ঝিলম করঞ্জাই, কলকাতা : SSKM হাসপাতালের ICCU-তে স্থানান্তরিত করা হল রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে ( Jyotipriyo Mallik ) ।
হাসপাতাল সূত্রে খবর, রাতে দাঁড়াতে গিয়ে পড়ে যান মন্ত্রী। এরপরই ৫ নম্বর কেবিন থেকে তাঁকে ICCU-র ১২ নম্বর কেবিনে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, এ ধরনের অসুস্থতাকে চিকিৎসকদের পরিভাষায় বলে নিউরো কার্ডিওজেনিক সিনকোপ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই জ্যোতিপ্রিয়কে ICCU-তে রাখা হয়েছে বলে SSKM কর্তৃপক্ষের দাবি।
জেল হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক বেশ কিছুদিন ধরেই SSKM হাসপাতালে ভর্তি। সূত্রের খবর ছিল, নানা ধরনের সমস্যায় ভুগছিলেন মন্ত্রী। তাই তাঁর চিকিৎসার জন্য় তৈরি করা হয় মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড। স্নায়ু রোগের চিকিৎসকরা জ্যোতিপ্রিয়কে পরীক্ষা করেন।
কালীপুজোর দিন ED হেফাজতের মেয়াদ শেষে, তাঁকে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যায় ইডি। জ্যোতিপ্রিয়র কণ্ঠে আর্তি শোনা যায় ' আমি মারা যাব। আর বাঁচব না '। তিনি আরও বলেন, ' শরীর অত্যন্ত খারাপ। মৃত্যু শয্যা প্রায়। লেফট সাইডটা প্রায় প্যারালিসিস হয়ে গেছে।' সেদিন হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করতে যাওয়ার সময় একজনের কাঁধে ভর দিয়ে হাঁটলেও, আদালতে যাওয়ার সময় যদিও নিজেই হেঁটে ঢোকেন জ্যোতিপ্রিয় ।
সেদিন আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী বলেন, ৭ দিন আগে, এই আদালতে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে পেশ করা হয়েছিল, তিনি সুস্থ ছিলেন। টিভিতে আমরা দেখেছি, তিনি অসুস্থ। ED হেফাজতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়েছে।
এরপর চলতি মাসের ১৪ তারিখ জেলের চিকিৎসক সুস্থ বলে জানালেও, তাঁকে SSKM হাসপাতালে পাঠানোর আবদার জানিয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেল সূত্রে খবর, জেল কর্তৃপক্ষকে জ্যোতিপ্রিয় বলেন, আমি রাজ্যের মন্ত্রী, জেল রাজ্য সরকারের আওতায়, এই লক আপে থাকব না। জেলবন্দি মন্ত্রীর দাবি, তাঁর শরীরের বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে। তাঁকে SSKM-এ নিয়ে যাওয়া হোক। জেল সূত্রে খবর, এর আগে জেল হাসপাতালের চিকিৎসকরা জানান, মন্ত্রী সুস্থই আছেন। এরপর চলতি মাসেই জেলে অসুস্থ বোধ করার পর তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।