Viral Post: তাঁর কথা বহু তরুণদের উদ্বুদ্ধ করে। শিশুদের মনে আনন্দ জোগায়। আবার তথ্যপ্রযুক্তি ও আগামী ভবিষ্যতের কঠিন দিকগুলিকেও চিহ্নিত করে। তিনি সুধা মূর্তি। নারায়ণ মূর্তির স্ত্রী ছাড়াও তাঁর বহু পরিচয় রয়েছ। একাধারে তিনি শিশুসাহিত্যিক, ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা, রাজ্য়সভার নির্বাচিত সদস্য। সেই তাঁর কাছেই একদিন প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের একটি ফোন আসে। তাঁকে সেই সময় দেশের রাষ্ট্রপতি ফোন করছেন তিনি অবাক হন। প্রথমে ভেবেছিলেন, এ হয়তো ভুল করে করা। বা এও হতে পারে, তাঁর স্বামী নারায়ণ মূর্তিকে তিনি ফোনে যোগাযোগ করতে চান। কিন্তু পরে সেই ভুল ভাঙে।


আব্দুল কালাম ফোন ধরে কী বলেন সুধা ?


সম্প্রতি এক্সে একটি ভিডিয়ো শেয়ার করেন, যেখানে শুধু একটি অডিয়ো শোনা যাচ্ছে। তাতে সুধাকে বলতে শোনা যায়, ফোন ধরে কী বলেছিলেন সুধা মূর্তি। সেই সময় টেলিফোনে অটোমেটিক কল কানেক্ট হত না। মাঝে একজন টেলিফোন কর্মী থাকতেন যিনি লাইন ট্রান্সফার করতেন। তাঁর মুখে আব্দুল কালামের কথা শুনে সুধা বলেন, ফোনটি হয়তো ভুল করে এসেছে আমার কাছে। তিনি হয়তো নারায়ণ মূর্তিকে চান। কিন্তু ওপারে থাকা ব্যক্তি বলেন, দেশের রাষ্ট্রপতি নির্দিষ্টভাবে তাঁর সঙ্গেই কথা বলতে চান। এর পর লাইন ট্রান্সফার করা হয়।


ফোনে কী বলেন দেশের রাষ্ট্রপতি ?


লাইন ট্রান্সফার করতেই আব্দুল কালাম তাঁর একটি লেখার প্রশংসা করেন। সুধা ‘আইটি বিভাজিত’ এই শিরোনামে একটি উত্তর সম্পাদকীয় লিখেছিলেন একটি পত্রিকায়। সেটি পড়েই ফোন করেন আব্দুল কালাম। প্রসঙ্গত, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম ছিলেন স্বনামধন্য় বিজ্ঞানী। পাশাপাশি ইসরোর দায়িত্বেও জীবনের বেশ কিছু বছর কাটিয়েছেন। তাঁর মুখ থেকে প্রশংসাবাক্য শুনে স্বভাবতই আনন্দিত হন সুধা মূর্তি। প্রসঙ্গত, ওই ফোনে আব্দুল কালাম জানান, সুধা মূর্তির লেখা তিনি নিয়মিত পড়েন।



রাষ্ট্রপতি আব্দুল কালামের হাত থেকেই পেয়েছেন পদ্মশ্রী


রাষ্ট্রপতি আব্দুল কালামের হাত থেকেই পদ্মশ্রী পুরষ্কার গ্রহণ করেন সুধা মূর্তি। এই দিন এই ছবিও শেয়ার করেন তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে। প্রসঙ্গত, সুধা বাল সাহিত্য অকাদেমি পুরষ্কারে ভূষিত হয়েছেন। পদ্মশ্রী ও পদ্মবিভূষণেও সম্মানিত হয়েছেন তিনি।চলতি বছরে তাঁকে রাজ্যসভার প্রেসিডেন্ট করা হয়।


আরও পড়ুন - Viral Video: অফিসে ল্যাপটপে কাজ করতে করতেই বুকে ব্যথা, কয়েক মিনিটেই নিভে গেল ৩০ বছরের তরতাজা প্রাণ


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।