সত্ত্বেও সুপারিরটেনডেন্টের উপর বাড়তি চাপ কেন? প্রশ্ন তুলছে কর্মচারী সংগঠনের একাংশ। কোনও সমস্যা হবে না। দাবি মেট্রো কর্তৃপক্ষের।


কী উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে?                                   


ব্লু লাইন থেকে অরেঞ্জ, পার্পেল থেকে গ্রিন, বাড়ছে কলকাতা মেট্রো। তার সঙ্গেই বাড়ছে স্টেশনের সংখ্যা থেকে যাত্রীদের চাপ। ফলে স্বাভাবিকভাবেই যখন কর্মীর চাহিদাও বাড়ছে, তখন মেট্রো কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তি নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। ১৯৮৪ সালে মেট্রো রেলের পথচলার শুরু থেকেই, প্রত্যেক স্টেশনে দায়িত্বে থাকতেন একজন করে সুপারিনটেনডেন্ট। কিন্তু, সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শুধুমাত্র নোয়াপাড়া, কবি সুভাষ, জোকা এই তিন স্টেশনেই একজন করে সুপারিনটেনডেন্ট থাকবেন। বাকি স্টেশনগুলির ক্ষেত্রে এক জন সুপারিনটেনডেন্টকে একসঙ্গে ২টি স্টেশন দেখতে হবে।                                             


এখানেই কর্মচারী সংগঠনের একাংশ প্রশ্ন তুলছে, যেখানে মেট্রোর পরিষেবা বাড়ছে, সেখানে স্টেশন সুপারিনটেনডেন্টদের উপর বাড়তি চাপ কেন দেওয়া হচ্ছে? একটি স্টেশনে কোনও সমস্যার জেরে যদি মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হয়, আর তখন যদি সুপারিনটেনডেন্ট পাশের স্টেশনে থাকেন, তখন তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছবেন কী করে? প্রগতিশীল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি শুভাশিস সেনগুপ্ত বলেন, "স্টেশন পরিচালনা ও পরিদর্শন এক নয়। মেট্রো প্রত্যেক লোকজন অবসর নিচ্ছে, কোনও নিয়োগ নেই, সেটাকে সামাল দিতেই এই ব্যবস্থা। তাতে এই এই সার্ভিস খারাপ হবে, তখন সুপার ভাইজারকে দোষ দেওয়া হবে।'' যদিও শ্রমিক সংগঠনের এই দাবি মানতে নারাজ মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, "কোনও সমস্যা হবে না, টেকনিক্যাল সিদ্ধান্ত, এতে কর্মীদের এফিসিয়েন্সি বাড়বে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: WB By Election 2024: আগামী মাসেই ৪ বিধানসভায় উপনির্বাচন, প্রার্থী ঘোষণা বাম-কংগ্রেসের