নয়াদিল্লি: ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে আয়োজিত হতে চলেছে দুই মহাপ্রতিদ্বন্দ্বীর মেগাদ্বৈরথ। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চড়ছে। তবে ২৩ ফেব্রুয়ারি নয়, তার আগেই কিন্তু ভারত ও পাকিস্তানের দ্বৈরথ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। কীভাবে?
ছোটপর্দায় নেটফ্লিক্সে রিলিজ় হতে চলেছে 'দ্য গ্রেটেস্ট রাইভেলরি ইন্ডিয়া বনাম পাকিস্তান' (The Greatest Rivalry India Vs Pakistan)। ৭ ফেব্রুয়ারি থেকে এই তথ্যচিত্রটি ওটিটি প্ল্য়াটফর্মটিতে দেখা যাবে। দুই দেশের মধ্যেকার ভৌগলিক, রাজনৈতিক এবং অবশ্যই ২২ গজের লড়াই বহুদিন ধরে চলেই আসছে। তবে ক্রিকেটের মাঠে সেই উন্মাদনা যেন অন্য স্তরে পৌঁছয়, যেখানে জয় আর জয়ই একমাত্র বিকল্প। ভারত-পাকিস্তানের ব্যাট, বলের লড়াই ঘিরে সেই উদ্দীপনা, আবেগকেই এবার ছোট পর্দায় ফুটে উঠতে দেখা যাবে।
এই তথ্যচিত্রে বীরেন্দ্র সহবাগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, শোয়েব আখতার, সুনীল গাওস্করদের দেখা যাবে। দুই দেশের প্রথম ওয়ান ডে ম্যাচ থেকে হালের ম্যাচগুলির না না অজানা কাহিনী শোনা যাবে এই কিংবদন্তিদের মুখ থেকে। ২২ গজের লড়াই ছাপিয়ে এই তথ্যচিত্রে অন্দরমহলের বিভিন্ন কথা, খেলোয়াড়দের এই ম্যাচ ঘিরে আনফিল্টারড আবেগ দেখা যাবে। গণ্যমান্য সব ক্রিকেটারদের সাক্ষাৎকারের মাধ্যমেই এগুলিকে দর্শকদের সামনে তুলে ধরা হবে। তাই নিঃসন্দেহে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা তো বটেই, গোটা বিশ্বই কিন্তু এই তথ্যচিত্রের মুক্তির অপেক্ষায় থাকবেন।
প্রসঙ্গত, দুই দলকে এই তথ্যচিত্র মুক্তি পাওয়ার কিছুদিন পরেই আবার ২২ গজে মুখোমুখি হবে দুই দল। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে ভারত ও পাকিস্তান দ্বৈরথ। দুবাইয়ে আয়োজিত হবে সেই ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যেই সবকয়টি দেশ নিজেদের দল ঘোষণা করে দিয়েছে। খালি টিম ইন্ডিয়ারই দল ঘোষণা বাকি। তবে বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন ১৮ বা ১৯ তারিখ নাগাদ ভারতীয় দল ঘোষণা করা হবে। সেই দলে কারা থাকেন, এবার সেই দিকেই সকলের নজর থাকবে।
আরও পড়ুন: ফর্ম নিয়ে প্রশ্নের মুখে, এবার মুম্বইয়ের রঞ্জি ট্রফির অনুশীলনে নামছেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত?