West Bengal News Live : 'আপনারা এই মাটিকে সমৃদ্ধ করেছেন' সন্দেশখালিতে বলেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে পাকড়াও ১৫ জন বাংলাদেশিরও বঙ্গ-যোগ, আধারে ঠিকানা বাংলা।পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের সরাসরি ভূমিকা নেই, দাবি ডিজির।জাল নোট পাচারেও বাংলাদেশ-যোগ! দিল্লি থেকে গ্রেফতার মালদার বাসিন্দা।

ABP Ananda Last Updated: 30 Dec 2024 03:28 PM

প্রেক্ষাপট

কলকাতা : অনুপ্রবেশ নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। সূত্রের দাবি, এক বিশাল নেটওয়ার্ক কাজ করছে নদিয়ার সীমান্তবর্তী এলাকায়। অনুপ্রবেশকারীদের সাহায্য করতে কাজ করছে ভারতীয় দালাল চক্র। তদন্তকারীদের দাবি, পরিচয়পত্র বানাতে অনুপ্রবেশকারীদের...More

এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, সন্দেশখালিতে বললেন মুখ্যমন্ত্রী

'সরকার 'দুয়ারে সরকার' করবে। আপনার দরজায় আসবে। আপনি তাকে বলবেন। সে আপনার কাজটা দেখবে। আর কেউ যদি আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো সবটাই ভাঁওতা।' সন্দেশখালিতে বললেন মুখ্যমন্ত্রী।