অভিষেক-আক্রমণে শাহ : এবার বীরভূমে অভিষেকের নবজোয়ার। তিহাড়ে বন্দি কেষ্টর পাশে দাঁড়িয়ে গরুপাচার নিয়ে অমিত শাহকে আক্রমণ।


'গরুপাচারের টাকা কোথায়? :  ১৫০ গুণ সম্পত্তি বাড়ায় গ্রেফতার সুকন্যা। ৮০ হাজার গুণ সম্পত্তি বৃদ্ধিতে কেন গ্রেফতার নয় জয় শাহ। বীরভূমে আক্রমণে অভিষেক। 


লরি উল্টে বিপত্তি : হাওড়া ময়দানের কাছে সন্ধ্যা বাজার এলাকায় জিটি রোডের ওপর ১৬ চাকার লরি উল্টে বিপত্তি। ভোর ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে। হাওড়া ময়দান থেকে জিটি রোড ধরে শিবপুরের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রেলিঙে ধাক্কা মেরে উল্টে যায় লরি। এর জেরে ঘণ্টাতিনেক ধরে জিটি রোডে যান চলাচল বন্ধ। 

আরও পড়ুন :


 ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!



সম্পত্তি-সংঘাত : কেষ্ট-সুকন্যার গ্রেফতারি নিয়ে চড়া সুর অভিষেকের। কী ব্যবসা করেন? কী করে এত সম্পত্তি? পাল্টা প্রশ্ন দিলীপের।

বীরভূমেও ব্যালট 'ছিনতাই': উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গ। কেষ্টভূমেও ব্যালট নিয়ে তৃণমূলের সঙ্গে তৃণমূলের হাতাহাতি। অভিষেক মঞ্চ ছাড়তেই চূড়ান্ত বিশৃঙ্খলা।

'খোলা হাওয়া'য় ধাক্কাধাক্কি: সায়েন্স সিটিতে খোলা হাওয়ার অনুষ্ঠানে অমিত শাহ। গেটের বাইরে পাস নেওয়ার জন্য ধাক্কাধাক্কি।

শুভা 'অপ্রসন্ন': বাংলায় নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক শুভাপ্রসন্ন। (বাইট--

আজ কী বলবেন কুণাল?:  দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার বিরোধিতায় তৃণমূলপন্থী শিল্পী। পাল্টা আক্রমণে কুণাল। 'উনি রবীন্দ্রনাথের মতো দাঁড়ি রাখেন। যা বলার ২৬শে বৈশাখ বলব। আগের বার তো এসব বলে কান্নাকাটি করেছেন।' 

কুর্সির লড়াই কর্ণাটকে:  কার দখলে যাবে কর্ণাটকের কুর্সি? ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি? নাকি সমীক্ষার পূর্বাভাস মিলিয়ে ফিরবে কংগ্রেস? আজ রায়দান জনতার।


 


উত্তপ্ত পাকিস্তান : প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার ঘিরে উত্তপ্ত পাকিস্তান।এর মধ্যেই আল কাদির ট্রাস্ট মামলায় ইমরানের গ্রেফতারি বৈধ বলে জানিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। এদিকে, গতকাল ইমরান গ্রেফতার হওয়ার পর থেকেই গোটা পাকিস্তান জ্বলছে। পরিস্থিতি সামাল দিতে জারি হয়েছে ১৪৪ ধারা। 

শক্তি বাড়াচ্ছে 'মোকা' : শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আজ বিকেলেই পরিণত হবে ঘূর্ণিঝড়ে, রবিবার আছড়ে পড়বে বাংলাদেশের কক্সবাজারের কাছে। শুক্রবার থেকে রবিবার মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।

আরও পড়ুন :                               


কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর