West Bengal News Live : ছেলেধরা সন্দেহে ফের মারধর, এবার বর্ধমানে

West Bengal News Live Updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 12 Jul 2024 11:33 PM
West Bengal Live News Updates: ছেলেধরা সন্দেহে ফের মারধর, এবার বর্ধমানে

শিশুর সঙ্গে কথা বলতে দেখে ছেলেধরা বলে সন্দেহ। বর্ধমানে মারধর করা হল এক নাবালিকা সহ ২ জনকে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে অভিযুক্তদের। অভিযুক্তদের দাবি, তারা এলাকার ভিক্ষা করতে এসেছিল। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। SP জানিয়েছেন, যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন শণাক্ত করে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

WB Live Updates: ব্রাইট স্ট্রিটের তালাবন্ধ ঘরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার

ব্রাইট স্ট্রিটের তালাবন্ধ ঘরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় দানা বাঁধছে রহস্য। ওই ব্যক্তিকে খুন করে পালিয়েছেন তাঁর সহকারী, অভিযোগ পরিবার-পরিজনদের। কেন খুন? তদন্ত শুরু করেছে কড়েয়া থানার পুলিশ। 

West Bengal Live News Updates: হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ বিজেপির

হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। পুর-অধিবেশনেও রাজ্য সরকারের  বুলডোজার অভিযানের নিন্দায় সরব হতে দেখা গেল কাউন্সিলর ও বিজেপি নেতা সজল ঘোষকে। বিরোধীদের তোলা অভিযোগের পাল্টা জবাব দিলেন পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম।

WB Live Updates: রামকৃষ্ণ মিশনের জমি বিতর্কের পর, এবার চার্চের জমিতে দাদাগিরির অভিযোগ উঠল!

রামকৃষ্ণ মিশনের জমি বিতর্কের পর, এবার চার্চের জমিতে দাদাগিরির অভিযোগ উঠল! বেহালায় নার্সিং কলেজে মেরামতিতে বাধা, হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। এই ঘটনায় কাউন্সিলরের পাশে দাঁড়াননি কলকাতার মেয়র। 

WB Live Updates: আড়িয়াদহে অসামাজিক কাজ, দুষ্কৃতী দৌরাত্ম্যর অভিযোগ তুলে পথে বিরোধীরা

আড়িয়াদহে অসামাজিক কাজ, দুষ্কৃতী দৌরাত্ম্যর অভিযোগ তুলে পথে নামল বামফ্রন্ট, কংগ্রেস ও সিপিআইএমএল। বৃহস্পতিবার মিছিল করে বেলঘরিয়া থানায় ডেপুটেশন দেন তাঁরা। তালতলা ক্লাবে অত্যাচারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। 

WB Live Updates: আড়িয়াদহে অসামাজিক কাজ, দুষ্কৃতী দৌরাত্ম্যর অভিযোগ তুলে পথে বিরোধীরা

আড়িয়াদহে অসামাজিক কাজ, দুষ্কৃতী দৌরাত্ম্যর অভিযোগ তুলে পথে নামল বামফ্রন্ট, কংগ্রেস ও সিপিআইএমএল। বৃহস্পতিবার মিছিল করে বেলঘরিয়া থানায় ডেপুটেশন দেন তাঁরা। তালতলা ক্লাবে অত্যাচারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। 

West Bengal Live News Updates: জলপাইগুড়িতে রাজ্য সরকারি কাজে বাধা তৃণমূলেরই নেতার

জলপাইগুড়িতে রাজ্য সরকারি কাজে বাধা তৃণমূলেরই নেতার! মাল পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজে বাধা। রাজ্য সরকারি প্রকল্পের কাজে বাধা তৃণমূলের মেটেলি অঞ্চল সভাপতির। মালবাজারের বর্জ্য মেটেলিতে ফেলার চেষ্টা হচ্ছে, অভিযোগ অঞ্চল সভাপতির। আন্দোলনকারীদের ভুল বোঝানো হচ্ছে, সরকারি প্রকল্প হবে, দাবি মাল পুরসভার।

WB Live Updates: ফের চোর সন্দেহে ৪জনকে মারধর, আক্রান্ত পুলিশও

ফের চোর সন্দেহে ৪জনকে মারধর, আক্রান্ত পুলিশও। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির আলমপুরে ৪ জনকে চোর সন্দেহে মারধর। ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে উদ্ধার করতে গেলে আক্রান্ত পুলিশও, গ্রেফতার ১৪। প্লাস্টিকের চেয়ার-টেবিল বিক্রি করত আক্রান্তরা, পুলিশ সূত্রে খবর।

West Bengal Live News Updates: গ্রেফতারির ৮ দিন পরে সমান উদ্ধত জয়ন্ত সিংহ, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধাক্কা

গ্রেফতারির ৮ দিন পরে সমান উদ্ধত জয়ন্ত সিংহ। জয়ন্তকে সঙ্গে নিয়ে আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে পুলিশ। চ্যাংদোলা করে ক্লাবঘরের মধ্যে তালিবানি অত্যাচারের পুনর্নির্মাণ করা হল। ঘটনা পুনর্নির্মাণের পর জয়ন্তকে নিয়ে বেরিয়ে গেল পুলিশ। ক্লাব থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধাক্কা জয়ন্তর। এই ক্লাবের মধ্যেই জয়ন্তর শাগরেদদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। ক্লাবের মধ্যে থাকা একটি লোহার রড বাজেয়াপ্ত করল পুলিশ। জয়ন্তকে নিয়ে বেরিয়ে আসার পর ক্লাব সিল করে দিল পুলিশ।

WB Live Updates: এবার তৃণমূল কাউন্সিলরের মুখে জয়ন্তর অত্যাচারের কাহিনী

এবার তৃণমূল কাউন্সিলরের মুখে জয়ন্তর অত্যাচারের কাহিনী। জয়ন্ত সিংহর তাণ্ডবে চারবছর ধরে শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন না, দাবি কামারহাটির তৃণমূল কাউন্সিলর বিমল সাহার। অভিযোগ, ২০২২ থেকে রথতলা মোড়ের INTTUC-র অফিস দখল করে জয়ন্ত বাহিনী।

West Bengal Live News Updates: যাঁর জায়গা ভাড়া নিয়ে টালির চালের বাড়ি, তাঁরই পুকুর দখল করে অট্টালিকা জয়ন্তর

সামান্য দুধের ব্যবসা থেকে রাতারাতি প্রাসাদের মতো বাড়ির মালিক হয়ে উঠেছে আড়িয়াদহর ত্রাস জয়ন্ত সিংহ। এককালে যাঁর জায়গা ভাড়া নিয়ে টালির চালের বাড়িতে থাকতেন, তাঁরই পুকুরের একাংশ দখল করে অট্টালিকা তৈরি করেছেন জয়ন্ত।  অভিযোগ তুললেন আড়িয়াদহর বাসিন্দা তপন বিশ্বাস।

WB Live Updates: এবার কেন্দ্রের সরকার কিন্তু স্থায়ী সরকার নয়: মমতা

'এবার কেন্দ্রের সরকার কিন্তু স্থায়ী সরকার নয়। খেলা শুরু হয়ে গিয়েছে, চলতে থাকবে', মুম্বইয়ে উদ্ধবের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার।

West Bengal Live News Updates: এবার থেকে প্রতি বছর ২৫ জুন 'সংবিধান হত্যা দিবস' পালন করবে কেন্দ্রীয় সরকার

এবার থেকে প্রতি বছর ২৫ জুন 'সংবিধান হত্যা দিবস' পালন করবে কেন্দ্রীয় সরকার। '১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা', এক্স হ্যান্ডেলে পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

WB Live Updates: প্রায় ২ বছর ৪ মাস পর বগটুইকাণ্ডে চার্জ গঠন।

বগটুই মামলার চার্জ গঠন। প্রায় ২ বছর ৪ মাস পর বগটুইকাণ্ডে চার্জ গঠন। ১২ ও ১৩ অগাস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করল রামপুরহাট কোর্ট। ২১ মার্চ, ২০২২- বগটুইয়ে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুন। তৃণমূলের উপপ্রধান খুনের রাতেই বগটুইয়ে ১০জনকে পুড়িয়ে খুন। হাইকোর্টের নির্দেশে বগটুই মামলার তদন্ত শুরু করে সিবিআই।

West Bengal Live News Updates: কালীঘাটে বাড়ির একাংশ ভেঙে পড়ে আহত ১

কালীঘাটে বাড়ির একাংশ ভেঙে পড়ে আহত ১
আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে
বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করে পুরসভা, দেওয়া হয়েছিল একাধিকবার নোটিসও
বাড়ির একাংশ ভেঙে পড়ার পর পৌঁছায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও পুরসভার আধিকারিকরা
বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে দেয় পুরসভার আধিকারিকরা

WB Live Updates: মাথাভাঙায় পুলিশের সামনেই মহিলাকে মার, গ্রেফতার তৃণমূল কর্মী।

মাথাভাঙায় পুলিশের সামনেই মহিলাকে মার, গ্রেফতার তৃণমূল কর্মী। মাথাভাঙার হাজরাহাটে জমি বিবাদের জেরে মহিলাকে লাথি, মারধর। তৃণমূলের উপপ্রধানের ভাই-সহ গ্রেফতার ২ অভিযুক্ত। পুলিশের সামনেই মহিলাকে বেধড়ক মারধর, লাথি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা।

Hawker Eviction: হকার উচ্ছেদ নিয়ে সরগরম পুরসভার অধিবেশন

হকার উচ্ছেদ নিয়ে সরগরম পুরসভার অধিবেশন। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে তুমুল বচসা তৃণমূল কাউন্সিলরদের

WB Live Updates: এবার কি চার্চের জমিতেও 'নজর' তৃণমূলের? বেহালায় চার্চের জমিতে কাজ করতে গিয়ে হুমকির অভিযোগ

এবার কি চার্চের জমিতেও 'নজর' তৃণমূলের? বেহালায় চার্চের জমিতে কাজ করতে গিয়ে হুমকির অভিযোগ। অভিযোগ ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লের দলবলের বিরুদ্ধে। একাধিক অভিযোগ জানিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চিঠি। অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ডায়োসেস অফ ক্যালকাটা।

West Bengal Live News Updates:ব্রাইট স্ট্রিটে যুবকের রহস্যমৃত্যু

ব্রাইট স্ট্রিটে যুবকের রহস্যমৃত্যু। সামশের আলি নামে এক যুবকের রহস্যমৃত্যু। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিজের বাড়িতেই পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পাশে পড়ে ছিল একটি চপার। পরিবার এবং প্রতিবেশীদের সন্দেহ সামশের আলিকে খুন করেছে তাঁর সহকারী। সামশেরের মৃত্যুর পর থেকেই খোঁজ মিলছে না তাঁর সহকারীর। ঘটনাস্থলে গেছেন ফরেন্সিক আধিকারিকরা। তদন্ত শুরু করেছে কড়েয়া থানার পুলিশ। 

WB Live Updates: গ্রেফতারির ৮ দিন পরে সমান ঔদ্ধত্য জয়ন্ত সিংহ

গ্রেফতারির ৮ দিন পরে সমান ঔদ্ধত্য জয়ন্ত সিংহ। জয়ন্তকে সঙ্গে নিয়ে আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে পুলিশ। চ্যাংদোলা করে ক্লাবঘরের মধ্যে তালিবানি অত্যাচারের পুনর্নির্মাণ করা হল। ঘটনা পুনর্নির্মাণের পর জয়ন্তকে নিয়ে বেরিয়ে গেল পুলিশ। ক্লাব থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধাক্কা জয়ন্তর। এই ক্লাবের মধ্যেই জয়ন্তর শাগরেদদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। ক্লাবের মধ্যে থাকা একটি লোহার রড বাজেয়াপ্ত করল পুলিশ। জয়ন্তকে নিয়ে বেরিয়ে আসার পর ক্লাব সিল করে দিল পুলিশ। 

West Bengal Live News Updates:এবার কি চার্চের জমিতেও 'নজর' তৃণমূলের?

এবার কি চার্চের জমিতেও 'নজর' তৃণমূলের? বেহালায় চার্চের জমিতে কাজ করতে গিয়ে হুমকির অভিযোগ। অভিযোগ ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লের দলবলের বিরুদ্ধে। একাধিক অভিযোগ জানিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চিঠি। অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ডায়সেস অফ ক্যালকাটা। 

WB Live Updates: আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহ গ্রেফতার হতেই পরপর অত্যাচারের ভাইরাল ভিডিও প্রকাশ্যে


মদন মিত্র, সৌগত রায়ের পর এবার তৃণমূল কাউন্সিলর! জয়ন্ত সিংহর তাণ্ডবে চারবছর ধরে শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন না বলে চাঞ্চল্যকর দাবি করলেন কামারহাটির ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। দুষকৃতীদের হুমকির জেরে ২০১৪ সালে তিনি পুলিশি নিরাপত্তা পেয়েছিলেন। অভিযোগ, ২০২২ সালে নিরাপত্তা ওঠার পরই পুরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে রথতলা মোড়ের INTTUC-র অফিস দখল করে জয়ন্ত বাহিনী। 
আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহ গ্রেফতার হতেই পরপর অত্যাচারের ভাইরাল ভিডিও সামনে এসেছে। এমনকী জয়ন্তকে না ছাড়ালে গুলি করা হবে, এমন হুমকি ফোন পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন দমদমের সাংসদ সৌগত রায়। প্রাণহানির আশঙ্কাপ্রকাশ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও। 

West Bengal Live News Updates:পশ্চিম মেদিনীপুরের ডেবরায় পুড়ে ছাই তিনটি দোকান

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় পুড়ে ছাই তিনটি দোকান। আজ ভোরে আচমকা আগুন লেগে যায় বালিচকে রাস্তার ধারের তিনটি দোকানে। স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। 

WB Live Updates: আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে পৌঁছল পুলিশ

 


আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে পৌঁছল পুলিশ। এই ক্লাবের মধ্যেই তালিবানি কায়দায় অত্যাচারের অভিযোগ ওঠে। জয়ন্তর শাগরেদদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। মারধরের হাড়হিম করা ভিডিও সামনে আসার পর, গোটা ঘটনাটি পুনর্নির্মাণ করতে উদ্যোগী পুলিশ। ক্লাবের মধ্যে থাকা লোহার রড বাজেয়াপ্ত করল পুলিশ। 

West Bengal Live News Updates:আচমকা নিখোঁজ মধ্যমগ্রামের ব্যবসায়ী


আচমকা নিখোঁজ মধ্যমগ্রামের ব্যবসায়ী। তাঁর স্ত্রীর দাবি, বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ীর মোবাইল নম্বর থেকে তাঁর কাছে একটি মেসেজ আসে। তাতে লেখা হয়েছে তপন দাস ও রাজদীপ নামে দুই ব্যক্তি ওই ব্যবসায়ীর থেকে ৭০ লক্ষ টাকা চেয়ে চাপ দিচ্ছেন। তাই তিনি আর বাড়ি ফিরবেন না। জীবীত নাও থাকতে পারেন। এরপরই কম্পিউটার ব্যবসায়ী কৌস্তভ মিত্রর মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায় বলে দাবি করেছে পরিবার। 


 

WB Live Updates: ফের মহিলাকে মারধর শাসক নেতার! ভাইরাল হল ভিডিও


ফের মহিলাকে মারধর শাসক নেতার! ভাইরাল হল ভিডিও। এবার মাথাভাঙার হাজরাহাটে জমি বিবাদের জেরে পুলিশের সামনেই মহিলাকে মারধর করলেন তৃণমূলের উপপ্রধানের ভাই। জুতো হাতে মহিলার দিকে তেড়ে গেলেন তৃণমূল নেতা। পুলিশের সামনেই চলল একের পর এক লাথি। করাত হাতে তেড়ে গেলেন আরও এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা। ঘটনাস্থলে তিনি ছিলেন না বলে দাবি করেছেন হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলি। উপপ্রধান ও তাঁর ভাই এরশাদ আলির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আক্রান্ত মহিলা। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

West Bengal Live News Updates:জমি নিয়ে বিবাদের জেরে খুন

জমি নিয়ে বিবাদের জেরে খুন। জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার চক প্রতাপপুরে। এই ঘটনায় আহত হয়েছেন ২ ব্যক্তি। পুলিশ সূত্রে খবর জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে বিবাদ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ বাহিনী

WB Live Updates: বাঁকুড়ায় পিটিয়ে খুনের অভিযোগ,আজ এলাকায় যাচ্ছেন শুভেন্দু

বিজেপি করার অপরাধে বাঁকুড়ায় পিটিয়ে খুনের অভিযোগ, খারিজ মুখ্যমন্ত্রীর । খাতড়ায় বৃদ্ধকে পিটিয়ে খুন, রাজনীতির যোগ নেই, দাবি মুখ্যমন্ত্রীর । খোঁজ নিয়েছি, পারিবারিক বিষয়, ব্যক্তিগত শত্রুতা, দাবি মুখ্যমন্ত্রীর । আজ এলাকায় যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

West Bengal Live News Updates: মাথাভাঙায় জমি বিবাদে মহিলাকে মারধর

মাথাভাঙায় জমি বিবাদে মহিলাকে মারধর। হাজরাহাট টু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ। অভিযুক্ত তৃণমূলের উপ প্রধান হাসিম আলি ও তার ভাই এরশাদ আলি। পুলিশের উপস্থিতিতেই মহিলাকে মারধর। 

WB Live Updates: মদন মিত্র, সৌগত রায়ের পর এবার তৃণমূল কাউন্সিলর!

মদন মিত্র, সৌগত রায়ের পর এবার তৃণমূল কাউন্সিলর! জয়ন্ত সিংহর তাণ্ডবে চারবছর ধরে শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন না, দাবি  কামারহাটির তৃণমূল কাউন্সিলর বিমল সাহার। অভিযোগ, ২০২২ থেকে রথতলা মোড়ের INTTUC-র অফিস দখল করে জয়ন্ত বাহিনী

West Bengal Live News Updates: বিস্ফোরক দাবি করল ঢোলাহাটের মৃত যুবকের পরিবার

জামিন নিশ্চিত করতে পুলিশকে দিতে হয়েছিল ১ লক্ষ ৭৫ হাজার টাকা। এমনই বিস্ফোরক দাবি করল ঢোলাহাটের মৃত যুবকের পরিবার। হাইকোর্টেও একই অভিযোগ তুলেছেন তাঁদের আইনজীবী। সব অভিযোগ খতিয়ে দেখা হবে। আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

WB Live Updates: সিন্ডিকেট বিবাদ ঘিরে তুলকালাম বাধল নিউটাউনে, সামনে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

সিন্ডিকেট বিবাদ ঘিরে তুলকালাম বাধল নিউটাউনে, সামনে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল জ্যাংড়া ২ নম্বর পঞ্চায়েতের সদস্যের। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দলেরই কর্মীদের বিরুদ্ধে এ নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

West Bengal Live News Updates: অভিযুক্তদের গ্রেফতারির কথা বলে পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুখ্য়মন্ত্রী

অভিযুক্তদের গ্রেফতারির কথা বলে পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুখ্য়মন্ত্রী। যদিও আড়িয়াদহকাণ্ডে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌগত রায়, মদন মিত্র। আবার কুণাল ঘোষ বলছেন,দু-একজন রাজনীতিবিদ আর দু-একজন পুলিশ অফিসারের মদত ছাড়া দাদাগিরি বাড়তে পারে না। 

WB Live Updates: আড়িয়াদহকাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্য়মন্ত্রী

জয়ন্ত-গ্য়াংয়ের অত্য়াচারের একের পর এক ভাইরাল ভিডিও ঘিরে গোটা রাজ্য়ে তোলপাড়। এই আবহে আড়িয়াদহকাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্য়মন্ত্রী। দায় চাপালেন অর্জুন সিংহের ওপর। 

West Bengal Live News Updates: শহরে আরও একটা অগ্নিকাণ্ড

 


শহরে আরও একটা অগ্নিকাণ্ড। পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুরের পর এবার নাগেরবাজার। স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপরই নাগেরবাজারের কাছে ২৯ নম্বর যশোর রোডে গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লেগে যায়। বৃষ্টির মধ্যেই দাউদাউ করে ছড়াতে থাকে আগুন।

WB Live Updates: যশোর রোডে গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন

যশোর রোডে গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন। ২৯ নম্বর যশোর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড । ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। আশেপাশের কারখানায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। 

West Bengal Live News Updates: বিজেপি করার অপরাধে বাঁকুড়ায় পিটিয়ে 'খুন'

বিজেপি করার অপরাধে বাঁকুড়ায় পিটিয়ে খুনের অভিযোগ। রাজনীতির যোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী।

WB Live Updates: পুকুর বুজিয়ে আড়িয়াদহের ত্রাস জয়ন্তের প্রাসাদোপম বাড়ি


 দুধের কারবার থেকে দুধসাদা অট্টালিকা। পুকুর বুজিয়ে আড়িয়াদহের ত্রাস জয়ন্তের প্রাসাদোপম বাড়ি। বিশাল দরজার ভিতরে দামি গাড়ি, বাইক! পাহারায় কুকুর। অত্যাচারীর অট্টালিকা!পুকুর বুজিয়ে আড়িয়াদহে জয়ন্তর অট্টালিকা! পুরসভার অনুমোদন ছাড়া জলের লাইন! কিছুই জানেন না চেয়ারম্যান! 

প্রেক্ষাপট

 দুধের কারবার থেকে দুধসাদা অট্টালিকা। পুকুর বুজিয়ে আড়িয়াদহের ত্রাস জয়ন্তের প্রাসাদোপম বাড়ি। বিশাল দরজার ভিতরে দামি গাড়ি, বাইক! পাহারায় কুকুর। অত্যাচারীর অট্টালিকা!পুকুর বুজিয়ে আড়িয়াদহে জয়ন্তর অট্টালিকা! পুরসভার অনুমোদন ছাড়া জলের লাইন! কিছুই জানেন না চেয়ারম্যান! আড়িয়াদহে দিনের পর দিন গ্যাং-জয়ন্তের অত্যাচার। দায় এড়িয়ে অর্জুনকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী।  আড়িয়াদহকাণ্ডে এবার মুখ খুলল নবান্ন-ও। একাধিক অভিযোগে ২০১৬ থেকে ৫বার গ্রেফতার জয়ন্ত, জানালেন আলাপন। সৌগতর পর এবার মদন। ঘনিষ্ঠতা বিতর্কের মধ্যেই এবার জয়ন্তকে ছাড়াতে মধ্যরাতে হুমকি ফোন আসার দাবি। কীভাবে আড়িয়াদহের ত্রাসের উত্থান? নেতা থেকে পুলিশ যোগের অভিযোগের মধ্যেই অস্বস্তি বাড়ালেন কুণাল। বিজেপি করার অপরাধে বাঁকুড়ায় পিটিয়ে খুনের অভিযোগ। রাজনীতির যোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী। বাগদা উপনির্বাচনে বুথে ভোটারদের ভয় দেখাতে অস্ত্র হাতে তৃণমূলকর্মী। জয়ন্ত থেকে জেসিবি। জেলায় জেলায় তৃণমূল নেতাদের অত্যাচারের  অভিযোগে অমিত শাহের কাছে শুভেন্দু।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.