সুনীত হালদার, হাওড়া : ২০১৭-র গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের লংমার্চ (Job Aspirants Long March) কর্মসূচি ঘিরে আজও উত্তেজনা। এবার হাওড়ার (Howrah) বাগনানে চাকরিপ্রার্থীদের মিছিল আটকাল পুলিশ (Police)। আটক (Detained) করা হল দুজনকে। যদিও আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা তাতেও পিছু হটতে নারাজ।
বচসা, বিক্ষোভ
আন্দোলনকারীদের ধাক্কা পুলিশের। বচসা, বিক্ষোভ, ধরপাকড়। গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের লংমার্চ কর্মসূচি ঘিরে ফের উত্তেজনা ছড়াল। সোমবার তমলুক, মঙ্গলবার বাগনান।
ফের পুলিশি বাধার মুখে পড়ল চাকরিপ্রার্থীদের মিছিল। আন্দোলনকারী গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বক্তব্য, পুলিশের যে অত্যাচার। আজও বাধার সামনে পড়ছি। হাইকোর্টের অর্ডার নিয়ে ঘুরছি। তা সত্ত্বেও পুলিশ কেন বাধা দিচ্ছে বুঝতে পারছি না। সোমবার, মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর সফর শুরুর দিনই, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে তেতে উঠেছিল তমলুকের হোগলা। মঙ্গলবারও একই দৃশ্য দেখা গেল হাওড়ার বাগনানে।
জারি আন্দোলন
স্কুলে স্বচ্ছ নিয়োগের দাবিতে ২০০ দিনের বেশি ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছেন SSC-র গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। এদিন হাওড়ার বাগনানে পথে নামেন ২০১৭ সালের গ্রুপ ডি-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। প্রথমে খাদিনান ব্রিজের কাছে তাঁদের মিছিল আটকায় পুলিশ। প্রতিবাদে বাগনান-আমতা রোডে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। এরপর বাঙালপুর মো়ড়ের কাছে ফের মিছিল আটকায় পুলিশ। ২ জন আন্দোলনকারীকে আটক করে বাগনান থানায় নিয়ে যাওয়া হয়। তাতে আরও তেতে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় একজন চাকরিপ্রার্থী অসুস্থও হয়ে পড়েন। পুলিশ টেনে হিঁচড়ে তাঁদের গাড়িতে তোলে।
লংমার্চের ডাক
৩ দিনের লংমার্চ কর্মসূচি শেষে ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে জমায়েতের ডাক দিয়েছে ২০১৭ গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চ। যেখানে প্রথম দু'দিনই পুলিশের বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝেই তাঁদের তরফে স্লোগান ওঠে, নিয়োগ নিয়োগ নিয়োগ চাই। মুখ্যমন্ত্রীর দফতর, আমরা বঞ্চিত কেন জবাব জবাব জবাব চাই। সঙ্গে পুলিশ কয়েকজনকে আটক করার সময় কার্যত ক্ষোভ উগড়ে দিয়ে তাঁদের বার্তা, মাতঙ্গিনী হাজরা যেমন বলেছিলেন, আমি আর এখান থেকে পিছবনি, আমরাও ঠিক তাই বলছি, আমরা আর এখান থেকে পিছবনি। আমরা সামনে এগোব। তাতে পুলিশের যদি মনে হয়, গুলি করে মেরে দেবে, মেরে দিক।
আরও পড়ুন- নাথুলা বর্ডারের কাছে ভয়ঙ্কর তুষারধস, ছাঙ্গু লেকে মর্মান্তিক মৃত্যু একাধিকের