ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে (Diamond harbour) লক্ষ্মী প্রতিমা ভাঙা। আর এই ঘটনার প্রতিবাদীদের মারধর করার অভিযোগ সম্পর্কে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার পাল্টা জবাব দিল ডায়মন্ড হারবার পুলিশ।


বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে দাবি করেছিলেন, বজবজের বাওয়ালিতে লক্ষ্মী প্রতিমা ও মণ্ডপ ভাঙচুর করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন পুজো উদ্যোক্তারা। কিন্তু প্রতিবাদীদেরই মারধর করেছেন ডায়মন্ডহারবারের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন দে। অবিলম্বে তাঁকে সাসপেন্ড করা উচিত। 


এপ্রসঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি-র বক্তব্য, এই ঘটনার সঙ্গে কোনও সাম্প্রদায়িকতার যোগ নেই। উত্তেজনা প্রশমনে ডায়মন্ডহারবারের বাওয়ালিতে লক্ষ্মী প্রতিমা ও মণ্ডপ ভাঙচুরের প্রতিবাদ করায় যুবককে চড় মারার অভিযোগ ওঠে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। যা অবশ্য অস্বীকার করেছে তারা। তাদের দাবি, ঘটনাস্থলে এক ব্যক্তি উচ্ছঙ্খৃল আচরণ করছিল। তাকে নিয়ন্ত্রণ করা হয়েছে মাত্র। এর জন্য লাঠি চার্জ 


বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিঠুন দে নামে ওই পুলিশ আধিকারিককে ভাইপো পুলিশ অফিসার বলে উল্লেখ করে শুভেন্দুবাবুর দাবি, তাঁকে ডায়মন্ড হারবারকে মিনি পাকিস্তান করার দায়িত্ব দেওয়া হয়েছে।


শুভেন্দুবাবু লিখেছিলেন, ‘ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে-র সঙ্গে পরিচয় করুন। তিনি একজন খ্যাতনামা ভাইপো পুলিশ অফিসার। ডায়মন্ডহারবারকে মিনি পাকিস্তানে পরিণত করার একমাত্র লক্ষ্য নিয়ে গত ৮ বছর ধরে টানা ডায়মন্ড হারবারেই রয়েছেন। তাঁর বদলি হয় না।’


তিনি আরও লিখেছেন, ‘গতকাল যখন বজবজের বাওয়ালি রথতলা পুজা কমিটির সদস্যরা জেহাদিদের দ্বারা লক্ষ্মী প্রতিমা ভাঙচুর ও মণ্ডপ অপবিত্র করার প্রতিবাদ করছিলেন। তখন মানুষের নামে কলঙ্ক মিঠুন দে নিরীহ প্রতিবাদী ও উদ্যোক্তাদের মারধর করতে শুরু করেন।’


এরপরই ওই পুলিশ আধিকারিককে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুবাবু লেখেন, ‘মিঠুন দে, আপনি রাস্তায় নেমে মারামারি করতে চাইলে উর্দি আর ব্যাজটা খুলে ফেলছেন না কেন? আর আপনার চারিদিকে পুলিশের নিরাপত্তাটা সরিয়ে নিন। মনে রাখবেন সময় বদলায়। আজকে আপনি যে মূর্তি দেখিয়েছেন আপনাকেও সেই মূর্তি দেখতে হতে পারে। এই জঘন্য ব্যক্তি যাতে পর্যাপ্ত শাস্তি পান তা আমি বিরোধী দলনেতা হিসাবে নিশ্চিত করব। সেজন্য যা করতে হয় আমি করব। এই ব্যক্তি পুলিশ আধিকারিক হওয়ার যোগ্য নন। একে অবিলম্বে বরখাস্ত করা উচিত।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Bankur News: ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে ধৃত মদ্যপ যুবক, তল্লাশি চলছে বাকিদের খোঁজে