West Bengal News Live : 'আপনারা এই মাটিকে সমৃদ্ধ করেছেন' সন্দেশখালিতে বলেন মুখ্যমন্ত্রী
দিল্লিতে পাকড়াও ১৫ জন বাংলাদেশিরও বঙ্গ-যোগ, আধারে ঠিকানা বাংলা। পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের সরাসরি ভূমিকা নেই, দাবি ডিজির। জাল নোট পাচারেও বাংলাদেশ-যোগ! দিল্লি থেকে গ্রেফতার মালদার বাসিন্দা।
'সরকার 'দুয়ারে সরকার' করবে। আপনার দরজায় আসবে। আপনি তাকে বলবেন। সে আপনার কাজটা দেখবে। আর কেউ যদি আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো সবটাই ভাঁওতা।' সন্দেশখালিতে বললেন মুখ্যমন্ত্রী।
'জিএসটি-র যে টাকা পাই, তার থেকে বাংলার বাড়ি প্রকল্পে খরচ করি' দাবি মুখ্যমন্ত্রীর।
'আমি পাহারাদারের কাজ করি। সন্দেশখালিতে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না' সন্দেশখালির মানুষকে সতর্ক করলেন মমতা।
সন্দেশখালিকাণ্ডের প্রায় এক বছর পর আজ শেখ শাহজাহানের এলাকায় মুখ্য়মন্ত্রী । তার আগেই সন্দেশখালিতে উলট পুরাণ। প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। গতকাল সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল পার্টি অফিসে গিয়ে শাসকদলে নাম লিখিয়েছেন তিনি
ফের অসম STF-এর জালে আনসারুল্লা বাংলা টিমের আরও এক জঙ্গি। গতকাল অসমের কোকড়াঝাড় থেকে গাজি রহমানকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, গ্রেফতারি এড়াতে পরিচয় বদলের চেষ্টা করেছিল ওই জঙ্গি। অত্যাধুনিক অস্ত্র উদ্ধার নিয়ে তাকে জেরা করা হবে। জানতে চাওয়া হবে কোথা থেকে IED-প্রশিক্ষণ মিলেছিল? পাকিস্তান বা বাংলাদেশে গিয়ে এরা প্রশিক্ষণ নিয়েছিল কি না? এই নিয়ে অপারেশন প্রঘাতে মোট ১২ জন জঙ্গিকে গ্রেফতার করল অসম পুলিশের STF.
নন্দীগ্রামে বিজেপির মণ্ডল সভানেত্রীর বাড়ির পাশে রাস্তা থেকে উদ্ধার হল তাজা বোমা। আজ সকালে তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার ২ নম্বর মণ্ডলের সভানেত্রী মামণি জানার বাড়ির পাশেই রাস্তার ধারে বোমা পড়ে থাকতে দেখা যায়। বিজেপি নেত্রীর অভিযোগ, ৮ ডিসেম্বর কাঞ্চননগর সমবায় ভোটের দিন বোমাবাজিত আহত হন তিনি। ওই ঘটনায় তৃণমূলের নেতা, কর্মীদের অভিযোগ দায়ের করায় তাঁকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছিল। তৃণমূলের চাপের কাছে নতিস্বীকার না করাতেই বাড়ির পাশে বোমা রেখে ভয় দেখানো হচ্ছে। বিজেপি নেত্রীর অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
ED-র প্রাথমিক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট চার্জগঠনের সময়সীমা বেঁধে দিয়েছে ৩১ ডিসেম্বর। তার আগের দিনই আদালতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM-এ।
বছর শেষে সন্দেশখালিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিকাণ্ডের প্রায় এক বছর পর আজ শেখ শাহজাহানের এলাকায় পা রাখছেন মুখ্য়মন্ত্রী। দুপুরে সন্দেশখালির মিশন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
অভিষেকের নাম করে 'তোলাবাজি', ধৃতদের যোগসূত্রের বিজেপি বিধায়ককে তলব। আজ শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেবেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে
মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষ্যে সন্দেশখালিতে কড়া নিরাপত্তা। সভাস্থলের কাছেই তৈরি হয়েছে হেলিপ্যাড। সেখানেই নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। CC ক্যামেরা লাগানোর পাশাপাশি, প্রত্যেকটি জেটিঘাটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সন্দেশখালির গোটা এলাকা পুলিশে ছয়লাপ।
বেপরোয়া মনোজ গুপ্ত। জাল নথি মামলায় আগেও গ্রেফতার হয়েছিলেন পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের অন্যতম মাথা মনোজ। নদিয়ার গয়েশপুর থানা তাঁকে গ্রেফতার করে। জামিন পাওয়ার পরেও বেপরোয়া মনোজ ফের শুরু করে জাল নথির কারবার।
বাংলাদেশ থেকে বাড়ছে অনুপ্রবেশ। নদিয়ায় সিন্ডিকেট গড়ে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র। মোটা টাকায় অনুপ্রবেশকারীদের মা-বাবা সাজছে সিন্ডিকেট সদস্যরাই।
জালে পাসপোর্ট জালিয়াতির আরেক ধুরন্ধর। গাইঘাটায় গ্রেফতার বেহালার ট্রাভেল সংস্থার কর্ণধার। জাল নথিতে বানানো পাসপোর্ট দেখিয়ে ভিসার ব্যবস্থাও করে দিত মনোজ, আদালতে দাবি পুলিশের।
প্রেক্ষাপট
কলকাতা : অনুপ্রবেশ নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। সূত্রের দাবি, এক বিশাল নেটওয়ার্ক কাজ করছে নদিয়ার সীমান্তবর্তী এলাকায়। অনুপ্রবেশকারীদের সাহায্য করতে কাজ করছে ভারতীয় দালাল চক্র। তদন্তকারীদের দাবি, পরিচয়পত্র বানাতে অনুপ্রবেশকারীদের নকল মা-বাবা সাজত সিন্ডিকেটের সদস্যরা। একসময়ের গরু, চাল পাচারকারীরাই বর্তমানে অনুপ্রবেশকারীদের সাহায্য করছে? সীমান্তে কাঁটাতারের অভাবেই কি অনুপ্রবেশকারীদের অবাধ যাতায়াত? চিন্তা বাড়াচ্ছে,নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার কাঁটাতার বিহীন এলাকাগুলি। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি, ধানতলা, গাঙনাপুরের প্রায় ৮ কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতার বিহীন। এই প্রেক্ষাপটেই, রবিবার অনুপ্রবেশ নিয়ে কার্যত BSF-এর ঘাড়ে দায় চাপালেন রাজ্য পুলিশের ডিজি।
চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম প্রৌঢ়ার মৃত্যু হল হাসপাতালে। বাজি তৈরি করতে গিয়েই বিপত্তি ঘটেছে বলে অভিযোগ তুলেছে নিহতের পরিবার। যদিও কারখানার মালিকের কাছে বাজি বিক্রির লাইসেন্স থাকলেও তৈরির ছাড়পত্র ছিল না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -