ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বৃষ্টি দেখা নেই, এদিকে গরম পড়েছে রেকর্ডহারে। আর্দ্রতার অস্বস্তি নিয়ে হোক কিংবা লু- পুড়ছে সকলেই। আর এরই মধ্যে বাজারেও যেন আগুন। সবজি থেকে মাছ-মাংস, অগ্নিমূল্য সবকিছুই। উৎসবহীন দিনেও এমন চড়া দামে বিকোচ্ছে সব, কিনতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে আমজনতাকে। 


কিন্তু হঠাৎ করে কেন এমন মূল্যবৃদ্ধি? 


পটল, বেগুন থেকে সজনের ডাটা, দাম শুনেই কিনতে গিয়ে পিছিয়ে যেতে হচ্ছে অনেককেই। এত দাম কেন? জানা যাচ্ছে,  প্রচন্ড গরমের জেরে সবজির জোগানে ঘাটতি হচ্ছে। যার জেরে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে মরসুমি সবজির দাম। বেশিরভাগ সবজির দাম সেঞ্চুরি পার করেছে। সামান্য সবজি কিনতে গিয়েও ঘাম ছুটে যাচ্ছে মধ্যবিত্ত বাঙালির। 


বাজারে এখন ১২০ টাকা কিলো দরে বিকোচ্ছে লঙ্কা, টম্যাটো। শশা, উচ্ছের দাম পৌঁছেছে ১০০ টাকায়। কিলো প্রতি বেগুনের দাম দেড়শো টাকা। সজনে ডাঁটার দাম তিনশো টাকা। শুধু সবজি নয় মাছের দামের অবস্থাও তথৈবচ। ৪০০ থেকে ৪৫০ টাকা দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ।এক কেজির বেশি ইলিশ মাছের দাম দেড় হাজার টাকা। দাম বেশি থাকায় চাহিদাও কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা।


কীসের কীসের কত দাম? 


লঙ্কা প্রতি কিলো ১২০, টমেটো ১২০, শশা ১০০ টাকা, উচ্ছে ১০০ টাকা, বেগুন ১৫০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা, সজনে ডাঁটা ৩০০ টাকা, ঝিঙে ৭০ টাকা, পটল ৫০ টাকা, পাতিলেবু ২০ টাকা, আদা ২৫০ টাকা, রসুন ৩০০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, চন্দ্রমুখী আলু ৪০ টাকা প্রতি কেজি। 


অগ্নিমূল্য মাছের দাম?        


কাতলা মাছ প্রতি কিলো ৪০০ থেকে ৪৫০ টাকা, পারশের দাম প্রতি কিলো ৪৫০ টাকা, পাবদা প্রতি কিলো ৫০০ টাকা, পমফ্রেট ৮০০ টাকা প্রতি কিলো, ইলিশ (৬০০-৭০০ গ্রাম) ১০০০ টাকা, ইলিশ (১ কেজির বেশি) ১৫০০ টাকা।


অন্যদিকে, ডিম ১৩ থেকে ১৪ টাকা জোড়া, চিকেন প্রতি কিলো ২৫০ টাকা,  পাঁঠার মাংস ৮৬০ টাকা প্রতি কিলো।        


আরও পড়ুন, রামভূমিতে ভেঙে পড়ল অযোধ্যা স্টেশনের দেওয়াল? ভিডিও ঘিরে তুমুল হইচই


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে