সঞ্চয়ন মিত্র, কলকাতা : সপ্তাহান্তে রাজ্যে হাওয়া বদল। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে উষ্ণ হতে চলেছে বড়দিন। কমবে শীতের প্রকোপ। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department)।


উৎসবে শীতের আমেজ উধাও !


বড়দিন (Christmas), কেক, সান্তা, চারিদিকে উৎসবের আমেজ। ঝলমলে আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক। কিন্তু বড়দিনে শীতের আমেজ আদৌ থাকবে তো ? শেষ ডিসেম্বরের কড়া ঠান্ডায় জ্যাকেট, পুলওভারের ওম গায়ে মেখে ভিড় ঠাসা পথে হাঁটার আনন্দ কি মিলবে ?


আবহাওয়া দফতরের পূর্বাভাস, কার্যত উষ্ণই কাটবে বড়দিন। ২৫ ডিসেম্বর বাড়বে তাপমাত্রা। রবিবার কলকাতায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে রাতের তাপমাত্রা! আর জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে রাতের পারদ। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ বি সি সাধুখাঁ বলেছেন, 'আজ থেকে ৩ দিন নাইট টেম্পারেচার ২ থেকে ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা।'                         


শীতের দেখা নাই রে !


ডিসেম্বর শেষ হতে চললেও এখনও পর্যন্ত সেভাবে কড়া শীতের দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই ঘূর্ণাবর্ত। তার প্রভাবে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। দুইয়ের প্রভাবে এবার গরম হতে চলেছে বড়দিন।                                                                                              


কমবে দৃশ্যমানতা


শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার জেলায় কুয়াশার পরিমাণ বাড়বে। তার জেরে অনেকটাই কমবে দৃশ্যমানতা।                                   


আরও পড়ুন- দিতে-নিতে সুবিধা, খাতায়-কলমে সহজ কিন্তু কার্যকরী ক্ষেত্রে কী সমস্যা নেজাল ভ্যাকসিনে ?