কলকাতা: দু'দিনের টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা কলকাতা থেকে জেলার। তবে এখনও কাটেনি দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যে। তার জেরেই প্রবল বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান। ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে আগামী ২৪ ঘন্টায়। সুস্পষ্ট নিম্নচাপের অভিমুখ ঝাড়খন্ড। ফলে আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে বলেই পূর্বাভাস। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে, আর সেই কারণেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। 

এই পরিস্থিতিতে সমুদ্র থাকবে উত্তাল। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। বৃহস্পতিবার পর্যন্ত বাংলা এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছে ঝেঁপে ঝেঁপে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই কমবেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তার মধ্যে হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমানে অতিভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগণাতেও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে। শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায়।

সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গ জুড়ে একটানা ঝড়বৃষ্টির জেরেই তাপমাত্রার পারদ হু হু করে নেমেছে। সপ্তাহান্তে আর তাপমাত্রার পারদ চড়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এবং ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে। বাকি জেলাগুলিতেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।