কলকাতা: আর জি করের ঘটনায় নাট্যকার এবং শিল্পীদের পুরস্কার প্রত্য়াখ্যান নিয়ে এবার কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জাতীয় স্তরে এমন কোনও ঘটনা ঘটলে, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার ফেরাবেন কি না, প্রশ্ন তুললেন তিনি। শুধু তাই নয়, নাটকের জগৎ থেকে পুরস্কার ফেরানো এক ব্যক্তি বামফ্রন্টের প্রার্থী ছিলেন বলেও মন্তব্য করেছেন। (Bratya Basu)
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় নিন্দার ঝড় বইছে। সেই আবহেই বাংলার নাট্যজগতের শিল্পীদের অনেকেই রাজ্য সরকারের কাছ থেকে প্রাপ্ত পুরস্কার ফেরাতে শুরু করেছেন। সেই নিয়েই নাট্যকার-শিল্পীদের কটাক্ষ করেছেন ব্রাত্য। পুরস্কার ফেরানো নিয়ে তাঁর মন্তব্য, "কেন্দ্রীয় স্তরে যদি এমন কোনও ঘটনা ঘটে, তাঁদের কাছে কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকলে, ফেরত দেবেন তো?" (RG Kar Case)
সংবাদমাধ্যমে ব্রাত্য বলেন, "প্রত্যাখ্যান তো করতেই পারেন! থিয়েটারের যিনি করেছেন, স্বাগত জানাি তাঁর সিদ্ধান্তকে। আমাদের নাট্য অ্যাকাডেমির পক্ষ থেকে এটুকু বলতে পারি যে, তিনি বামফ্রন্টের হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তাঁর ক্ষেত্রে বাছবিচার করেনি। রাজনৈতিক পরিচয়ের নিরিখে তাঁর শৈল্পিক কৃতিত্ব বিচার করেনি। তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে তাঁর। আমরা বলতে পারি যে, আমরা তাঁর ক্ষেত্রে রাজনৈতিক বিচার করিনি।"
ব্রাত্য আরও বলেন, "সবারই অধিকার আছে। তাঁদের উদ্দেশে কোনও তির্যক, নিন্দাসূচক মন্তব্য করব না। শুধু বলব, তাঁরা তাঁদের কাজ করেছেন। আশা রাখব, কেন্দ্রীয় স্তরে যদি এমন ন্যক্কারজনক ঘটনা এবং তাঁদের কাছে যদি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার থাকেন, সেগুলিও ফেরত দেবেন তাঁরা।"
রাজ্যে নাটকের সর্বোচ্চ সম্মান 'দীনবন্ধু মিত্র পুরস্কার' ফেরত দেওয়ার কথা সম্প্রতি ঘোষণা করেন নাট্যকার চন্দন সেন। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্য টেনে জানান, প্রতিবাদীদের সরকারি পুরস্কার ফেরত দেওয়া উচিত বলেছেন তৃণমূলের বিধায়ক। কাঞ্চন যেহেতু শাসদকদলের বিধায়ক, তাই সেটা সরকারের অবস্থান বলেই মনে করছেন তিনি। কাঞ্চন নিজে থিয়েটার থেকে উঠে এসেছেন, তাই তাঁর এই মন্তব্য অপমানজনক মনে হয়েছে। তাই পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নেন বলে জানান চন্দন।
তবে শুধু চন্দনই নন, নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায় পুরস্কার ফেরান। নাট্য অ্যাকাডেমির দেওয়া সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার ফেরান সঞ্জিতা মুখোপাধ্যায়ও। আলিপুর দুয়ারের সাহিত্যিক, শিক্ষাবিদ পরিমল দে-ও পুরস্কার ফেরান। বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের থেকে যে বিশেষ পুরস্কার পেয়েছিলেন, তা ফিরিয়ে দেন সুদীপ্তা চক্রবর্তীও। সেই নিয়েই এবার মুখ খুললেন ব্রাত্য।