West Bengal News: আলো ঝলমলে পার্ক স্ট্রিট, ক্রিসমাস ইভে উৎসবমুখর কলকাতা

District News Update: বাংলাদেশ অস্থিরতার মধ্যেই, দিল্লিতে অনুপ্রবেশকারীদের বৈধ নাগরিক করে দেওয়ার অসাধু চক্র ফাঁস। চক্রের ১১ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। একনজরে জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট

ABP Ananda Last Updated: 24 Dec 2024 10:09 PM
Christmas Live: ক্রিসমাস ইভে উৎসবমুখর কলকাতা

আলো ঝলমলে পার্ক স্ট্রিট। সেজে উঠেছে শহরের সমস্ত গির্জা। ক্রিসমাস ইভে উৎসবমুখর কলকাতা।

Murshidabad News: অবৈধভাবে ভারতে প্রবেশ, মৃত আত্মীয়র নামে নথি তৈরি, পুলিশের জালে আরও এক বাংলাদেশি

এবার মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের জালে এক বাংলাদেশি (Bangladesh)। ৭ থেকে ৮ বছর আগে অবৈধভাবে ভারতে ঢুকেছিল সোহেল রানা নামে ওই যুবক। অভিযোগ, মৃত আত্মীয়র নামে আধার কার্ড তৈরি করে সে। গতকাল লালগোলা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে ভারতে ঢুকেছিল সোহেল রানা নামে বছর ২৮-এর ওই যুবক। বাংলাদেশের রাজশাহির বাসিন্দা বলে দাবি পুলিশের। জানা গিয়েছে, অবৈধ ভাবে ভারতে ঢুকে লালগোলার আটরসিয়া এলাকায় এক আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই যুবক। পরে কেরালায় কাজে যায়। পুলিশের দাবি, সেখানেই লালগোলার বাসিন্দা মৃত এক আত্মীয়ের পরিচয়ে আধার কার্ড তৈরি করে সে। সোমবার সন্ধেয় লালগোলা স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। আধার কার্ডে ভুল থাকায় ওই বাংলাদেশি লালগোলার বালিতে অলিউল আলমের কাছে ঠিক করতে যায়। তাকে সহায়তা করার অভিযোগ ওই ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। ওই বাংলাদেশিকে ভারতে ঢুকতে সহায়তা করার অভিযোগে জলঙ্গির বাসিন্দা শাহারুল মোল্লা নামে এক ব্যক্তিকেই লালগোলা থানার পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার তিনজনকেই ৫ দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় পুলিশ।

West Bengal Live Update: পিছু ছাড়ছে না ডেঙ্গি আতঙ্ক, চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার পরিসংখ্যান

শীতের মরশুমেও উত্তর ২৪ পরগনায় চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি(Dengue)। চলতি বছরের ১২ ডিসেম্বর পর্যন্ত শহরাঞ্চলে আক্রান্ত পৌনে ২ হাজার। তার মধ্য়ে সর্বাধিক আক্রান্ত বিধাননগর পুরসভায়। শহরাঞ্চলের পাশাপাশি জেলার গ্রামাঞ্চলের আক্রান্তের সংখ্য়া চিন্তায় ফেলছে বিশেষজ্ঞদের। বছর শেষে শীতের আমেজ শহর থেকে জেলায়। তবে বর্ষশেষের দোরগোড়াতেও পিছু ছাড়ছে না ডেঙ্গি আতঙ্ক। বিশেষ করে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার ডেঙ্গি আক্রান্তদের পরিসংখ্য়ান। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য় জেলায়, শহরাঞ্চল ও গ্রামাঞ্চল মিলিয়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩০ জন। এর মধ্য়ে শুধুমাত্র উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য় জেলা শহরাঞ্চলেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৩ জন। পুরসভা অনুযায়ী ভাগ করলে সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে বিধাননগর পুরসভার। চলতি বছরের ১২ ডিসেম্বর পর্যন্ত এখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ৩৭০।

Bangladesh Update: 'ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে', হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

'ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। ভারতবর্ষের ইতিহাস জানেন না মহম্মদ ইউনূস। চিনের রক্তচক্ষুকে ভারত ভয় করেনি, দলাই লামাকে আশ্রয় দিয়েছিল ভারত। রাফাল তো দূরের কথা, রাফালের আওয়াজে পালাবে', হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

RG Kar Update: আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'এই মামলা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে'
'কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নজরদারি করছে', এই মুহূর্তে তাঁর পক্ষে এই মামলা গ্রহণ করা সম্ভব নয়, জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'আপনারা প্রধান বিচারপতির কাছে যান'
'তিনি যদি আমাকে এই মামলা শুনতে বলেন তাহলে আমি শুনব', তার আগে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, চিকিৎসকের পরিবারকে জানালেন বিচারপতি। বিচারবিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করা তাঁর পক্ষে সম্ভব নয়, জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । ১৫ জানুয়ারি এই মামলায় পরবর্তী শুনানির সম্ভবনা

RG Kar Issue: ডাক্তারদের সিজিও অভিযান ঘিরে ধুন্ধুমার

আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন পাওয়ায় সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারদের সিজিও অভিযান ঘিরে ধুন্ধুমার। সিজিও কমপ্লেক্সের গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের একাধিক সংগঠনের। পুলিশ আটকালে ধস্তাধস্তি।

West Bengal Live Update: এবার ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে সন্ত্রাসবাদী-জঙ্গি বলে আক্রমণ সওকত মোল্লার

এবার ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে সন্ত্রাসবাদী-জঙ্গি বলে আক্রমণ সওকত মোল্লার। 'ছেলেমেয়েদের হাতে খাতা-কলম তুলে দেওয়ার কথা বলে বোমা-বন্দুক তুলে দিচ্ছেন ভাঙড়ের বিধায়ক। নওশাদের শাগরেদরা তৃণমূল কর্মী রাজু নস্করকে খুন করেছিল। তৃণমূল কর্মীদের হাত-পা ভেঙে দিয়েছিল নওশাদ-বাহিনী', নওশাদকে নিশানা ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। পাল্টা সওকতের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি নওশাদের। 'জঙ্গি হলে কেন মুখ্যমন্ত্রী বা বিধানসভার স্পিকার পদক্ষেপ করছেন না', প্রশ্ন ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির

Subhendu on Terrorist: 'মৎস্যজীবীদের সঙ্গে ঢুকে পড়ছে জঙ্গিরা', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

'বাংলায় বাসন্তী এক্সপ্রেসওয়ে, কামালগাজি মোড় হয়ে গোসাবা যাওয়ার রাস্তা জঙ্গিদের হাতে চলে গেছে । তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্কের রাজনীতি। গোসাবাতে ১৩টি দ্বীপ আছে, একটি দ্বীপে বিএসএফের ক্যাম্প আছে। মৎস্যজীবীদের সঙ্গে মিশে ক্যানিং, বারুইপুর হয়ে ভারতে ঢুকে পড়ছে', বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

West Bengal Live Update: প্রাথমিক দুর্নীতিতে ইডি-র মামলায় ২৬ ডিসেম্বরই চার্জ গঠন

প্রাথমিক দুর্নীতিতে ইডি-র মামলায় ২৬ ডিসেম্বরই চার্জ গঠন। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, ৫৪ জনের বিরুদ্ধেই হবে চার্জ গঠন। ২৪ ঘণ্টার মধ্যে সব নথি জমা দেবে ইডি
সব অভিযুক্তকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ বিচারকের। শীতকালীন অবকাশেও বন্ধ থাকবে না আদালত। রবিবার ছাড়া রোজ হবে শুনানি, জানালেন বিচারক। পার্থ চট্টোপাধ্য়ায়দের বিরুদ্ধে চার্জগঠন শুনানিতে ইডিকে চরম ভর্ৎসনা বিচারকের। 'আপনাদের জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে। কেন এখনও সব নথি দেননি? দেরি হচ্ছে আমাকে জানাননি কেন? প্রয়োজনে সারারাত বসে কাজ করুন। কাল দুপুর আড়াইটের মধ্যে সবপক্ষকে নথি পেশ করতে হবে', ইডি-র তদন্তকারী অফিসারকে নির্দেশ বিচারকের

West Bengal News Update: অঙ্গনওয়াড়িকেন্দ্রের খাবারে টিকটিকি, অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের

অঙ্গনওয়াড়িকেন্দ্রের খাবারে টিকটিকি, অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের বৈকুন্ঠপুর এলাকার ঘটনা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ

District News Update: ২২ ডিসেম্বর রাতে নৈহাটির সাহেব কলোনি এলাকায় চলল গুলি

নৈহাটির সাহেব কলোনি এলাকায় চলল গুলি। ২২ ডিসেম্বর রাতে চলন্ত বাইক থেকে চলে গুলি। বাইকচালকের পকেটে রাখা আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরিয়ে যায়। গুলি ছিটকে লাগে বাইক আরোহীর পায়ে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালানোর অভিযোগে বাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনাটি কী ঘটেছে খতিয়ে দেখছে শিবদাসপুর থানার পুলিশ।

প্রেক্ষাপট

কলকাতা: বিড়ম্বনা বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের। হাইকোর্টে পার্থ-সহ পাঁচ জনের জামিনের আবেদন খারিজ। পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের আবেদন খারিজ করল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চ। 'বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য মৌন থাকতে পারে না', মন্তব্য বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। (Partha Chatterjee)। গত ২০ নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন পার্থ-সহ পাঁচ জন। সেখানে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিনহা রায় জামিন নিয়ে ভিন্নমত প্রকাশ করেন। বিচারপতি বন্দ্যোপাধ্যায় জামিনের পক্ষে ছিলেন। বিচারপতি সিনহা জামিনের বিরোধিতা করেন। এর পর সেই মামলা প্রধান বিচারপতির কাছে ফেরত যায়। প্রধান বিচারপতি তৃতীয় একটি বেঞ্চ গঠন করেন। তাতেই এতদিন সময় লাগল। (Calcutta High Court)।


জানুয়ারির শুরুতেই ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা দেশের অন্যতম জনপ্রিয় ধর্মীয় মেলা। লক্ষ লক্ষ তীর্থযাত্রীর ভিড় সামাল দিতে এখন প্রশাসনিক স্তরে চলছে জোর প্রস্তুতি। মকর সংক্রান্তি লাগছে ১৪ জানুয়ারি দুপুর ২টো ৫৮ মিনিটে। পূণ্যস্নানের সময় লাগছে সকাল ৬টা ৫৮ মিনিট থেকে ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। সাগরমেলার পুণ্যার্থীদের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে ৫ থেকে ৬ ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে মেলার সময় কাকদ্বীপের লট নং আট ও সাগরের কচুবেড়িয়ায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আটকে পড়ে। এবার সেই সমস্যা দূর করতে মুড়িগঙ্গা নদীতে নিয়মিত চলছে পলি কাটার কাজ। পাশাপাশি এবারের মেলায় ভেসেলের পাশাপাশি ৮টি বড় বার্জ চালানো হবে যাত্রী পরিবহনের জন্য। প্রতিবার আড়াই হাজার মানুষ বহন করা যাবে। 


বাংলাদেশ অস্থিরতার মধ্যেই, দিল্লিতে অনুপ্রবেশকারীদের বৈধ নাগরিক করে দেওয়ার অসাধু চক্র ফাঁস। চক্রের ১১ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। রীতিমতো বিশেষজ্ঞদের দিয়ে ভুয়ো ওয়েবসাইটের মাধ্য়মে এই চক্র নকল আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করত বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির বিভিন্ন সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। চমকে দেওয়ার মতো তথ্য হল, নির্দিষ্টভাবে জঙ্গলের পথ ধরে লোকচক্ষুর আড়ালে এই অনুপ্রবেশ চলত বলে জানা গেছে। এছাড়াও স্টেশনে স্টেশনে রুটিন তল্লাশি এড়াতে একটানে লম্বা দূরত্ব পাড়ি দেয়, এমন এক্সপ্রেস ট্রেন বাছাই করে, তাতে চড়ত অনুপ্রবেশকারীরা। এই ১১ জন ছাড়াও চক্রে আর কেউ আছে কি না, তার খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ।


আরও পড়ুন: Dipanwita Rakshit: 'তুঁতে' আর 'খুকুমণি' ইতিমধ্যেই বাঙালির ঘরের মেয়ে, এবার ওয়েব সিরিজে পা রাখছেন দিপান্বীতা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.