West Bengal News Live: আর জি কর দুর্নীতি মামলায় CBI-এর তদন্তকারী অফিসারকে শোকজ করল আদালত
West Bengal News Live Blog: দিনের সব খবর এক ক্লিকেই আপনার সামনে...
আর জি কর দুর্নীতি মামলায় CBI-কে শোকজ করল আদালত। CBI-এর তদন্তকারী অফিসারকে শোকজ করল বিশেষ আদালত। 'সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জ গঠনে সরকারের অনুমোদন পাওয়ার পরও কেন কোর্টকে জানানো হল না?', সিবিআইয়ের তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়কে ধমক বিচারকের। সিবিআই কী করতে চাইছে, বুঝতেই পারছি না, মন্তব্য বিচারকের। 'আগামীকালের মধ্যে সমস্ত নথি জমা দিন', চার্জ গঠন করে বিচার শুরু করব, বললেন বিচারক। 'হাইকোর্ট জানতে পারল কিন্তু ট্রায়াল কোর্টে জানালেন না?' ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন? CBI-কে ধমক বিচারকের।
আজ থেকে ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ শুরু। ট্যাংরায় হেলে পড়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে জোড়া বহুতল। আজ থেকে সাদা রঙের নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ শুরু। 'হেলে পড়া সবুজ রঙের বহুতল সোজা করা সম্ভব', পুরসভাকে জানিয়েছে হরিয়ানার বিশেষজ্ঞ সংস্থা।
মহাকুম্ভ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার কয়েকজন পুণ্যার্থী। বরাত জোরে বেঁচে ফিরেছেন তাঁরা। পুণ্যস্নানেরজন্য ২৬ জানুয়ারি প্রয়াগরাজে যায় গাইঘাটার দলটি। গতকাল মাঝরাতে তাঁরা স্নানের জন্য সঙ্গম ঘাটে যাচ্ছিলেন। অভিযোগ, রাত ১২টার পর থেকেই কুম্ভ মেলার পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। শুরু হয় হুড়োহুড়ি। পদপিষ্টের ঘটনায় গাইঘাটার কয়েকজন পুণ্যার্থীও গুরুতর আহত হন। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা করিয়ে প্রয়াগরাজ থেকে গাইঘাটায় ফিরছেন পুণ্যার্থীরা।
কুম্ভমেলায় পুণ্যস্নানে গিয়ে পদপিষ্ট হয়েও বরাত জোরে প্রাণে বেঁচেছেন শুক্লা দেবনাথ। আলিপুরদুয়ারের হাসিমারা থেকে একাই গেছিলেন পুণ্য অর্জনে। মহিলার অভিযোগ, পদপিষ্ট হওয়ার পর কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। পুলিশের দেখা মেলেনি। গাছের নীচে রাত কেটেছে। জল-খাবার কিছুই মেলেনি। ফিরবেন কী করে, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়।
মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে মৃত্যু শালবনির বাসিন্দা ঊর্মিলা ভুঁইয়ার। ৭৫ বছরের বৃদ্ধার দুই মেয়ে, জামাই, আত্মীয়দের নিয়ে সোমবার প্রয়াগরাজ যান।পরিবারের দাবি, মঙ্গলবার রাতে হুড়োহুড়ির সময় বৃদ্ধা আলাদা হয়ে যান। কাল সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন, পদপিষ্টের ঘটনায় ঊর্মিলার মৃত্যু হয়েছে। প্রয়াগরাজ থেকে আজই ফেরানো হচ্ছে বৃদ্ধার দেহ
মহাকুম্ভে মহাবিপর্যয়, সুপ্রিম কোর্টে মামলা দায়ের। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের। 'ঘটনার পর কী পদক্ষেপ নিয়েছে যোগী সরকার?' স্টেটাস রিপোর্ট তলব করুক আদালত, আর্জি মামলাকারীর।
মহাকুম্ভে মৃত্যুমিছিল, পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল বিজয়গড়ের বাসিন্দার। সোমবার ছেলে-মেয়ে-বোনের সঙ্গে প্রয়াগরাজ গেছিলেন বাসন্তী পোদ্দার। মৌনী অমাবস্যার স্নানের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু বিজয়গড়ের প্রৌঢ়ার।
মাঝ মাঘে উধাও শীত, ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি বেশি। আগামী কয়েক দিন ঊর্ধ্বমুখী থাকবে পারদ। সপ্তাহান্তে সামান্য পারদ-পতনের সম্ভাবনা।
নদিয়ার স্কুলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। পুজো করতে বাধা দিয়ে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ তুলে ভিডিও পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। ভিডিওয় দেখতে পাওয়া যুবক তৃণমূলের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন তিনি। যদিও তৃণমূলের দাবি, অভিযুক্তের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
মহাকুম্ভে মৃত্যুমিছিল, পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল গল্ফ গ্রিনের বাসিন্দার। সোমবার ছেলে-মেয়ে-বোনের সঙ্গে প্রয়াগরাজ গেছিলেন বাসন্তী পোদ্দার। মৌনী অমাবস্যার স্নানের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু গল্ফ গ্রিনের প্রৌঢ়ার।
আবেদনপত্রে যেসব বক্তব্য রয়েছে বা যেসব প্রশ্ন তোলা হয়েছে সেগুলো বিতর্কযোগ্য। এক্ষেত্রে নতুন করে আবেদন করলে ভাল হবে। আর জি কর মামলায় নিহত চিকিৎসকের পরিবারকে পরামর্শ দিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সিবিআই দাবি করে, মামলাকারীর তরফে যেসব প্রশ্ন তোলা হয়েছে, তার প্রত্যেকটির উত্তর তাদের কাছে রয়েছে। নিহত চিকিৎসকের বাবা জানিয়েছেন, তাঁরা চাইছেন মামলা ফিরে আসুক হাইকোর্টে।
কেউ মর্গের সামনে দাঁড়িয়ে, কেউ হাসপাতালে। কাছের মানুষটা আহত না মৃত, সেটুকু খবরও নেই। প্রিয়জন ও সঙ্গীদের খোঁজে এখন এরকমই অবস্থা মহাকুম্ভে যাওয়া পুণ্য়ার্থীদের।
এক বছর ধরে প্রস্তুতি, তাও কীভাবে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যাথীদের মৃত্যু? প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে বিভাগীয় তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের।
যোগীরাজ্যে মহাকুম্ভে মৃত্যুমিছিল। মৌনী অমাবস্যায় স্নানের জন্য হুড়োহুড়ি। ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হয়ে অন্তত ৩০জনের মৃত্যু, আহত শতাধিক!
প্রেক্ষাপট
যোগীরাজ্যে মহাকুম্ভে মৃত্যুমিছিল। মৌনী অমাবস্যায় স্নানের জন্য হুড়োহুড়ি। ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হয়ে অন্তত ৩০জনের মৃত্যু, আহত শতাধিক!
প্রয়াগরাজে মহাবিপর্যয়। যোগী সরকারের বিরুদ্ধে মৃতের সংখ্যা চাপার চেষ্টার অভিযোগ। হতাহতদের তালিকায় বাংলার বাসিন্দারও।
ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অসহায় পুণ্যার্থীদের মৃত্যু। তালিকায় বাংলার দর্শনার্থীরাও। ২৪ ঘণ্টা পরে কাল যেতে পারেন যোগী, ডিজিপি, মুখ্যসচিবের।
এক বছর ধরে প্রস্তুতি, তাও কীভাবে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যাথীদের মৃত্যু? প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে বিভাগীয় তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের।
মহাকুম্ভে মহাবিপর্যয়। যোগীকে ৪বার ফোন মোদির। গঙ্গাসাগর মেলার সাফল্যের প্রসঙ্গ তুলে আক্রমণে মমতা। প্রকাশ্যে ভণ্ডামি, পাল্টা শুভেন্দু।
দিল্লি ভোটের আগে মহাকুম্ভে মৃত্যুমিছিল। পুণ্যার্থীদের চেয়ে VIP-দের ওপর বেশি নজর দেওয়াতেই দুর্ঘটনা, একসুরে বিজেপিকে আক্রমণ রাহুল-অখিলেশের।
নতুন করে আর্জি জানালেই ভাল। আর জি কর-কাণ্ডে চিকিৎসকের মা-বাবাকে দেশের প্রধান বিচারপতির পরামর্শ। সুপ্রিম কোর্টে মামলার ভবিষ্যত জানাতে সময়।
সন্তানহারা পরিবারকে একের পর এক তৃণমূল নেতার আক্রমণ। পাল্টা আক্রমণের মুখেও সমালোচনায় অন়ড় তাপস-পত্নী।
হেনস্থা ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে চিকিৎসক সংগঠনের বিক্ষোভ। এভাবে আন্দোনকারীদের কণ্ঠরোধ করা যাবে না, হুঙ্কার আসফাকুল্লারর।
MR বাঙুরে দুষকৃতী তাণ্ডব। ফের সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে নিগ্রহের অভিযোগ। গ্রেফতার ২।
সন্দেশখালিতে গণধর্ষণের অভিযোগ। কলকাতা পুলিশের এসিপির নেতৃত্বে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। রিপোর্ট দিতে হবে প্রতি এক মাসে। সম্মতি রাজ্যের।
দিল্লিতে ভোটের প্রচারের ফাঁকে অমিত শাহের কাছে শুভেন্দু অধিকারী। বাংলাদেশ থেকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা।
সংঘাতকে দূরে সরিয়ে আরও কাছে রাজ্য-রাজ্যপাল? ১২ ফেব্রুয়ারি বাংলার বাজেট। ১০ ফেব্রুয়ারি বোসের ভাষণ দিয়েই শুরু হচ্ছে অধিবেশন। যাচ্ছে আমন্ত্রণ।
পুণের জিবি সিনড্রোমের আতঙ্ক বাংলাতেও। একদিনে এক কিশোর-সহ ২জনের মৃত্যু। নড়চড়ে বসল রাজ্য। মোকাবিলায় কী পরিকাঠামো? স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক।
মালদার পর এবার নদিয়ার চাপড়া। জমি বিবাদেও চলল গুলি! ২ পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু।
অস্ত্র উঁচিয়ে হুমকি, বাড়িওয়ালাকে মারধরের অভিযোগ। D বাপি-তে গুলি চলার পর এবার বিরিয়ানি চেনেরই মালিক, তৃণমূল নেতা গ্রেফতার। অস্ত্র আইনে মামলা।
মানিকচকের পর এবার বারুইপুর, প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে গুলি ছুড়ে বিজেপির পতাকা উত্তোলন! বিতর্কের মুখে এয়ারগানের সাফাই।
জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারি, জালে মাস্টারমাইন্ড। চোপড়া থেকে গ্রেফতার প্রধান শিক্ষক। দুর্নীতি ফাঁস হতেই নেপালে গা ঢাকা। ফিরতেই পাকড়াও।
কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে ফের BGB-র উস্কানি। মেখলিগঞ্জে কাঁটাতার দিতে বিএসএফ-গ্রামবাসীদের বাধা!
মালদায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের জাল OBC সার্টিফিকেট! হাইকোর্টের নির্দেশে তদন্তে এসডিও, জালিয়াতি প্রমাণিত। অন্যকে বাবাকে বলেও সাজানোর অভিযোগ।
কলকাতায় জুড়ে একের পর এক হেলে পড়া বহুতল। সমস্যা সমাধানে হরিয়ানার সংস্থার সঙ্গে পুরসভার কথা। কাল ভাঙা হবে ট্যাংরার নির্মীয়মাণ অবৈধ বহুতল।
পার্ক স্ট্রিট থানার কাছে প্রযোজনা সংস্থার অফিসে লুঠ। এক কর্মীর গলায় অস্ত্র ঠেকিয়ে, আরেকজনকে মেরে টাকার ব্যাগ নিয়ে পালানোর অভিযোগ। ২জন গ্রেফতার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -