West Bengal Live Updates: উত্তরাখণ্ডের সুড়ঙ্গ থেকে উদ্ধারের ৫দিন পরে বাড়ি ফিরলেন বাংলার শ্রমিকেরা
West Bengal Live News Updates: আজ সারাদিন নির্বাচন থেকে শুরু করে জেলার অন্যান্য খবর জানান জন্য নজর রাখুন এবিপি আনন্দ লাইভ আপডেটস-এ।
দিনের পর দিন সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কাকদ্বীপ মহকুমায় বেআইনিভাবে চলছে সাদা বালির রমরমিয়ে ব্যবসা। বিভিন্ন নদীচর ও সমুদ্র সৈকত থেকে বেআইনিভাবে সাদা বালি তুলে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ। নামখানা ব্লকে মুড়িগঙ্গা নদীর চরে ভুটিভুটিতে করে বালি কাটার সময় হাতে নাতে পাকড়াও। একটি বালিভর্তি ভুটভুটিও বাজেয়াপ্ত করা হয়েছে। নামখানার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক জানিয়েছেন, ওই ভুটভুটি মালিককে মোটা অঙ্কের জরিমানা করা হবে।
আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার প্রস্তুতি সভা থেকে দলের জনপ্রতিনিধিদের একাংশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও এসজেডিএর চেয়ারম্য়ান সৌরভ চক্রবর্তী। প্রস্তুতি সভায় দলের একাংশের অনুপস্থিতি নিয়েও সরব হয়েছেন তিনি। তৃণমূল আর সরকার এক হয়ে গেছে। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে বেআইনিভাবে সরকারি খালের উপর কংক্রিটের নির্মাণের অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা খেয়ে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ দলেরই আরেক পঞ্চায়েত প্রধানের। ঘটনায় সোচ্চার হয়েছেন এলাকাবাসীদের একাংশ। নোটিস ইস্য়ু করা হয়েছে, জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।
DYFI-এর ইনসাফ যাত্রা উপলক্ষ্যে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে হল মানববন্ধন ও পথসভা। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা-নেত্রীরা। কোচবিহার থেকে শুরু হয়েছে সিপিএমের যুব সংগঠন DYFI-এর ইনসাফ যাত্রা। শূন্যপদে নিয়োগ, শিক্ষায় দুর্নীতি বন্ধ এবং রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দাবিতে প্রায় ২ মাস ধরে ২ হাজার কিলোমিটারেরও বেশি হাঁটবেন DYFI-এর নেতা-কর্মীরা। ৭ জানুয়ারি ব্রিগেডে পৌঁছনোর পর হবে সমাবেশ।
বিজেপির বিরুদ্ধে ভরাডুবির পরই কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক কৌস্তভ বাগচী। 'চোরেদের সঙ্গে একমঞ্চে যাওয়ার ফল ভোগ করছে কংগ্রেস। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নিজে শক্তিশালী না হয়ে পরজীবী হয়ে থাকার মানসিকতাই ডোবাচ্ছে কংগ্রেসকে', ৩ রাজ্যে কংগ্রেস হারতেই বিস্ফোরক প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী
ধরাশায়ী কংগ্রেস। পরিস্থিতি পর্যালোচনায় কাল সংসদে খাড়গের বাড়িতে বৈঠক বিরোধী সাংসদদের। বুধবার দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট। পারিবারিক বৈঠক, যাবে, চপ-কাটলেট খাবে, খোঁচা সুকান্তর।
গো বলয়ে জিতছে গরু/ মধ্যপ্রদেশ কিংবা মরু;/ এতে কি আর নতুন কিছু/
দেখতে পেলেন কেউ?
বঙ্গে যারা মাতলো নাচে/ চাষা কেবল আশায় বাঁচে!/ বঙ্গে এসেই আটকে যাবে/
অন্ধকারের ঢেউ
তিন রাজ্যে গেরুয়া ঝড়ের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবাংশু ভট্টাচার্যর।
বিজেপির বিরুদ্ধে ভরাডুবির পরই কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক কৌস্তভ বাগচী। 'চোরেদের সঙ্গে একমঞ্চে যাওয়ার ফল ভোগ করছে কংগ্রেস। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নিজে শক্তিশালী না হয়ে পরজীবী হয়ে থাকার মানসিকতাই ডোবাচ্ছে কংগ্রেসকে', ৩ রাজ্যে কংগ্রেস হারতেই বিস্ফোরক প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।
'২০২৪-এর ১৫ অগাস্ট লালকেল্লায় মোদি আর রেড রোডে দিদি ভাষণ দেবেন। কিন্তু ২০২৫-এ দিদি থাকবেন কিনা জানা নেই। রাজ্যে পরের ভোটে মানুষ মুখিয়ে আছে তৃণমূলকে, মুখ্যমন্ত্রীকে বিশ্রাম দেওয়ার জন্য', রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে বিপুল জয়ের পর দাবি রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর
বাইপাসের ধারে অভিজাত আবাসনে বৃদ্ধের রহস্যমৃত্যু। ১৭ তলায় জুতো, নীচে রক্তাক্ত দেহ। লিফটের পাশের জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী, অনুমান পুলিশের
৩ রাজ্যে জয়ের পর উজ্জীবিত বঙ্গ বিজেপি। সুর চড়ালেন শুভেন্দু। কাল বিধানসভায় ফের সংঘাতের হুঁশিয়ারি।
'৩ রাজ্যে কংগ্রেসের ব্য়র্থতার দায় 'ইন্ডিয়া' জোটের নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে কর্ণপাত করা হয়নি, দায় কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিজ্ঞ মুখ কাজে লাগাতে হবে। ৩ রাজ্যে জোটকে কাজে লাগায়নি কংগ্রেস। নিজেদের রাজ্যেই কংগ্রেস ডুবছে, শীত ঘুম ভেঙে উঠুক। মমতা মডেলকে 'ইন্ডিয়া' জোটের মুখ করলে গ্রহণযোগ্য হবে। জমিদারি প্রথা ছাড়তে হবে কংগ্রেসকে। ইন্ডিয়া জোট জোশ নিয়ে নামছে, উল্টো ফল হবে লোকসভায়। মোদি সরকার হেরে যাবে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে', কংগ্রেসকে কটাক্ষ করে মন্তব্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের
'৩ রাজ্যের মানুষ আজ যে রায় দিয়েছেন, অদূর ভবিষ্যতে এই রাজ্যের ভোটেও তার প্রতিফলন হতে চলেছে। ২০২৪-এর ১৫ অগাস্ট লালকেল্লায় মোদি আর রেড রোডে দিদি ভাষণ দেবেন। কিন্তু ২০২৫-এ দিদি থাকবেন কিনা জানা নেই। রাজ্যে পরের ভোটে মানুষ মুখিয়ে আছে তৃণমূলকে, মুখ্যমন্ত্রীকে বিশ্রাম দেওয়ার জন্য। লোকসভা ভোটে অমিত শাহর বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা ৩৫ আসন এবার পার করবেই বঙ্গ বিজেপি', রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে বিপুল জয়ের পর দাবি রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর
প্রেক্ষাপট
কলকাতা: লোকসভা ভোটের আগে বিজেপির জয়জয়কার। হিন্দি বলয়ের হৃদয়ে মোদি, ধরাশায়ী কংগ্রেস। ৪ রাজ্য়ের মধ্যে ৩ রাজ্যেই সিংহাসনের পথে বিজেপি। সন্ধেয় দিল্লিতে বিজেপির সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। চার রাজ্যের ভোটে তিন রাজ্যেই উড়ল গেরুয়া নিশান। হিন্দি বলয়ের হৃদয়পুরে মোদি। উজ্জীবিত পদ্ম-শিবির। দিকে দিকে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস। ড্রাম বাজিয়ে নাচ, পার্টি অফিসে লাডডু বিলি। সন্ধে সাড়ে ৬ নাগাদ দিল্লিতে বিজেপির সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, বাড়ি ফিরলেন জীবন-মৃত্যুর লড়াইয়ে জয়ী হুগলির পুরশুড়ার সৌভিক পাখিরা, জয়দেব প্রামাণিক। উত্তরাখণ্ডের সুড়ঙ্গ থেকে উদ্ধারের ৫দিন পরে পা দিলেন বাংলায়
গণনার শুরু থেকেই মোদি-ঝড়। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে এগিয়ে বিজেপি। কার্যত গেরুয়া ঝড়ের ইঙ্গিত। ব্যতিক্রম শুধু তেলঙ্গানা। আর দক্ষিণের এই রাজ্যে 'হাতে'র জয়জয়কারে কৃতিত্ব যাচ্ছে রেবন্ত রেড্ডির (Revanth Reddy) উপর। তেলঙ্গানা কংগ্রেসের সুপ্রিমো হিসাবে তিনি যে স্টাইলে কাজ করেছেন, তা নিয়েই এখন শুরু হয়েছে চর্চা। কিন্তু, কী করে কংগ্রেসকে সাফল্যের মুখ দেখালেন তিনি ? এন চন্দ্রবাবু নায়ডু নেতৃত্বাধীন তেলুগু দেশম পার্টির রেবন্ত রেড্ডি দুইবারের বিধায়ক ছিলেন। এই মুহূর্তে মলকাজগিরি লোকসভা কেন্দ্রের প্রতিনিধি। ২০১৭ সালে তিনি কংগ্রেসে যোগ দেন। ২০২১ সালে তেলঙ্গানা কংগ্রেসের প্রধান নির্বাচিত হন তিনি। তাঁকে বরাবর ময়দানে নেমে রাজনীতি করতে দেখা গেছে। একাধিক ইস্যুতে বিআরএস সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদও জানিয়েছেন। রেড্ডির পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতৃত্বও। যদিও দলের মধ্যেই তাঁর মধ্যে বিরোধিতা দানা বেঁধেছে। তা সত্ত্বেও তাঁকে বড় মঞ্চের নেতা হিসাবে তুলা ধরা হয়েছে। বড় বড় সভা সমাবেশ করেছেন তেলঙ্গানাজুড়ে এবং বরাবর তাঁকে দলের জাতীয় নেতৃত্বের পাশে দেখা গিয়েছে।
সুলতানের রাজ্য কর্ণাটকের পর এবার নিজামের রাজ্য তেলঙ্গানাও দখলের পথে কংগ্রেস? লোকসভার সেমিফাইনালের লড়াইয়ে ১১৯ আসন বিশিষ্ট তেলঙ্গানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৬০। টানা দু'বার ক্ষমতায় থাকা বিআরএস-কে পিছনে ফেলে এগিয়ে কংগ্রেস। জয়ী বিধায়কদের সুরক্ষিত রাখতে বাড়তি তৎপরতা কংগ্রেস শিবিরে। গতকাল বিকেল ৫টায় তেলঙ্গানা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন রাহুল গাঁধী। কংগ্রেসের কর্ণাটক জয়ের কাণ্ডারী ডি কে শিবকুমারকেই তেলঙ্গানার জন্য পয়েন্টম্যান এর দায়িত্ব দেওয়া হয়। কর্ণাটক কংগ্রেসের ৪৯ জন বিধায়ককে তেলঙ্গানায় পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়। কেরালায় কংগ্রেসের স্ট্রংম্যান হিসেবে পরিচিত রমেশ চেন্নিথালা, এরাজ্যের দীপা দাশমুন্সি, কর্ণাটকের মন্ত্রী কে জে জর্জ সহ কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়করা আগেভাগেই হায়দরাবাদ পৌঁছে যান। সূত্রের খবর, AICC-র তরফে সুশীল কুমার শিণ্ডে, পি চিদম্বরম, রণদীপ সূরযেওয়ালাদেরও হায়দরাবাদ যাওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়। হায়দরাবাদের তাজকৃষ্ণ হোটেলের বাইরে দেখা যায় লাক্সারি বাসের সারি।
আজ সারাদিন নির্বাচন থেকে শুরু করে জেলার অন্যান্য খবর জানান জন্য নজর রাখুন এবিপি আনন্দ লাইভ আপডেটস-এ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -