West Bengal News Live: সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা দায়ের সিবিআই-এর, সোমবার মামলার শুনানি

আমৃত্যু কারাদণ্ড নয়, সঞ্জয়ের ফাঁসি চায় CBI। রাজ্যের পর আজ হাইকোর্ট মামলা কেন্দ্রীয় এজেন্সির।

ABP Ananda Last Updated: 24 Jan 2025 03:32 PM
RG Kar Case : সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল CBI

আর জি কর মেডিক্যাল কলেজে পিজিটি তরুণীকে ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল CBI. চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলা দায়ের করেছে CBI. সোমবার তার শুনানি হওয়ার কথা। 

Malda News : মানিকচকে ভিড়ের মধ্যে শূন্যে গুলি, অস্ত্র আইনে মামলা রুজু

গোবলয়ের বাহুবলীদের ছবি বাংলায়। মালদার মানিকচকে ভিড়ের মধ্যে শূন্যে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা। ছবি ভাইরাল। অস্ত্র আইনে মামলা রুজু। বেপাত্তা সংগঠকরা।

WB News Live : আজও কুয়াশার দাপট, কোথায় কোথায় বন্ধ ফেরি পরিষেবা

কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন জায়গায় আজও কুয়াশার দাপট। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায়, গণ পরিবহণে তার প্রভাব পড়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় সকাল থেকে বন্ধ ফেরি পরিষেবা। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে কাটোয়া-শাঁখাই, ও কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট। কাটোয়া-শাঁখাই ঘাটটি কেতুগ্রাম সহ বীরভূম ও মুর্শিদাবাদের একাংশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ফেরিঘাট। অন্যদিকে কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটটি নদিয়ার সঙ্গে যোগাযোগকারী একমাত্র ফেরিঘাট। কুয়াশার দাপটে ফেরি চলাচল বন্ধ থাকায় সমস্যায় বহু যাত্রী। 

Bengal News : নিশিকান্ত দুবের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বচসা

জেপিসি বৈঠকে ফের সরকারপক্ষের সঙ্গে বিরোধীদের সংঘাত। নিশিকান্ত দুবের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বচসা। সাসপেন্ড ১০ বিরোধী সাংসদ। 

Kolkata News Live : তপসিয়ায় সামনে এল বাড়ি হেলে পড়ার ছবি

খাস কলকাতায় ফের সামনে এল বাড়ি হেলে পড়ার ছবি। এবার তপসিয়ায়। কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডে একটি বহুতলের ওপর বিপজ্জনকভাবে হেলে পড়েছে আরেকটি বহুতল। এতটাই বিপজ্জনকভাবে তা হেলে পড়েছে, যে লোহার বিম ঝালাই করে তা ঠেকনা দিয়ে রাখতে হয়েছে!! এই ছবি তপসিয়ার ১২ নম্বর লোকনাথ বসু গার্ডেন লেনের। 

Kolkata News : বেপরোয়া গতির বলি ! মৃত তরুণী

গভীর রাতে ঘন কুয়াশার মধ্যেও বেপরোয়া গতিতে বাইক ছোটানোর অভিযোগ! তাও আবার হেলমেট ছাড়াই!! নিউটাউনের সাপুরজিতে দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণীর। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণী নদিয়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ নিউটাউন থেকে সাপুরজি যাওয়ার দিকে ব্রিজ যেখানে শেষ হয়েছে, তার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। কুয়াশার মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইক।

Kolkata Weather : খারাপ আবহাওয়া, শেষ মুহূর্তে 'বিমান বাতিল', উত্তেজনা বিমানবন্দরে

কুয়াশার দাপটে আজও ব্যাহত বিমান পরিষেবা। দৃশ্যমানতা কম থাকায় এদিন সকাল থেকে কলকাতা বিমানবন্দরে ফ্লাইটের উড়ান ও অবতরণে বিঘ্ন ঘটেছে। কুয়াশার কারণে ১৫টি বিমানের উড়তে দেরি। অবতরণে দেরি ৮টি উড়ানের। টারম্যাকে এসেও ফিরতে হয়েছে ৪টি বিমানকে। ঘন কুয়াশার কারণে কলকাতাগামী ৭টি বিমানকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। 

