গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  দক্ষিণ ২৪ পরগনার সাগরের ঘোড়ামারা দ্বীপের পাশে দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশী বার্জ সি ওয়ার্ল্ড ক্রমশ মুড়িগঙ্গা নদীতে ডুবতে শুরু করেছে। 

ফলে বার্জে থাকা ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। চড়াতে ধাক্কা মারার পর পাটাতনের পাশাপাশি বার্জের মাঝের অংশ থেকে দু'ভাগ হয়ে গেছে। ফলে জোয়ারের সময় বার্জটি পুরোপুরি ডুবে যেতে পারে। 

এই এলাকায় প্রচুর প্রান্তিক মৎস্যজীবী জাল দিয়ে মাছ ধরেন। বার্জটি পুরোপুরি ডুবে গেলে সমস্যায় পড়বেন মৎস্যজীবীরা। ফ্লাই অ্যাশ মিশে গেলে দূষণ ছড়াবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কলকাতা বন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে পুরো বিষয়টি। 

আরও পড়ুন, ভারতকে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব ট্রাম্পের! চিন-বাংলাদেশকে পরোক্ষ বার্তা?

বার্জের ভারতীয় এজেন্টকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাগর থানার পুলিশ ডুবন্ত বার্জের পাশে পাহারায় আছে। অন্যদিকে বার্জে থাকা ১২ জন নাবিককে সাগরে একটি ঘূর্ণিঝড় কেন্দ্রে রাখা হয়েছে। নাবিকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

MV বাংলার শান্তি নামে বাংলাদেশের পণ্যবাহী বার্জটি ফ্লাই অ্যাশ নিয়ে হলদিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। হুগলি নদীতে ঘোড়ামারা দ্বীপের কাছে সেটি চড়ায় ধাক্কা মেরে ডুবতে শুরু করে। মাঝি মাল্লারা আতঙ্কে চিত্‍কার করতে থাকেন সেই সময়। আশপাশের নৌকার মত্‍স্যজীবীরা বিপদ বুঝে খবর দেন সাগর থানায়। এরপর সাগর থানার পুলিশ ২টি ট্রলার নিয়ে গিয়ে বার্জের ১৩ জন নাবিককেই উদ্ধার করেন।

পুলিশের অনুমান, রাতে দিক ঠিক করতে না পেরে সম্ভবত বার্জটি চরায় ধাক্কা মেরে ডুবে যায়।   

বছর ৪ আগেও এমন ঘটনা ঘটেছিল। সেই সময়  হুগলি নদীতে ডুবে গেল ফ্লাই অ্যাশ বোঝাই বাংলাদেশি বার্জ। দক্ষিণ ২৪ পরগনার কুলপির কাছে অল্পের জন্য রক্ষা পেয়েছিল নাবিক সহ ৮ সদস্যের। বজবজ থেকে ফ্লাই অ্যাশ নিয়ে ৫টি বার্জ বাংলাদেশের দিকে রওনা দেয়। মাঝ নদীতে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির জেরে ঘোড়ামারা দ্বীপের কাছে ৫টি বার্জই নোঙর করে। কিন্তু প্রবল ঢেউয়ে একটি বার্জ ফুটো হয়ে জল ঢুকতে শুরু করায় ওই অবস্থাতেই নাবিক সহ ৮ জন বার্জ নিয়ে কুলপির দিকে চলে আসার চেষ্টা করেন। প্রবল ঢেউয়ে বিপর্যস্ত হয়ে ৭ জন পাশের একটি বার্জে আশ্রয় নেন। বাকি একজনকে একটি ট্রলার উদ্ধার করা যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে