কলকাতা: বিদায় ২০২৫ । স্বাগত ২০২৬ । নতুন বছরের প্রথম দিন মনোরম আবহাওয়া । সকাল থেকেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে লোকজন । সেজেগুজে । কারও গন্তব্য চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো বেড়ানোর জায়গা, কেউ আবার যাচ্ছেন দক্ষিণেশ্বর কিংবা কাশীপুর উদ্যানবাটি ।

Continues below advertisement

বছরের প্রথমদিনই সকাল থেকেই ফেস্টিভ মুডে বাংলা । কলকাতা থেকে জেলা সর্বত্র আজ উৎসবের মেজাজ । পর্যটনস্থলে পর্যটকদের ভিড় ।  ঠান্ডার দাপটে সকাল সকাল আলিপুর চিড়িয়াখানায় পর্যটকদের ভিড় । । খুশি কচি কাচারা । নিক্কো পার্কে সকাল থেকে লম্বা লাইন টিকিট কাউন্টারে ।  ভিড় সায়েন্স সিটি-সহ সমস্ত দর্শনীয় জায়গায় ।

প্রতিবারের মতো এবারও কল্পতরু উৎসব ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ভিড় । ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি, কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘তোমাদের চৈতন্য হোক’ । এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব । কাশীপুর উদ্যানবাটির মতো দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় ।

Continues below advertisement

ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান পুণ্যভূমি কামারপুকুরেও নামে ভক্তদের ঢল । ভোর সাড়ে ৪ টে নাগাদ, মঙ্গলারতির মাধ্যমে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে শুরু হয়েছে পুজোপাঠ ।       

বছরের প্রথম দিন সকাল থেকে তারাপীঠ মন্দিরে ভক্ত সমাগম হয়েছে । হাতে পুজোর ডালা নিয়ে লাইনে অপেক্ষা করছেন পুণ্যার্থীরা । রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড থেকেও প্রচুর মানুষ ভিড় করেছেন তারাপীঠে ।           

শীতের আমেজও বেশ ভালমতোই টের পাওয়া যাচ্ছে । বুধবার মরসুমের শীতলতম দিন দেখেছে কলকাতা । বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস । বৃহস্পতিবার ভোরে তা সামান্য বেড়ে ১১.৬ ডিগ্রি হয়েছে । তবে শীতের কামড় চলবে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে । তার পরের চার দিন তাপমাত্রায় হেরফের হওয়ার তেমন বড় কোনও সম্ভাবনা নেই । শীতের কনকনানি সামান্য কমলেও মোটের ওপর আমেজ থাকবে ঠান্ডার । তারপর ফের পারদপতনের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।