WB News Live : বর্ধমানেরহাসপাতালে রোগীর আত্মীয়দের তাণ্ডব, জখম ৫ পুলিশকর্মী

বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয়দের তাণ্ডব, চিকিৎসায় গাফিলতির অভিযোগে তুলকালাম। ডাক্তারদের ধাক্কা, হাসপাতালের কর্মীদের মারধরের অভিযোগ। আক্রান্ত পুলিশও, জখম ৫ পুলিশকর্মী। শক্তিগড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

WB News Live : সীমা পাহুজা কোনও বাড়তি তদন্ত করেননি : শিয়ালদা কোর্টের বিচারক

শিয়ালদা কোর্টের বিচারক তাঁর রায়ে, সিবিআইয়ের তদন্তকারী অফিসারের দিকে আঙুল তুলেছেন। CBI-এর তদন্তকারী অফিসার সীমা পাহুজা কোনও বাড়তি তদন্ত করেননি বলে জানিয়েছেন বিচারক অনির্বাণ দাস। এ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB News Live : সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের পথেই CBI

আর জি কর মেডিক্যাল কলেজে পিজিটি তরুণীকে ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের পথেই CBI. নিম্ন আদালতে আমৃত্যু কারাবাসের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে আজ কলকাতা হাইকোর্টে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

WB News Live : CBI অঙ্ক করার সময় তারা আগে উত্তর দেখেছে , তারপরে অঙ্ক সাজিয়েছে: নিহত চিকিৎসকের বাবা

CBI কোনও কাজই করেনি। অঙ্ক করার সময় তারা আগে উত্তর দেখেছে এবং পরে তারা অঙ্ক সাজিয়েছে। আর জি কর কাণ্ডে নিম্ন আদালতের সাজা ঘোষণার পর এভাবেই মেয়ের খুনের তদন্ত নিয়ে CBI-এর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন নিহত চিকিৎসকের বাবা। CBI-এর গাফিলতির জন্যই সঞ্জয়ের ফাঁসি হয়নি বলে অভিযোগ করেন তিনি। 

WB News Live : তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সিকে আজ কী বলবে হাইকোর্ট? 

আর জি কর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে স্বতঃপ্রণোদিত মামলায়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। বিচারপতির মন্তব্যে প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের এধরনের মামলা করার এক্তিয়ার নিয়ে। এবার সেই রাজ্য সরকারের পথে হেঁটেই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চাইছে CBI. তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সিকে আজ কী বলবে হাইকোর্ট? 

প্রেক্ষাপট

কলকাতা : ৮ দিনে ৫ বার। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার পর বিধাননগর। নারায়ণপুর ও বাগুইআটিতে হেলে পড়ল জোড়া বহুতল। সরানো হল বাসিন্দাদের। আতঙ্কে এলাকাবাসী। । বাঘা যতীন, বেলঘরিয়া থেকে ট্যাংরা। ক্রমেই বাড়ছে বহুতল আতঙ্ক। এবার বাগুইআটির জগৎপুরে হেলা বাড়ির সন্ধান মিলল। বাসিন্দাদের দাবি, পুরসভার অনুমোদন না নেওয়া হলেও সবটাই জানেন স্থানীয় কাউন্সিলর। ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি বিধাননগর পুর নিগমে ইতিমধ্য়েই অভিযোগ জানিয়েছেন। কেউ কিছু না জানলে কীভাবে ২টি বাড়িতেই পুরসভার জলের মিটার বসল, তা নিয়ে উঠছে প্রশ্ন। 'সব হেলে পড়া বাড়িই বিপজ্জনক নয়, যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি থাকে। তাই ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা রিপোর্ট দেওয়ার পরই সিদ্ধান্ত হবে বহুতল ভাঙার বিষয়ে' ট্যাংরার হেলে পড়া বহুতল সম্পর্কে বললেন মেয়র। বাড়ি ভাঙা হলে আবাসিকদের জন্য বাংলার বাড়ি করে দেওয়া হবে। আশ্বাস কাউন্সিলরের। 


আমৃত্যু কারাদণ্ড নয়, সঞ্জয়ের ফাঁসি চায় CBI। রাজ্যের পর হাইকোর্ট মামলা কেন্দ্রীয় এজেন্সির। আর জি কর কাণ্ডে সর্বোচ্চ সাজা চায় CBI। আর জি কর-কাণ্ডের সাজা নিয়েও প্রশ্ন কল্যাণের। 'এটা যদি বিরলের মধ্যে বিরলতম না হয়, তাহলে কোনটা', মন্তব্য সাংসদের। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.