রাজীব চৌধুরী, করুণাময় সিংহ ও ভাস্কর মুখোপাধ্যায়, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূম : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে তিন জেলায় বোমা উদ্ধার হল। মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলায় উপ স্বাস্থ্য কেন্দ্রের কাছেই বোমা উদ্ধারে আতঙ্ক ছড়ায়। মালদার (Malda) বৈষ্ণবনগরে ভুট্টা খেতে এবং বীরভূমের (Birbhum) নানুরে রাস্তার ধারে মেলে প্লাস্টিকের জারভর্তি বোমা। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


বারুদের স্তূপে বাংলা !


কয়েকঘণ্টার ব্যবধানে রাজ্যের তিন-তিনটি জেলায় বোমা উদ্ধার হল। মঙ্গলবার সকাল ৬টা। মুর্শিদাবাদের লালগোলার মানিকচক উপ স্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমতে শুরু করেছিল রোগীদের। আর এর মধ্যেই খবর মেলে, স্বাস্থ্য কেন্দ্র থেকে মেরেকেটে ১০০ মিটার দূরে পড়ে আছে তাজা বোমা। মাঠের মধ্যে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ছিল দুটি সকেট বোমা। স্থানীয়রাই দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লালগোলা থানার পুলিশ। বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমা দুটিকে নিষ্ক্রিয় করে।


মঙ্গলবার বীরভূমের নানুরের দান্যপাড়া গ্রামেও বোমা উদ্ধার হয়েছে। সকালে জনবহুল এলাকায় রাস্তার ধারে কালভার্টের নীচে ৩টি প্লাস্টিকের জারে প্রচুর বোমা দেখতে পান স্থানীয়রা। বাড়ির সামনে এভাবে বোমা মেলায় আতঙ্ক ছড়ায়। এর আগে সোমবার রাতে মালদার বৈষ্ণবনগরের দৌলতহাট গ্রামে ভুট্টা খেতের মধ্যে থেকে ২৭টি তাজা বোমা উদ্ধার হয়। টিন দিয়ে ঘেরা জায়গায় বোমা মজুত করা হয়েছিল। সকালে বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমা নিষ্ক্রিয় করে। 


রাজনৈতিক তরজা


এভাবে বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। বিরোধীরা কাঠগড়ায় তুলেছে তৃণমূলকে। মুর্শিদাবাদের কংগ্রেসের জেলা সম্পাদক জয়ন্ত দাস বলেছেন, 'রকম গোডাউন তৃণমূলের দুষ্কৃতীদের বাড়িতে। পুলিশ অভিযান চালিয়ে একটা-দুটো বোমা উদ্ধারে কী হবে। এদিকে, বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি  শাখারভ সরকার বলেছেন, 'দিদি রূপশ্রী কন্যাশ্রীর মতো বোমাশ্রী চালু করেছেন। পঞ্চায়েত নির্বাচনের মেটিরিয়ালস মাত্র।' পাল্টা রাজ্যের শাসকদলের নেতাদের বক্তব্য, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর। সেই জন্যই রাজ্যের বিভিন্ন জেলাতে ক্রমাগত চলছে অভিযান। কোথাও বোমা, অস্ত্র দুষ্কৃতীরা লুকিয়ে রাখলে তা উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি তাদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে ভিন রাজ্য থেকে অস্ত্র, বোমা নিয়ে ঢোকা হচ্ছে বাংলায়। 


আরও পড়ুন- বিক্ষোভ, ধরপাকড়, ফের চাকরিপ্রার্থীদের লংমার্চ ঘিরে উত্তেজনা, হাওড়ায় আটক কয়েকজন