পার্থপ্রতিম ঘোষ, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও রাজীব চৌধুরী, ডোমকল : মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে চলত অস্ত্রের কারবার। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে রাজ্যে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর দাবি করল রাজ্য পুলিশের STF (West Bengal Police Special Task Force)। অস্ত্র উদ্ধারে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দিয়েছে আদালত।
ডোমকলে শোরগোল
মিষ্টির দোকানের আড়ালে অস্ত্রের কারবার! এমনই চাঞ্চল্যকর অভিযোগে মুর্শিদাবাদের ডোমকলে শোরগোল পড়ে গেছে। দক্ষিণ ২৪ পরগনার পর হুগলি, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের অস্ত্র উদ্ধার। শনিবার, গোপনসূত্রে খবর পেয়ে, হুগলির ডানকুনি হাউসিং মোড়ে অভিযান চালায় বেঙ্গল এসটিএফ।
সূত্রের খবর, রাতে এক ব্যক্তিকে ব্যাগে করে কিছু নিয়ে যেতে দেখে সন্দেহ হয়। ব্যাগ খুলতেই গোয়েন্দাদের চক্ষু চড়কগাছ! মুর্শিদাবাদের বাসিন্দা মাশাদুল মণ্ডল নামে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৬ টি আগ্নেয়াস্ত্র। গোয়েন্দারা জানতে পারেন, পাটনা থেকে এই অস্ত্র এনে ডোমকলের মিষ্টি ব্যবসায়ী মিনারুল শেখকে দেওয়ার কথা ছিল মাশাদুলের। ভোররাতে, ডোমকল থেকে গ্রেফতার করা হয় মিনারুলকে।
মিষ্টির দোকানের আড়ালে...
বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ডোমকলের মিষ্টি ব্যবসায়ী মিনারুল শেখই অস্ত্র আনার বরাত দিয়েছিলেম মাশাদুল মণ্ডলকে। মিনারুলের মিষ্টির দোকানের আড়ালে চলত অস্ত্রের কারবার। মিষ্টির ব্যবসার নেপথ্যে কি শুধুই মিনারুল ও মাশাদুল? না কি আরও কেউ জড়িত আছেন, খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
এদিকে, কাঁকিনাড়ায় বিস্ফোরণ থেকে নরেন্দ্রপুরে নাবালকদের লক্ষ্য করে বোমা, নৈহাটির শিবদাসপুরে গুলি-বোমাবাজি, মৃত্যু। পঞ্চায়েত ভোটের আগে যেমন বোমা-বন্দুকের দাপাদাপি বাড়ছে, তেমনই দফায় দফায় উদ্ধার হচ্ছে অস্ত্র। শুক্রবার সন্ধেয় দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে উদ্ধার হয় ৪টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি।
টানা অস্ত্র উদ্ধারের ঘটনায় শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'এটা তো গোটা রাজ্য বারুদের স্তুপে, সেটা প্রমাণিত'। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, 'সারা বাংলা অস্ত্রে ছেয়ে গেছে। তৃণমূল আমলে রুটি-রুজির অভাব থাকতে পারে। অস্ত্রের অভাব নেই।' পাল্টা তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'পাচারের ছক বানচাল হয়েছে, এটাই তো পুলিশের কৃতিত্ব'।
আরও পড়ুন- তিন দিন পার, ড্রোন উড়িয়ে শুরু নানুরের নিখোঁজ তৃণমূল নেতার খোঁজ