West Bengal News: আলো ঝলমলে পার্ক স্ট্রিট, ক্রিসমাস ইভে উৎসবমুখর কলকাতা

District News Update: বাংলাদেশ অস্থিরতার মধ্যেই, দিল্লিতে অনুপ্রবেশকারীদের বৈধ নাগরিক করে দেওয়ার অসাধু চক্র ফাঁস। চক্রের ১১ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। একনজরে জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট

ABP Ananda Last Updated: 25 Dec 2024 12:47 AM

প্রেক্ষাপট

কলকাতা: বিড়ম্বনা বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের। হাইকোর্টে পার্থ-সহ পাঁচ জনের জামিনের আবেদন খারিজ। পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের আবেদন খারিজ করল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চ। 'বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য মৌন থাকতে...More

Parker Solar Probe: সৌরযানকে ছুঁয়ে যাচ্ছে সূর্যের উষ্ণ 'চুম্বন'! বড়-দিন মানবজাতির, ঘনিষ্ঠতা সহ্য হবে কতটা

বড়দিনে মহাকাশে নয়া মাইলফলক গড়ল মানবসভ্যতা। সূর্যের ঠোঁটে কার্যত গাল ছুঁইয়ে বেরিয়ে গেল সৌরযান। এখনও পর্যন্ত যা সম্ভব হয়নি, তা-ই করে দেখাল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র সৌরযান Parker Solar Probe. ৯৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্যের পরশ নিয়ে বেরিয়ে গেল সৌরযানটি। (Parker Solar Probe)। রাত পোহালেই ২৫ ডিসেম্বর। বড়দিনের উৎসবে মাতোয়ারা গোটা বিশ্ব। আর সেই রাত ১২টা বাজার কয়েক ঘণ্টা আগেই ইতিহাস রচনা করল Parker Solar Probe. আজ পর্যন্ত কোনও মহাকাশযান যা পারেনি, সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছল সেটি। লেলিহান সৌরশিখা স্পর্শ করল তার গাল। (Science News)