কলকাতা: তৃণমূলের পর ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী (WB By Election 2024) ঘোষণা করল বাম-কংগ্রেস জোট। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে সিপিএম প্রার্থী রাজীব মজুমদার, বাগদা থেকে প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস (ফরওয়ার্ড ব্লক), রানাঘাট দক্ষিণে লড়বেন অরিন্দম বিশ্বাস (সিপিএম) এবং রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। 


প্রার্থী ঘোষণা বাম-কংগ্রেসের: লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই, এবার রাজ্যের ৪ টি বিধানসভা আসনে উপনির্বাচন। আর ৪টি কেন্দ্রের জন্য়ই সবার প্রথম প্রার্থী ঘোষণা করল বাম-কংগ্রেস জোট। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ৪২টি আসনের মধ্যে যাদের ঝুলিতে মাত্র একটি আসন। খাতা খুলতে পারেনি বামেরা। একমাত্র মালদা দক্ষিণে জয়ী হয়েছে কংগ্রেসের প্রার্থী। এই আবহে ফের ভোটের লড়াইয়ের প্রস্তুতি শুরু দুই দলের।


 



কে কোথায় এগিয়ে?


লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি ফল বলছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে থেকে বিজেপি পেয়েছে ৯৩ হাজার ৪০২ টি ভোট। তৃণমূল পেয়েছে মাত্র ৪৬ হাজার ৬৬৩ ভোট। অন্যদিকে, রানাঘাট দক্ষিণ বিধানসভা থেকে বিজেপি পেয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৫৬৮ ভোট।অন্যদিকে তৃণমূল পেয়েছে ৮৬ হাজার ৬৩২ ভোট। অর্থাৎ লোকসভা ভোটের নিরিখে এই দুই বিধানসভা কেন্দ্রেই অ্য়াডভান্টেজ বিজেপি। অন্যদিকে, লোকসভা ভোটের ফলের নিরিখে, মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপির থেকে এগিয়ে থাকলেও, খুব একটা স্বস্তিদায়ক জায়গায় নেই তৃণমূল। কলকাতা উত্তর কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভায় এবারের লোকসভা ভোটে তৃণমূল পেয়েছে ৬৬ হাজার ৯৬৪টি ভোট। যেখানে মাত্র ৩ হাজারের মতো কম ভোট পেয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি।


এদিনই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূলও। এই ৪ টি কেন্দ্রের মধ্যে ২টিতে 'সেকেন্ড চান্স' পেলেন লোকসভা ভোটে পরাজিত ২ তৃণমূল প্রার্থী। যাঁরা ২ জনেই দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হল, লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে তৃণমূলের পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে। রানাঘাট দক্ষিণে প্রার্থী হলেন, রানাঘাট লোকসভা আসনে পরাজিত মুকুটমণি অধিকারী। মানিকতলা কেন্দ্র থেকে টিকিট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। একদিকে যখন মেয়েকে শ্রেয়া পাণ্ডেকে টিকিট না দিয়ে মানিকতলায় সুপ্তি পাণ্ডেকে টিকিট দিল তৃণমূল, তখন বাগদায় মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করল ঘাসফুল শিবির।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Acropolis Mall Fire: বিকল্প পথেই পদে পদে বাধা, অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডে ফের প্রশ্নের মুখে সুরক্ষা