করুণাময় সিংহ, মালদা :  পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Electiopn 2023) আগে মালদায় ফের গ্রেফতার অস্ত্র কারবারি। উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার অমৃতি এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ (West Bengal Police STF)। ওই এলাকা থেকে লাকি আলি নামে এক যুবককে গ্রেফতার করে এস টি এফ। ধৃত যুবকের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃত যুবকের বাড়ি মালদার মানিকচক থানা এলাকায় (Malda Manikchak Police Station)।


কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র গুলি কেনা হয়েছিল এবং কোথায় বিক্রি করা হতো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে এসটিএফ এবং মালদা জেলা পুলিশ।   এই প্রশ্ন ওঠার পাশাপাশি, বরাবরই রাজ্যের বিরোধী দলগুলি বলে এসেছে, বারুদের স্তূপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এদিকে গতবছর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিরোধীদের পাল্টা আক্রমণ করেছিলেন ফিরহাদ হাকিম। হরিদেবপুরকাণ্ডে ফিরহাদ বলেছিলেন,'অস্ত্র আসছে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকে।' এস টি এফ সূত্রে খবর আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার লক্ষ্যে ইংরেজবাজারের অমৃতি এলাকায় এসেছিল লাকি। তবে হাত বদলের আগেই তাকে গ্রেফতার করে এসটিএফ। 


প্রসঙ্গত, নব্বইয়ের দশকের বলিউড ছবিগুলিতেও একাধিকবার বোমা উদ্ধারের দৃশ্য দেখানো হয়েছে। বহু ছবিতে দুষ্কৃতীদের টিফিনবক্সের কেরামতি  দেখানো হয়েছে। তারপর ঘনঘন নিঃশ্বাসের আওয়াজের সঙ্গে বোমস্কোয়াডের উদ্ধার প্রক্রিয়াও, তাবড়িয়ে বিকিয়েছে শহরতলির সিনেমাহলগুলিতে। কিন্তু সেতো সেলুলয়েড কথা। এবার ফ্রেম ছেড়ে বাস্তবে বারংবার বোমা উদ্ধারের ঘটনা, কখনওবা বিস্ফোরণের ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই ড্রাম বা প্লাস্টিকের বালতিতে এই বোমা খুঁজে পাওয়া যাচ্ছে। 


পঞ্চায়েত ভোটের আগে প্রায় সপ্তাহেই বোমা উদ্ধার হচ্ছে। সেদিক থেকে রাজ্যের একাধিক জেলার তালিকার মধ্য়ে বোমার উদ্ধারের তালিকায় মালদার থেকে এগিয়ে বীরভূম। সম্প্রতি বোমা উদ্ধার হয়েছে বীরভূমে। তারাপীঠ থানার খামেডডা গ্রামে থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ।জানা গিয়েছে,  রাতেখামেডডা কোয়েল পুকুরের  ধার থেকে এই বোমাগুলি উদ্ধার করা হয়েছে। প্লাস্টিকের চারটি বালতিতে এই বোমা গুলি রাখা ছিল বলে জানা গিয়েছে। 


আরও পড়ুন, বিধানসভা পরবর্তী হিংসায় ছেড়েছিলেন ঘর, পঞ্চায়েতের আগে ২ বছর বাদে চোখের জল ভেসে বাড়ি ফিরলেন শীতলকুচির বিজেপি নেতা


সম্প্রতি পাড়ুই থানার ভেড়ামারি গ্রাম থেকে তিনটি প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা (Bomb Rescue) উদ্ধার করে পাড়ুই থানার পুলিশ (Police)।  কিছুদিন আগেই শুধুই বোমা উদ্ধার নয়, বোমা বিস্ফোরণও হয়েছিল বীরভূমের ওই এলাকায়। পাড়ুইয়ের এই ভেড়ামারি গ্রামেই তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য শেখ হাফিজুলের বাড়ির গোয়াল ঘরে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় গোয়ালঘর। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, তাঁর বিকট শব্দ ১২ থেকে ১৪ কিলোমিটার দূরে বোলপুরেও শোনা গিয়েছিল বলে জানানো হয়েছিল পুলিশের তরফে।