আবির দত্ত, কলকাতা: একদিকে ফুটপাথ দখলমুক্ত করতে যখন কড়া প্রশাসন, অন্যদিকে দেখা গেল ভিন্ন ছবি। বেহালা (Behala) ম্যানটনে ডায়মন্ডহারবার রোডের পাশে ফুটপাথজুড়ে রয়েছে তৃণমূলের কার্যালয়। আবার, জহরলাল নেহেরু রোডের পাশের ফুটপাথের একটা বড় অংশজুড়ে হকার্স সুরক্ষা ইউনিয়নের একাধিক অস্থায়ী অফিস। 


ফুটপাথজুড়ে তৃণমূলের কার্যালয়: সোমবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কড়া বার্তার পর, ফুটপাথ দখলমুক্ত করতে অ্য়াকশন মোডে পুলিশ প্রশাসন। ভাঙা হচ্ছে অস্থায়ী দোকান, খালি হচ্ছে ফুটপাথ। তবে, বুধবার যে বেহালার ফুটপাথ দখলমুক্ত করতে বুলডোজার চলেছে, সেখানেই দেখা গেল আরেকছবি। বেহালা ম্যানটনে ডায়মন্ডহারবার রোডের পাশে ফুটপাথজুড়ে রয়েছে তৃণমূলের কার্যালয়। স্থানীয়রা বলছেন, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে এই পার্টি অফিস। স্থানীয়রা বলছেন, পার্থ চট্টোপাধ্য়ায় যখন জেলের বাইরে ছিলেন, তখন তিনি মাঝেমধ্য়ে আসতেন এই পার্টি অফিসে। 


ধর্মতলার মোড়ে, জহরলাল নেহেরু রোডের পাশের ফুটপাথের একটা বড় অংশজুড়ে হকার্স সুরক্ষা ইউনিয়নের অফিস। রীতিমতো ত্রিপলের মাচা করে অস্থায়ী অফিসের আকার দেওয়া হয়েছে। জহরলাল নেহেরু রোডের পাশেই পিয়ারলেস ইন হোটেলের তলায় একই ভাবে তৈরি হয়েছে হকার্স সুরক্ষা ইউনিয়নের আরও একটি অফিস। শহরজুড়ে ফুটপাথ দখলমুক্ত করতে পুলিশ তৎপর হলেও, এই অফিসগুলিতে কিন্তু হাত পড়েনি।


মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দাওয়াই'- এর ৪৮ ঘণ্টার মধ্যে, কলকাতা থেকে জেলা, জবরদখল উচ্ছেদে কোথাও বুলডোজার-কোথাও JCB ব্যবহার। বুধবার বেহালা থানার ওসির নেতৃত্বে শুরু হয় অভিযান। ভেঙে দেওয়া হয় বেআইনি অস্থায়ী সব দোকান। জবরদখল উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় নিউটাউনের কোল ভবন সংলগ্ন এলাকায়।  বেহালার মতো নিউটাউনেও চালানো হয় বুলডোজার। হকার নেতার গ্রেফতারি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আলিপুর চিড়িয়াখানার সামনেও বেআইনি দখলদারি ওঠাতে নিয়ে আসা হয় বুলডোজার। ম্যাটাডোরে করে তুলে নিয়ে যাওয়া হয় অস্থায়ী দোকানগুলিতে থাকা রেফ্রিজারেটর। জবরদখল উচ্ছেদে কলকাতায় এই অভিযান চলবে বলে জানান পুলিশ কমিশনার।                                   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Trains Cancelled: ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের, টানা দশ দিন যাত্রী ভোগান্তির আশঙ্কা