কলকাতা: হুগলি নদীর (Hooghly River) নিচে মেট্রো সফরে নয়া চমক। জলের নিচে সফরের অভিজ্ঞতা আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে উদ্যোগ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে খবর, আলো সহ জলের তরঙ্গের আবহ মিলবে যাত্রাপথে।


জলের নিচে সফর: মাঝে রেল পথ। চারপাশে ঘন নীল রঙের আলো। এদিক ওদিক খেলে বেড়াচ্ছে মাছ। আর রেল পথ ধরে এগিয়ে চলেছে ট্রেন। না কোনও স্বপ্ন নয়। বাস্তবে এমন ছবিই দেখা যাবে মেট্রো সফরে। হুগলি নদীর নিচে ৫২০ মিটারের টানেলের যে অংশ রয়েছে তাতে নদীর নিচের অনুভূতি পাওয়া যাবে। এই টানেল অতিক্রম করা যাবে ৪৫ সেকেন্ডে। এই যাত্রাপথে স্মরণীয় করতে উদ্যোগী হল মেট্রো রেল কর্তৃপক্ষ। ওই অংশ সাজানো হচ্ছে ঘন নীল আলোয়। থাকবে মাছও। শব্দের সাহায্যে ফুটিয়ে তোলা হবে নদীর নিচের আবহ।


মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “হুগলি নদীর নিচে দিয়ে মেট্রো ভ্রমণের স্বপ্নপূরণ হবে। ৫২০ মিটারের পথ অতিক্রম করা যাবে ৪৫ সেকেন্ডে। ঘন নীল আলোয় সাজানো হচ্ছে। ট্রেনের এই অংশ দিয়ে যাওয়ার সময় মনে হবে ঘন নীল জলরাশির মধ্যে দিয়ে যাচ্ছি। বড় বড় মাছ খেলে বেড়াবে। সঙ্গে নদীর নিচের আবহ পাওয়া যাবে।’’


ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অংশের কাজ চলছে। গত মাসে এই অংশের কাজের অগ্রগতি ও যাত্রী নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে আসেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা। এর আগে মেট্রোর কাজের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেন খোদ কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরাই।সূত্রের দাবি, কাজের অগ্রগতি দেখে কার্যত বিরক্ত আধিকারিকরা তাঁদের পরিদর্শনে ডাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

হাওড়া ময়দান থেকে সল্টলেক অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রোরএকমাত্র ডিপো তৈরি হয়েছে করুণাময়ীতে। জমি না মেলায় হাওড়া ময়দান বা সংলগ্ন এলাকায় কোনও ডিপো তৈরি করা যায়নি। রক্ষণাবেক্ষণ বা আপৎকালীন পরিস্থিতিতে বউবাজারের উপর দিয়ে নিয়ে যেতে হবে মেট্রোর রেক। কিন্তু, বউবাজার দিয়ে রেক নিয়ে যাওয়ার কোনও পরিকাঠামোই নেই। সূত্রের খবর, পরিদর্শনের সময় এনিয়ে প্রশ্ন তুলেছিলেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা।- পাশাপাশি, আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের বের করার জন্য় ধর্মতলা স্টেশনে কোনও এভাকুয়েশন শ্য়াফ্ট নেই। সূত্রের খবর, যা নিয়ে যাত্রী নিরাপত্তার প্রশ্ন তুলেছিলেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: South Bengal Weather: একধাক্কায় বাড়ল তাপমাত্রা, ফের কবে জাঁকিয়ে শীত বঙ্গে?