নয়াদিল্লি: বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। কিন্তু পর্যাপ্ত সুযোগ পাননি। মাত্র ২টো ম্য়াচ খেলে ৪৭ রান করেছিলেন। তার মধ্যে একটি ইনিংসে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুটো ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছেন। তবে বিশ্বকাপে স্কোয়াডে থেকেও পর্যাপ্ত সুযোগ না পাওয়ার আক্ষেপ রয়েই গিয়েছে ঈশান কিষাণের। যেই আক্ষেপ রয়েই গিয়েছে বাঁহাতি তরুণ উইকেট কিপার ব্য়াটারের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে নামার আগে ঈশান বলেন, ''হয়ত এটাই খিদে। ম্যাচ খেলার খিদে। গোটা বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতীয় দল। আমি সেই দলের সদস্য ছিলাম। সুযোগ না পেয়ে খুব খারাপ লাগছিল। কিন্তু কিছু করার ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি খেলতে না পারলেও মানসিক ভাবে সব সময় তরতাজা থাকতে হবে। সুযোগ পেলেই সেটা কাজে লাগাতে হবে। পুরোপুরি সেটাকে ব্যবহার করতে হবে।''
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন ঈশান। দ্বিতীয় ম্যাচেও তাঁর ব্যাট থেকে এসেছে ৫৩ রানের ইনিংস। আপাতত ওয়ান ডে বিশ্বকাপ অতীত। সামনে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপই তাই পাখির চোখ রাঁচির তরুণের। যার প্রস্তুতি হিসেবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি-টােয়েন্টি সিরিজটিকে দেখছেন ঈশান। বাঁহাতি উইকেট কিপার ব্যাটার বলেন, ''দ্বিতীয় ম্যাচটা খেলে দারুণ লেগেছে। অনেকেই ভেবেছিল বল ঘুরবে। কিন্তু শিশির পড়ায় সেটা হয়নি। আমাদের দলটা তরুণ। আমরা সবাই চেষ্টা করি যত দ্রুত সম্ভব পিচ বুঝে নেওয়ার এবং তার সঙ্গে মানিয়ে নেওয়ার।''
দুইয়ে দুই। এবার নজরে বদলার বৃত্তপূরণ। আরও স্পষ্ট করে বললে তিনে তিন করা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের তৃতীয় খেলায় নামছে ভারতীয় দল। মঙ্গলবার যে ম্যাচে জিতলেই সিরিজ ভারতের পকেটে (India vs Australia T20 Series)। আর বিশ্বকাপের ঠিক পরেই যে সিরিজজয়ই হতে পারে দগদগে ক্ষতে প্রলেপের একমাত্র মলম।
বিশ্বকাপ (World Cup 2023) ক্রিকেটে আগাগোড়া দুরন্ত ক্রিকেট খেলার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতীয় দলকে। ক্রিকেট বিশ্বযুদ্ধে হারের যে শোক এখনও পুরোটা কাটিয়ে উঠতে পারেনি আসমুদ্রহিমাচল। তাই ভারতবাসীকে সেই হারের ক্ষত ভুলিয়ে দিতে পারে এই টি২০ সিরিজ জয়। অন্তত, অজিদের বিশের ফর্মাটের লড়াইয়ে হারাতে পারলে নিদেন দুধের স্বাদ মিটবে ঘোলে।