ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ডিসেম্বর শুরু হতে বাকি আর কয়েকটা দিন । অঘ্রাণে জমিয়ে শীতের প্রত্যাশায় বাংলা। পারদ যেভাবে ধাপে ধাপে নামছিল তাতে এই সপ্তাহেই কাঁপানো ঠান্ডার আশা করেছিল বাঙালি। কিন্তু না, এখনই আশাপূরণ হচ্ছে না।  আবহাওয়া দফতর সেই ইঙ্গিত দিচ্ছে না। বরং তাদের পূর্বাভাস, পারদ-পতনে শীঘ্রই ছেদ পড়তে চলেছে।


অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত। সেই নিম্নচাপের গতিপ্রকৃতির উপরও নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া - অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হলেও, তা শীতের পথে বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা অনেকটাই কমেছে। তবে নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্জা আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর মাঝে, দক্ষিণবঙ্গে শীতের যে আমেজ পাওয়া যাচ্ছিল, তাতে কিছুটা ব্য়াঘাত হতে পারে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি। পুরুলিয়া ১১.৫ এবং দার্জিলিং এ ৩.২ ডিগ্রি। তবে বুধবার থেকে বাড়তে পারে সামান্য় তাপমাত্রা। 


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,  বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষে দুই ২৪ পরগনার পাশাপাশি ২ মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই পূর্বভাসের মধ্য়েই বিশেষজ্ঞদের চিন্তা বাড়াচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়া দূূষণের মাত্রা। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তথ্য অনুযায়ী,  বালিগঞ্জে সোমবার দূষণের মাত্রা ছিল ২৫৫, মঙ্গলবার তা হয়েছে ৩১৮। ফোর্ট উইলিয়াম সোমবার দূষণের মাত্রা ছিল ২৫৭, মঙ্গলবার তা হয়েছে ২৭২।  রবীন্দ্র সরোবরে সোমবার দূষণের মাত্রা ছিল ১৭২ মঙ্গলবার তা হয়েছে ২৬৩। ভিক্টোরিয়ায় সোমবার AQI -এর মাত্রা ছিল ২২০ মঙ্গলবার তা পৌঁছেছে ২৭৮ এ। যাদবপুরের ক্ষেত্রে সোমবার AQI -এর মাত্রা ছিল ১৬০ মঙ্গলবার তা হয়েছে ২২৭। রবীন্দ্রভারতীতে সোমবার AQI-এর মাত্রা ছিল ১৬১, মঙ্গলবার তা হয় ২১৯। পরিসংখ্যান বলছে, হাওড়া, উত্তর ২৪ পরগনাতেও দূষণের মাত্রা উদ্বেগজনক। হাওড়ার দাশনগরে AQI -এর মাত্রা ৩৭৮, পদ্মপুকুরে ৩৮৮, বেলুর মঠ ২৭২, উত্তর ২৪ পরগনার ব্য়ারাকপুরে ৩০৫। বিশেষজ্ঞদের আশঙ্কা, এইভাবেই যদি দূষণ বাড়তে থাকে, তাহলে মানুষের স্বাস্থ্য়ে তার মারাত্মক প্রভাব পড়বে। 


আরও পড়ুন :


রাত বাড়তে পরিস্থিতির অবনতি, প্রতিবাদী সংখ্যালঘু ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর 'হামলা' জামাত নেতা-কর্মীদের